রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সীমায় রাখুন -বিক্ষোভ সমাবেশে বিভিন্ন দলের নেতৃবৃন্দ
১৭ মার্চ ২০২৩, ০৭:২৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। মাহে রমজানকে টার্গেট করে অতিমুনাফা লোভী ব্যবসায়ীরা সি-িকেট করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়াচ্ছে। সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ চড়া দামে দ্রব্যসামগ্রি কিনতে নাভিশ্বাস উঠছে। আসন্ন রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সীমায় রাখতে হবে। আজ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ, জাতীয় প্রেসক্লাবের মানমে মানববন্ধন এবং বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর ঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তেল-গ্যাস, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ২০ রমজানের মধ্যে শ্রমিকদের পূর্ণ বেতন বোনাস প্রদানের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, অতিমুনাফা লোভী ব্যবসায়ী চক্র সি-িকেট করে রমজানকে টার্গেট করে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিকভাবে বাড়াচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। রোজাদারদের কষ্ট লাঘবে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে হবে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার সীমার মধ্যে রাখতে হবে। আগামী ২০ রমজানের মধ্যেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। নেতৃবৃন্দ বলেন, সরকার পবিত্র হজ পালনেও ওপরও হজ প্যাকেজের মূল্য ৭ লাখ টাকা নির্ধারণ করে হজ পালনে বাধার সৃষ্টি করছে। সংগঠনের সভাপতি হাফেজ মো. শাহাদাত প্রধানিয়ার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি আলহাজ আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরকত, আলহাজ কামাল উদ্দিন, মাওলানা মো. গোলাম কিবরিয়া, মো. হায়দার আলী, শফিকুল আমিন খান, মো. পারভেজ মিয়া, আমিনুল হক ও আলতাফ হোসেন। পরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বোতন- বোনাসের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ ঃ
হজযাত্রীদের খরচ ৪ লাখ ৫০ হাজার টাকা করা না হলে ২২ মার্চ প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করবে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। হজযাত্রীদের বিমান ভাড়া হ্রাস এবং হজ প্যাকেজ থেকে সকল প্রকার ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে ভর্তুকি দিয়ে হলেও পাশ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে ২০ মার্চ সোমবারের মধ্যে বাংলাদেশের হজযাত্রীদের খরচ ৪ লাখ ৫০ হাজার টাকা পুনঃনির্ধারণ করার দাবি জানিয়ে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। মানববন্ধন কর্মসূচিতে এ দাবি উত্থাপন করা হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন,২০ মার্চের মধ্যে যদি এ বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত নেয়া না হয় তবে আগামী ২২ মার্চ বুধবার হজ প্যাকেজের মূল্য হ্রাসের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরের স্মারকলিপি প্রদান করা হবে।
তিনি বলেন, মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি, হজ পালনে অস্বাভাবিক ও অতিরঞ্জিত খরচ নির্ধারণ করে অমানবিক প্যাকেজ ঘোষণা এবং কোরবানির সময়ে কোরবানির পশুর চামড়ার মূল্য কমিয়ে সরকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধর্মকর্ম পালনে কৌশলে নিরুৎসাহিত করছে।
তিনি বলেন, মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের প্রধান কর্তব্য থাকলেও তারা সে কর্তব্য পালনে বছরের পর বছর ব্যার্থ হয়ে মিডিয়ার সামনে আওয়াজ দিয়ে যাচ্ছে। বাস্তবে তাদের কোন কর্মতৎপরতা আছে বলে মনে হয় না।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মাদ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সাংগঠনিক সম্পাদক মো. শাহাদুজ্জামান মোল্লা, মো. আবু শোয়াইব খান,মো. আবদুল কুদ্দুস, মো. আবদুর রাজ্জাক, মুফতি মুজিবুর রহমান, মো. শফিকুল ইসলাম বিশ্বাস ও মুফতী ইসহাক মোহাম্মদ আল আমিন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঃ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকীব আজ শুক্রবার এক বিবৃতিতে মাহে রমজানে রোজাদারদের কষ্ট লাঘবের লক্ষ্যে অতিদ্রুত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হলে সাধারণ খেটে খাওয়া মানুষ ইবাদত বন্দেগির মাস রমজানে চরম দুর্ভোগের শিকার হবেন। তিনি বলেন, দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্টুরেন্ট বন্ধ এবং যথা সময়ে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঃ জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনগণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, এই মাসের মূল তাৎপর্য হচ্ছে বিলাসিতা পরিহার করে নিজের ভোগ বা চাহিদাকে নিয়ন্ত্রণ করা। তারপরও এ মাসেই ভোগ্যপণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। বিশেষ করে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরের চাহিদা বাড়ে দ্বিগুণের বেশি। মানুষের অতিরিক্ত চাহিদার সুযোগে নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসায়ীদের একটি শ্রেণি যে যার মতো নিত্যপণ্যের দাম বাড়াতে থাকে। তিনি বাজার মনিটরিং করে সেই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য উদাত্ত আহ্বান জানান হেফাজত মহাসচিব।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি