বঙ্গবাজারে আগুন কারো পৌষ মাস কারো সর্বনাশ
০৪ এপ্রিল ২০২৩, ০৬:৫৭ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১২ এএম
ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। ব্যবসায়ীদের অভিযোগ, ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় উদ্ধার করা মালামাল চুরি হয়ে গেছে। দোকানিরা বলেন, কারো পৌষ মাস কারো সর্বনাশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারে লাগা এ আগুন দুপুর ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।
লিজা গার্মেন্টস এর মালিক মফিজুল মিয়া বলেন, আমার ৬ টা দোকান আছে৷ এর মধ্যে ৫ টাই পুরে গেছে। বাকি একটা দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল বের করতে পারলেও সেগুলো চুরি হয়ে গেছে। তার প্রায় সাড়ে ৩ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
আরেক দোকানদার জিল্লু বলেন, আগুনে বেশিরভাগ মালামাল পুরে গেছে। কিছু বের করা গেলেও সেসব মালামাল রাখতেই লুটপাট হয়ে গেছে।
এদিকে দুপুরে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, প্রচণ্ড বাতাস, পানির সংকট ও উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে এবং ভয়াবহতা তৈরি হয়েছে। কেন আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত নয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অফিসে হামলার ঘটনায় এ সময় ক্ষোভ প্রকাশ করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বলেন, মার্কেটটি ২০১৯ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। দশবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু কেউ মানেনি। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তবে, ফায়ারের ৮ জন কর্মী আহত হওয়ার কথা জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। মার্কেটটিতে সহস্রাধিক কাপড়ের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বুঝতে পেরে ফায়ার সার্ভিস সদর দফতরের সব ক’টি ইউনিট কাজে নেমে পড়ে। খবর পাঠানো হয় ঢাকার সকল স্টেশনে। আগুন নিয়ন্ত্রণে সবশেষ কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট।
ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত টিম। আছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দলও। অগ্নিনির্বাপনের জন্য ব্যবহার করা হয়েছে হেলিকপ্টারও।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক