বঙ্গবাজারের ব্যবসায়ীদের কান্না, সোস্যাল মিডিয়ায় দোয়া কামনা
০৪ এপ্রিল ২০২৩, ০৭:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৩ পিএম
দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা পর রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এতে আশপাশের ভবনে আর আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার ভোর ৬টার দিকে গুলিস্তানের বঙ্গবাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। এর পাশেই ফায়ার সার্ভিসের সদর দফতর হওয়ায় সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুই মিনিটের মাথায় ৬টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। পরে পানির সঙ্কট ও তীব্র বাতাসের ফলে তীব্রতা বাড়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।
সবশেষ ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেই সঙ্গে ঘটনাস্থলে কাজ করে সেনাবাহিনী ও বিমানবাহিনীও। পাশাপাশি র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
এখনো আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য না মিললেও শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই আগুনে সৃষ্ট ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ৪ জন কর্মী আহত হয়েছেন। এছাড়া ভয়াবহ এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জন রোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এরমধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জন ভর্তি আছেন। তবে তাদের মধ্যে চারজনই আতঙ্কগ্রস্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভবনের ৬০১ ও ৬০২ নম্বর ওয়ার্ডের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, রাজধানীর বঙ্গবাজারে লাগা এই আগুনে কয়েক হাজার কোটি টাকার বেশি মূল্যের ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তার মতে, ঈদের আগে ব্যবসায়ীদের জীবনে যেন কেয়ামত নেমে এসেছে।
এ ঘটনায় সকাল থেকেই সোস্যাল মিডিয়ায় নেটিজনরা ব্যবসায়ীদের সাহায্যার্থে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন। আবার কেউ কেউ রিরূপ মন্তব্যও করেছেন, তারা বলেছেন সরকার দেশে এতো উন্নয়ন করলেও রাজধানীর মতো একটা এলাকায় কেনো আগুন নেভাতে ৭ ঘণ্টা লাগবে?
সিনিয়র সাংবাদিক, গবেষক ও লেখক মেহেদী হাসান পলাশ নামে একজন লিখেছেন, কিছুই ভালো লাগছে না, খুব অস্থির লাগছে। টেলিভিশনের বঙ্গবাজারের আগুনের লাইভ নিউজ কিছুক্ষণ দেখার পরে খুব অস্থির লাগছিল। তাদের কান্না ও আহাজারি দেখে আর নিতে পারছিলাম না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। টিভি বন্ধ করে দিলাম। কিন্তু অস্থিরতা কাটছে না। অসহায় মানুষগুলোর হাহাকারে সিক্ত মুখগুলো কোনোভাবেই দৃষ্টির আড়াল করতে পারছিনা। আল্লাহই উত্তম ফয়সালাকারী এবং একমাত্র অভিভাবক। তিনি হেফাজতকারী।
মনিরুল ইসলাম নামে একজন লিখেছেন, আমি ট্রেকিংয়ের জ্যাকেট থেকে শুরু করে সবকিছু বঙ্গবাজার মার্কেটে কিনতে যাই। সেখানে ভোরের ভয়াবহ আগুনে অন্তত ৪ হাজার দোকান পুড়ে ছাই। সামনে ঈদ, লাখ লাখ মানুষের ব্যবসা শেষ। আল্লাহ তুমি রহম করো।
মো. বেলাল হোসেন নামে একজন লিখেছেন, একটি দোকান পুড়ে যাওয়া মানে প্রত্যেকটি পরিবার জ্বলে পুড়ে যাওয়া। আল্লাহ তুমি সব পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দাও।
নুশরাত জাহান নিশু নামে একজন লিখেছেন, এতো বড় আগুন এমনিতেই কি লেগে গেলো? এর সঠিক তদন্ত কি বের হবে। আল্লাহ সকল ক্ষতিগ্রস্ত লোকজনের উপর রহমত দান করো।
মো. ফয়সাল নামে একজন লিখেছেন, এতো এতো উন্নয়নের গল্প শুনি অথচ ঘণ্টার পর ঘণ্টা আগুন জ্বলতে থাকে। এখনো দেশে নেই কোনো উন্নত আগুন নিবারণের যন্ত্র।
শামীম আহমেদ জিয়া নামে একজন লিখেছেন, হে আল্লাহ! বঙ্গবাজারের ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন।
মুক্তা নামে একজন লিখেছেন, এই মানুষগুলোর জন্য দোয়া ছাড়া কিছু করার নাই। আল্লাহ তুমি তাদের ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দাও-আমিন।
ফারিন সরকার নামে একজন লিখেছেন, কতো কতো মানুষের সপ্ন আজ শেষ। কতো পরিবার আজ কান্না করছে। আল্লাহ শোক কাটিয়ে উঠার তৌফিক দিক এবং সবাইকে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দিক। সেই সাথে যা ক্ষতিপূরণ হয়েছে তা কোনো উসিলায় তাদেরকে পাওয়ার তৌফিক দিক- আমিন।
জিয়াউর রহমান নামে একজন লিখেছেন, হে আল্লাহ আপনি আমাদের এই ভয়াবহ কঠিন দুর্যোগ থেকে রক্ষা করুন।
মনিরা চৌধুরী নামে একজন লিখেছেন, হে আল্লাহ আপনি তাদেরকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন। ঈদের আগ মুহূর্তে এরকম আগুনের প্রভাব কেবল তারাই বুঝবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ আপনি তাদের সহায় হোন।
রাসেল মাহমুদ নামে একজন লিখেছেন, আল্লাহ হেফাজত করুন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধৈর্য্য ধরার তৌফিক দিন।
আবার অনেকেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া কেউ কেউ বলেন, কিছু দুষ্কৃতিকারীরা এই আগুন পরিকল্পিভাবে দিয়েছে। সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া