সিরিজ অগ্নিকাণ্ডের মাধ্যমে দেশকে নরকে পরিনত করেছে সরকার এবি পার্টির ইফতার মাহফিলে উদ্বেগ
০৪ এপ্রিল ২০২৩, ০৭:৪৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৫৮ পিএম
শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, কলামিষ্ট, ব্যবসায়ীসহ পেশাজীবিদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে এবি পার্টি। রাজধানীর বিজয়নগরে একটি রেস্তোরাতে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু'র সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দলের আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারকারী হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী'র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্যে পার্টির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বঙ্গবাজার মার্কেটসহ দেশের বিভিন্নস্থানে সিরিজ অগ্নিকাণ্ডের মাধ্যমে দেশকে নরকে পরিনত করা হয়েছে। এই অবস্থায় দেশ ও দেশবাসীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। পুঁজি হারানো হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানান তিনি। তাজুল ইসলাম বলেন, আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অচলায়তন ভেঙে নতুন দিনের নতুন অভিযাত্রার নাম। তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি, দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিচারবহির্ভূত হত্যাকান্ড, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের স্বাধীনতাকে হরন করে স্বাধীনতার অঙ্গীকারকে কলঙ্কিত করেছে। এ অবস্থা থেকে উত্তরণে এবি পার্টির প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে’র প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, গনফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মোহসিন মন্টু, সাধারন সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী, ন্যাপ (ভাসানী)’র সভাপতি জেবেল গনি, এনডিএম’র সভাপতি ববি হাজ্জাজ, শিক্ষাবিদ প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, প্রফেসর ড. দিলারা চৌধুরী, প্রফেসর ড. মোজাহেরুল হক, প্রফেসর মাইমুল আহসান খান, প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, জনাব ইকতেদার আহমেদ, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, বাংলাদেশ সুপ্রিমকোর্ট; জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনসহ বিশিষ্টজনরা। এছাড়া জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আইআরআই সহ উন্নয়ন অংশীজনদের প্রতিনিধিরা ইফতারে অংশ নেন।
প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন, জনাব এড. জগলুল হায়দার আফ্রিক, নির্বাহী সভাপতি, গণ ফোরাম; জনাব আইয়ুব খান ফারুক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, গণ ফোরাম; জনাব মুহাম্মদ উল্লাহ মধু, তথ্য ও গণমাধ্যমসম্পাদক; জনাব বাবুল সরদার চাখারি, চেয়ারম্যান, পিপলস পার্টি; জনাব পারভীন খান ভাসানী, কো-চেয়ারম্যান, পিপলস পার্টি; জনাব জেবেল রহমান গানি, চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাপ; জনাব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, মহাসচিব, ন্যাপ; খন্দকার গোলাম মর্তুজা, চেয়ারম্যান, এনডিপি; জনাব মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব, এনডিপি; জনাব ফরিদুর রহমান ফরহাদ, চেয়ারম্যান ন্যাশনাল পিপলস পার্টি; জনাব গোলাম মোস্তফা, মহাসচিব, এন পি পি; জনাব গোলাম মাওলা চৌধুরী, সভাপতি গণদল; জনাব শহিদুল্লাহ কায়সার, সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য; অ্যাড. এ আর উল ইসলাম,সেক্রেটারি, বাংলাদেশ কংগ্রেস; জনাব বাসির জামাল, সিনিয়র সাংবাদিক; অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, জাতীয় পার্টি; জনাব মাহমুদ আলম, যুগ্ন দপ্তর সম্পাদক, জাতীয় পার্টি; জনাব মীর শামসুল আলম লিপটন, যুগ্ন শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয় পার্টি; জনাব ড. নুরুল আমিন বেপারি, সভাপতি, বিকল্প ধারা; জনাব শাহ আহমেদ বাদল, মহাসচিব বিকল্প ধারা; জনাব রাশেদ খান, যুগ্ন মহাসচিব, গণ অধিকার পরিষদ; জনাব সরকার নূরে এরশাদ সিদ্দিকি, সদস্য সচিব, আইনজীবী অধিকার পরিষদ; অধ্যাপক শাহ আলম, ইসলামের ইতিহাস, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়; কাজী আবুল খায়ের, সভাপতি, মুসলিম লীগ; জবাব ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম মহাসচিব, জাতীয় পার্টি; জহিরুল ইসলাম মিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি; কবি আব্দুল হাই শিকদার, বি এন পি চেয়ারপার্সনের উপদেষ্টা; এম আব্দুল্লাহ, সভাপতি, ডিউউএফএজে; জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য; মেজর আক্তারুজ্জাম্মান, সাবেক সংসদ সদস্য; জনাব নাজিমুদ্দিন আজাদ, চেয়ারম্যান,বি এল ডি পি; জনাব আলমগীর মহিউদ্দিন, সম্পাদক, নয়া দিগন্ত; জনাব প্রফেসর ড.মুজহেরুল হক, সাবেক উপদেষ্টা, বিশ্বস্বাস্থ্য সংস্থা; জনাব অ্যাড. মুহসিন রশিদ, সিনিয়র আইনজীবী; জনাব সৈয়দ আব্দাল আহমেদ, সাবেক সেক্রেটারি জাতীয় প্রেস ক্লাব; জনাব তৈমুর আলম খন্দকার, সিনিয়র আইনজীবী।
দলীয় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মেজর (অব) প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার, আনিসুর রহমান কচি, এডভোকেট গোলাম ফারুক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া, বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আলতাফ হোসেন, শাহাদাত উল্লাহ টুটুল প্রমুখ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি
"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড
রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ
প্রশংসায় ভাসছে পাকিস্তান
কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া
লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের
মাইলফলকের টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করল বেক্সিমকোর শ্রমিকেরা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭
ট্রাম্প প্রশাসনের জন্য মনোনীত দুই সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ
ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস
আদানির দুর্নীতি : এবার ভারতেই বির্তকের মুখে মোদি সরকার
নিজ্জর হত্যায় মোদীর সংশ্লিষ্টতার দাবি কানাডার সংবাদমাধ্যমের ,‘হাস্যকর’ দাবি ভারতের