খেলাফত মজলিসের নেতা মাওলানা যোবায়েরের দাফন সম্পন্ন
০৮ এপ্রিল ২০২৩, ০৭:২৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৬ পিএম
খেলাফত মজলিসের আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী (রহ.) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে শহরস্থ টিলাগড় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল, ডা. এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, প্রিন্সিপাল শামসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সভাপতি এম নাসের রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিসবাহুর রহমান, মৌলভী বাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করীম ময়ুন, আলজামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমের মুহতামিম মুফতি শামসুদ্ধোহা, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের সভাপতি মাওলানা মনসুরুল হক রায়পুরী, জামিয়া মাদানিয়া কাজিরবাজার মুহতামিম মাওলানা সামিউর রহমান মুসা, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক মাওলানা মুহাম্মদ শাহ নজরুল ইসলাম, আঞ্জুমানে তা'লীমুল কোরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা হাসান নুরী, মাওলানা আহমদ বিলাল, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, সহ সভাপতি মুহিবুল হাসান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাহফুজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা সাইফুর রহমান, ইসলামী যুব মজলিসের সদস্য সচিব অ্যাডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, যুগ্ম সচিব অ্যাডভোকেট মাওলানা মো: শায়খুল ইসলাম, মাওলানা সোহাইল আহমদ, মৌলভীবাজার জেলা আহবায়ক মাওলানা ইকবাল হোসাইন, সিলেট মহানগর আহবায়ক মাওলানা জাকারিয়া আল হাসান, আফজাল হোসাইন কামিল, জেলার সাদিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, ইমরান হোসাইন, হাসান আহমদ খান, আলমগীর হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নুর মুহাম্মদ, উত্তর সভাপতি মাহমুদুল হাসান রাসেল, তাওফিক বিন হারিস, মাহমুদুল হাসান ত্বহা, শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মো: আব্দুল করিম, ঢাকা মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর পল্টন বক্সকালভার্ট রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমকে শেষবারের মত দেখতে যান এবং দোয়ায় শরীক হন আন্দোলন সংগ্রামে তার দীর্ঘদিনের সাথী ও খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল রায়হান আলী, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম, জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন, শায়েখের ছাত্র ও জামেয়া বনশ্রীর মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমদ খন্দকার, মাওলানা আবদুল হক আমিনী, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু আদিবা, হাজী নুর হোসেন, অধ্যাপক আজিজুল হক, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসাইন, মাওলানা আজিজুল হক।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
দুমকী উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতির ইন্তেকাল
সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল হত্যার প্রতিবাদে মানববন্ধন
ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটায় দুইটি এক্সেভেটর জব্দ
আব্দুল্লাহ শফিকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
সৈয়দপুরে সাদপন্থি তাবলীগ জামায়াতের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ
স্বেচ্ছাসেবক লীগনেতা ফুয়াদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কারাগারে
বাংলাদেশে আইওটি ইকোসিস্টেম উন্মোচন করেছে ওয়ানপ্লাস
শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সড়কে ছয় লেনের কাজ এগিয়ে চলছে গাড়ি চলবে ১০০ কি.মি গতিতে
আটঘরিয়ায় ঘন কুয়াশায় বিনা চাষে রসুনের জমি পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক
সীমান্তে বিজিবির গুলি ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল ফেলে পালালো চোরাকারবারীরা
সখিপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
রামগড়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা
আমতলীর ইউএনও’র বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন
নবীনগর ও কসবায় বিভিন্ন রকমের মাদকসহ তিন যুবক গ্রেপ্তার
মণিপুর গৃহযুদ্ধে ইন্ধন দিচ্ছে মিয়ানমার, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে
চাঁদপুর মেঘনায় জাহাজে মিলল ৫ জনের মরদেহ
বরিশালে মাহমুদিয়া মাদ্রাসার ৭৮তম মাহফিল ও ইসলামী মহাসম্মেলন শুরু