বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মুফতী ফয়জুল করীম
১১ এপ্রিল ২০২৩, ০৪:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম। সোমবার রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শয়খে চরমোনাই সহ নেতৃবৃন্দ। ওইদিন বাদ জোহর শায়খে চরমোনাই বঙ্গবাজার পরিদর্শনে যান। এ সময় তাঁর সাথে ছিলেন, দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ আব্দুর রহমান, শ্রমিকনেতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান।
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং সান্ত¡না দেন। তিনি তাদের আর্থিক সহায়তার কথা বলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতী ফয়জুল করীম বলেন, ঈদের আগে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তিনি বলেন, বার বার এখানে আগুন লাগছে। এর আসল কারণ উদঘাটন করতে হবে। নিকটে থাকা ফায়ার সার্ভিস হেড কোয়ার্টার কি কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ তা আলোচনার দাবি রাখে। তিনি ক্ষতিগস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপুরণের দাবি জানান।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পবিত্র মাহে রমজানে মঙ্গল শোভাযাত্রা বিজাতীয় সংস্কৃতি ও ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সম্প্রতি মন্ত্রী পরিষদ-এর সিদ্ধান্তের আলোকে দেশের স্কুল, কলেজ ও মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা দেশের সংবিধান, সংস্কৃতি ও ইসলাম পরিপন্থি বলে এটা বন্ধ করতে হবে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশের কোরআন নাজিলের মাসে মাহে রমজানে এটা চলতে পারে না।
সোমবার বাদ জোহর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আলহাজ আব্দুর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ হারুন অর রশীদ, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা এবিএম জাকারিয়া, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, বীর মুুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক ডা: নাছির উদ্দিন, মুফতী দেলাওয়ার হোসেন সাকী, হাফেজ মাওলানা আবুল কালাম, উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, জি এম রুহুল আমীন, মাওলানা খলিলুর রহমান, অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, মাওলানা আরিফুল ইসলাম।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও