জেলগেট থেকে আবারো আটক স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির
১১ এপ্রিল ২০২৩, ০৮:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৭ পিএম
জামিনে মুক্তি পাওয়ার পর আবারো জেলগেট থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার তার স্ত্রী সুরাইয়া বেগম সমকালকে বলেন, দুপুর আড়াইটায় আজিজুর রহমান মুসাব্বির কেরাণীগঞ্জ জেলগেট থেকে মুক্তি পাওয়ার পরপরই একটি মাইক্রোবাসে করে তাকে সাদা পোষাকের আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এসময়ে তারাও ওই গাড়ির পিছু আসেন। গাড়িটি মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করে।
গত ৮ ডিসেম্বর একজন কর্মীকে রক্ত দেওয়ার সময়ে উত্তরায় একটি হাসপাতাল থেকে ডিবি পরিচয়ে মোসাব্বিরকে তুলে নেয়। এর পাঁচ দিন পর তাকে আদালতে তোলা হয়। সব মামলা থেকে ২ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেলে তাকে কারাফটক থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ওইসময়ে তাকে মতিঝিলের একটি মামলায় আটক দেখানো হয়।
মুসাব্বিরকে কারাফটক থেকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্রমতা আঁকড়ে রাখতে গুম, খুন আর নির্যাতনকে হাতিয়ার বানিয়েছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু এভাবে অন্যায় করে বেশিদিন তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। অচিরেই তাদের ক্ষমতার মসনদ ভেঙ্গে পড়বে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও