ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ১১ দিন পুলিশ থাকবে ২৪ ঘণ্টা
১৯ এপ্রিল ২০২৩, ০৫:৪৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫২ পিএম
ঈদুল ফিতর উপলক্ষ্যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে নাড়ির টানে ফিরছে ২২ জেলার মানুষ। আর এই ঈদযাত্রা নির্বিঘ্ন ও সুন্দর করতে মহাসড়কজুড়ে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে মহাসড়ক পরিদর্শনে আসেন পুলিশের রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি মো. রশীদুল হাসান।
এ সময় তিনি বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও সুন্দর করতে টানা ১১ দিন ২৪ ঘণ্টা মহাসড়কে থাকবে পুলিশ। এই ১১ দিন ২৪ ঘণ্টা আমাদের সাহায্য করছে ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম, রোডস অ্যান্ড হাইওয়ে (সড়ক ও জনপথ) এবং সেতু কর্তৃপক্ষ। তিনি বলেন, ঈদ পূর্ববর্তী ছয় দিন এবং ঈদ পরবর্তী চার দিনসহ মোট ১১ দিনের একটি পরিকল্পনা নিয়ে আমরা জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছি। ঈদের আগে যারা ঢাকা শহর থেকে যাবেন এবং ঈদের পরে যারা ব্যাক করবেন, তারা যেন মহাসড়কে নির্বিঘ্নে ও নিরাপত্তার সঙ্গে যাতায়াত করতে পারেন সেটি নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিকল্পনায় আছে- একটা দল, যারা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ডিউটি পালন করবে। মোবাইল টিম, যারা মোটরসাইকেল ও পুলিশের যে পরিবহনগুলো আছে সেগুলো নিয়ে দায়িত্ব পালন করবে। এর বাইরে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের অনেক লোক আছে যারা দায়িত্ব পালন করছেন।
এছাড়াও মহাসড়কে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে জেলা পুলিশ ও থানা পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি আছে যেন, সেই যানবাহনগুলো দ্রুত সরিয়ে রাস্তা পরিষ্কার রাখতে পারি। মানুষের চলাচল যেন নির্বিঘ্ন করতে পারি সে ব্যবস্থা আমাদের নেওয়া আছে।
রশীদুল হাসান আরও বলেন, আমাদের সাহায্য করছে ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম, রোডস অ্যান্ড হাইওয়ে (সড়ক ও জনপথ) এবং সেতু কর্তৃপক্ষ। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। যারা এই ১০-১১ দিন প্রতিনিয়ত ২৪ ঘণ্টা সার্ভিস দিয়ে যাচ্ছে। তাই আমরা আশা করি এই ১০-১১ দিন যারা ঢাকা থেকে আসবেন ও ফিরে যাবেন তারা নির্বিঘ্নে আসা-যাওয়া করবেন এবং পরিবারের সঙ্গে সুন্দর মতো ঝামেলা ছাড়াই ঈদ উদযাপন করতে পারবেন। এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, ট্রাফিক পরিদর্শক সালেকুজ্জামান খান সালেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ঈদযাত্রায় সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো ধীরগতি বা যানজট নেই। সর্বশেষ বুধবার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৫টায় (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) মহাসড়কের কোথাও কোনো ধীরগতি ও যানজট নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মো. সালেকুজ্জামান খান সালেক ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ট্রাফিক পরিদর্শক মো. মনিরুল ইসলাম।
এ ছাড়াও এবারের ঈদযাত্রা যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা পুলিশ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়