মুন্সিগঞ্জে ইজিবাইক চালককে হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদঘাটন হলো যেভাবে
২৯ এপ্রিল ২০২৩, ০৬:১৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২১ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় আলোচিত ইজিবাইক চালক শাহাদাতকে ব্রিজ থেকে ফেলে নির্মমভাবে হত্যা করে ইজিবাইক ছিনতাই ও হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ চক্রের সাত জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। চক্রটি পরিকল্পনা অনুযায়ী ভাড়া করা ইজিবাইক নিয়ে ঈদের দিন ঘুরতে বের হয় চালককে খুন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।
শুক্রবার (২৮ এপ্রিল) দক্ষিণ কেরাণীগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন– হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. জুয়েল বেপারী, মো. সাজ্জাদ শেখ, মো. ইসমাইল হোসেন, মো. লিমন মাতুব্বর, মো. সোহাগ, রোমান শিকদার ও মো. জাকির।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা ইজিবাইকটি সিরাজদিখানের মো. জাকির হোসেনেরর কাছে বিক্রি করে। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সিরাজদিখান থেকে মো. জাকিরকে গ্রেপ্তার করা হয়। জাকিরের গ্যারেজ থেকে ওই ইজিবাইকসহ বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া আরও পাঁচটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিন বলেন, রাজধানীর কদমতলীর মদিনাবাগ এলাকায় বসবাসকারী শাহাদাত হাওলাদার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি গ্যারেজ থেকে ভাড়া করে ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। গত ২৩ এপ্রিল বিকেলে প্রতিদিনের মতো ওই গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনের বের হন। ওইদিন রাতে তিনি বাসায় না ফিরলে পরিবারের লোকজন মোবাইল ফোনে কল দিয়ে ফোন বন্ধ পান।
অতিরিক্ত ডিআইজি বলেন, ২৪ এপ্রিল সকাল ৯টা ৪৫ মিনিটে শাহাদাতের মোবাইল ফোন থেকে কল দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি জানান, সিরাজদিখান এলাকার কুচিয়ামোড়া রেলওয়ে উড়ালসেতুর নিচে একটি লাশ পড়ে আছে। সংবাদ পেয়ে শাহাদাতের পরিবারের লোকজন ঘটনাস্থলে যায়। মাথা, মুখ ও কপালে জখম অবস্থায় শাহাদাতের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের ভাই শহিদুল ইসলাম জসিম সিরাজদিখান থানায় অজ্ঞাত দুই-তিন জনের বিরুদ্ধে দস্যুতাসহ একটি হত্যা মামলা করেন।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব-১০ এর অধিনায়ক আরো জানান, গত ২২ এপ্রিল ঈদের দিন জুয়েল, সাজ্জাদ, লিমন, রোমান, ইসলাইল ও সোহাগ মিলে মাওয়া ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঘণ্টায় ৩২০ টাকা হিসেবে ইজিবাইক ভাড়া করে। বেড়ানোর সময় তারা ইজিবাইকটি ছিনতাই করবে বলে পরিকল্পনা করে। কিন্তু ঈদের দিন হওয়ায় পরের দিন ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা। সে অনুযায়ী ঈদের দিন শাহাদাতকে এক হাজার ৯০০ টাকা ভাড়া দেয়। পরের দিনও ঘুরতে যাবে বলে শাহাদাতের ফোন নম্বর রাখে জুয়েল।
র্যাবের এই কর্মকর্তা বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী ২৩ এপ্রিল বিকালে মোবাইল ফোনে কল করে শাহাদাতকে কদমতলী লাবনী রেস্টুরেন্টের সামনে ডেকে আনা হয়। সেখান থেকে জুয়েল, সাজ্জাদ ও লিমন ইজিবাইকে ওঠে। কিছুক্ষণ পর ইসমাইলকে ফোন দিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জের কালীগঞ্জ, খালপাড় অবস্থান করতে বলে। কালীগঞ্জ এলাকা থেকে ইসমাইলকে সঙ্গে নিয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় গিয়ে সময় পার করতে থাকে।
তিনি আরও বলেন, রাত প্রায় ১১টায় সিরাজদিখান কুচিয়ামোড়া রেলওয়ে উড়ালসেতুর ওপরে এসে ইজিবাইক থামিয়ে গল্প করতে থাকে তারা। এক সময় শাহাদাতের মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। পরে অজ্ঞান হয়ে গেলে শাহাদাতকে ব্রিজের নিচে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

‘দেশের প্রচলিত আইনে শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছে’

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মজুরি কমিশন গঠনের দাবি জাগ্রত পার্টির

শেরপুরে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ গ্রেপ্তার ৫

জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু: নুরুজ্জামান লিটন

মুরাদনগর নোমান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন শরীফুল ইসলাম

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

চাকরি হারানো তিন সাংবাদিককে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুয়াদ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে বিএনপি : ওয়াহাব আকন্দ

গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণ ও আ‘লীগ নিষিদ্ধের দাবি করলো সিলেটে এনসিপি

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে- ড. মো. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশ সার্ভিসের নতুন কমিটি সভাপতি নাজমুল সম্পাদক আনিসুজ্জামান

মুজিবনগরে কৃষকের ৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

“বিক্ষোভে নতি, রুয়া নির্বাচনে ফেরার আভাস: কালই গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি”

সিলেটে লাল পতাকা মিছিল করলো সমাজতান্ত্রিক ফ্রন্ট

সীমান্তে আরাকান আর্মির কার্যক্রমে অসন্তুষ্ট মানুষ

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন ট্রাম্প

জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমীর খসরু