জাতীয় সংসদের মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়ে নেয়ার প্রস্তাব ঢাবি প্রফেসরের
২২ মে ২০২৩, ০৮:১৩ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩, ১২:০৩ এএম
নির্বাচন ছাড়াই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ আরো পাঁচ বছর কিংবা কমপক্ষে দুই বছর বাড়িয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আ ক ম জামাল উদ্দিন। তিনি বলেন, করোনা মহামারীর কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই বর্তমান সংসদের মেয়াদ আরো পাঁচ বছর কিংবা কমপক্ষে দুই বছর বাড়িয়ে নিতে পারেন।
রাজশাহীতে বিএনপি'র সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি শিক্ষক সমিতির এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন আ ক ম জামাল উদ্দিন। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক শিক্ষক নেতা।
প্রফেসর জামাল উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগ, করোনা দুর্যোগের কারনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো কারন নাই। প্রধানমন্ত্রী চাইলেই এই সংসদের মেয়াদ আরোও পাচঁ বছরের জন্য বৃদ্ধি করতে পারেন।
তিনি বলেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর আজ পাঁচ বছর অতিবাহিত হয়েছে। কিন্তু কি ধরনের মহা দুর্যোগের মধ্য দিয়ে দেশ চলেছে, দেশের অর্থনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রে বিশ্ববাসীর সাথে আমরা যে কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছি সেটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেনা। সে কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী, রাজনৈতিক দল ও দেশের সুশীল সমাজের কাছে আকুল আবেদন জানাই আগামী ৬ মাস পর যে জাতীয় নির্বাচনের ঘোষণা এসেছে; যদিও এটি একটি মাইলস্টোন, আমাদের বাধ্যবাধকতা আছে, আমি মনে করি এই যে প্রাকৃতিক দুর্যোগ করোনা দুর্যোগের কারনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোন কারণ নাই। কোন ধরনের দরকারও নেই।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি ইচ্ছে করলে এই জাতীয় সংসদের মেয়াদ করোনা মহামারীর কারণ দেখিয়ে আরো পাঁচ বছর বাড়িয়ে নিতে পারেন। কমপক্ষে দুই বছর তো হতেই পারে। কারণ করোনা দুর্যোগের কারণে কমপক্ষে দুই বছর জাতীয় সংসদ কোন কার্যক্রম করতে পারেনি। দেশ সঠিকভাবে পরিচালিত হয়নি। এই পরিস্থিতিতে কোন ধরনের জাতীয় নির্বাচনের বাধ্যবাধকতা সরকার ও জনগণের নাই বলে মন্তব্য করেন ঢাবির এই প্রফেসর।
সমাবেশে ঢাবি ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকির দেওয়া হয়েছে, সেটির নিন্দা জানানোর ভাষা জানা নেই। তাদের এই হুমকির বক্তব্য শুধুমাত্র জেলা পর্যায়ের একজন নেতার বক্তব্য নয়, এটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ। সেটির মধ্য দিয়ে তাদের নীলনকশা প্রণয়ন ও সেটির কার্যক্রম শুরু করারই একটি ইঙ্গিত। আজকের এই সমাবেশ থেকে আমি তীব্র নিন্দা জানাই। যে ব্যক্তিটি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীকে এ ধরনের ন্যাক্কারজনক ভাষায় যেভাবে হত্যার হুমকি দিয়েছে, সেটি একেবারেই ক্ষমার অযোগ্য একটা বিষয়।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি প্রসেসর ড. নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. জিনাত হুদার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল, ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান চান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়া রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুস ছামাদ, ফার্মেসী অনুষদের ডিন প্রফেসর সিতেশ চন্দ্র বাছার, শিক্ষক সমিতির সদস্য প্রফেসর ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, সাবেক প্রক্টর প্রফেসর ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ।
###রাহাদ উদ্দিন
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি