ডিএনসিসির প্রতিটি রাস্তা ও ফুটপাতে গাছ লাগানো হবে: ডিএনসিসি মেয়র
০৬ জুন ২০২৩, ০৫:১৬ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ০৫:১৬ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব রাস্তা ও ফুটপাতে গাছ লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয় মেয়র আনিসুল হক সড়কে ডিএনসিসি এলাকায় দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
ডিএনসিসি মেয়র বলেন, ডিএনসিসি এলাকার সব রাস্তা ও ফুটপাতে গাছ লাগানো হবে। কোন জায়গা খালি রাখতে চাই না। ফুটপাতে ছাতিম, বকুল, কাঠ বাদাম, কৃষ্ণ চূড়া, সোনালু, সড়কের মিডিয়ানে কাঁটা মেহেদী, রংগন, করবী ও বাগান বিলাস
, বামন জারুল, রসকাউ লাগানো হবে। আর
আমাদের খালের পাশে বিভিন্ন ধরনের ফলজ গাছ, আম, জাম, কাঁঠাল ও ঔষধি গাছ লাগাবো।
নগরে কোন পাখি নাই। আমরা বন বিভাগের সাথে আলাপ আলোচনা করে রসকাউ লাগাচ্ছি। রসকাউ ফলটা পাখিদের জন্য খুবই প্রিয়। ক্লিনিং, গ্রিনিং ও ফিডিং এই তিনটিকে বিবেচনায় নিয়ে গাছ লাগানো হবে।
তিনি বলেন, সবুজে বাস, বারো মাস এই স্লোগানের মাধ্যমে আমারা আজকে বৃক্ষরোপণ শুরু করলাম। আমি নগরবাসীকে আহবান করছি যার যার বাড়ির সামনে ফাকা জায়গায় গাছ লাগাবেন। আমি রাজউকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 'প্রতিটি বাড়িতে এক কাঠায় অন্তত একটি গাছ' এটি যেন রাজউক অবিলম্বে বাস্তবায়ন করে।
তিনি আরও বলেন গাছ লাগানো অনেক সহজ কিন্তু গাছ বাঁচানো অনেক কঠিন। গাছকে লালন পালন করা অনেক কঠিন। তাই গাছকে আমরা লালনের জন্য এই প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১০০ জন মালি নিয়োগ দিবে। একেক জন মালিকে ১ কিলোমিটারের দায়িত্ব দেয়া হবে। এক কিলোমিটারের মধ্যে যত গাছ আছে সেসব গাছের রিপোর্ট তারা আমাদেরকে দিবেন। আমরা একটি জিআইএস ম্যাপ তৈরি করেছি। যেটির মাধ্যমে জায়গা নির্বাচন, গাছ মনিটরিং এগুলো করা হবে।
ডিএনসিসি মেয়র বলেন, আমরা ফুটপাতে পাঞ্চ করে ছাতিম গাছ লাগাবো ছায়া দিবে, বকুল গাছ লাগাবো ফুলের গন্ধ দিবে, কাঠবাদাম গাছ এবং যেখানে বেশি জায়গা পাবো সেখানে আমরা কৃষ্ণচূড়া গাছ লাগাবো। গাছগুলো দেখাশোনার জন্য আমাদের পরিবেশ বিভাগকে শক্তিশালী করা হচ্ছে। আমাদের আগামী বাজেটে বৃক্ষরোপণের জন্য বরাদ্দ বাড়িয়ে দেয়া হবে।
মেয়র আরও বলেন, আজকে আমরা এখানে ছাতিম গাছ, বকুল গাছ ও কাঠবাদাম গাছ লাগিয়েছি। ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটার সুফল পাবে। সাতরাস্তা থেকে রেলগেট পর্যন্ত যে গাছগুলা লাগানো হবে সেই গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকার কাউন্সিলরের নেতৃত্বে ট্রাক শ্রমিক ও মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এই এলাকার সবার। আমি আশা করছি সবাই গাছগুলোর রক্ষণাবেক্ষণ করবেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশন নিজেদের ইচ্ছা মতো কোন গাছ লাগাচ্ছি না। প্রত্যেকটি গাছ বন বিভাগ, পরিবেশবাদী ও নগর পরিকল্পনাবিদের পরামর্শ নিয়ে নির্বাচন করা হয়েছে। আমরা যে গাছগুলো লাগাচ্ছি সেই গাছগুলোর মাধ্যমে বায়ু দূষণ কমে যাবে, এক্সট্রিম হিট কমবে
, বায়োডাইভারসিটি সংরক্ষণ হবে, ভূমির ক্ষয়রোধ হবে, ছায়া দিবে এবং অর্থনৈতিকভাবে সুফল আনবে। সবচেয়ে বড় কথা জলবায়ু পরিবর্তনের জন্য যে কার্বন কালো ধোঁয়া চেয়ে গেছে তা অনেকাংশে লাঘব হবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, গাছের বিষয়ে আমার ক্লিয়ার ম্যাসেজ। আমি বার বার বলেছি গাছ কাটলে কোন ছাড় দেয়া হবে না। সড়কের বিদ্যমান গাছগুলো না কেটেই উন্নয়ন কাজ করার নির্দেশ দিয়েছি। আমি জানতে পেরেছি মিরপুরস্থ টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে অসাধু ঠিকাদার কয়েকটি গাছ কেটে ফেলেছে। যেহেতু ঠিকাদার সিটি কর্পোরেশনের নির্দেশনা অমান্য করে গাছ কেটেছে তাই তাকে ডিএনসিসিতে কালোতালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট দুজন প্রকৌশলীকেও বরখাস্ত করা হয়েছে। এই পদক্ষেপ সব ঠিকাদার ও বিভিন্ন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য একটি কঠোর বার্তা। গাছ কেটে কোন উন্নয়ন নয়।
মেয়র বলেন, নগরবাসীকে অনুরোধ করবো আমরা যে গাছগুলো লাগাবো সে গাছগুলোর মাথা ভেঙ্গে দিবেন না। বাচ্চাকে বড় করতে যেমন সকলের সহযোগিতা প্রয়োজন তেমনি গাছগুলোর রক্ষণাবেক্ষণের জন্য আমি নগরবাসীর সহযোগিতা চাই। আমি চাই গাছগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে কাউন্সিলরদের মধ্য প্রতিযোগিতা হবে।
আতিকুল ইসলাম বলেন, গাছগুলো লাগানোর পর যে ওয়ার্ড তদারকি করে সর্বোচ্চ গাছগুলোকে বাঁচাবে সেটির একটি পুরস্কার দেয়া হবে। আমরা অফিস, ইউনিভার্সিটি, হসপিটাল, স্কুল, ক্লিনিকের সামনে গাছ লাগিয়ে দিব আপনারা এগুলো রক্ষণাবেক্ষণ করবেন। আপনারা সবাই এগিয়ে আসুন। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় ঢাকা শহর হবে সবুজে বাস বারো মাস।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

শিখ নেতা হত্যায় ভারতের বিরুদ্ধে তথ্য পেয়েছে ফাইভ আইজ

আধার নিয়ে ঘোর আঁধারে ভারত

নারায়ণগঞ্জের দেওভোগে বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

স্যালাইন সংকট আর হবে না: স্বাস্থ্য অধিদপ্তর

জাপোরোজিয়েতে প্রচুর সামরিক যান হারিয়েছে ইউক্রেন: ওয়াশিংটন পোস্ট
রানের বন্যা বইয়ে দিল ভারত

পশ্চিমা বিশ্ব হচ্ছে ‘মিথ্যার সাম্রাজ্য’: ল্যাভরভ

খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে: মির্জা ফখরুল

চাঁদপুরের এক নারী মন্ত্রী নদী দখলে সহায়তা করেন: কমিশনের চেয়ারম্যান

বিপ্রপার্টি’র গ্রাহকদের জন্য ডুলুক্স পেইন্টের এর সাথে চুক্তি সাক্ষর

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম-মাশরাফী বিন মোর্ত্তজা এমপি

ইউনিলিভার বাংলাদেশ এর নতুন এইচআর ডিরেক্টর হলেন সৈয়দা দুরদানা কবির

লালমনিরহাটে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু

ঢাবির ৫২ প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি দিলো সমাজকল্যাণ মন্ত্রণালয়

আরও ৮ পোশাক কারখানার ৩৬ হাজার কর্মী বেতন পাবেন বিকাশে

দেশকে সংঘাতের দিকে না নিয়ে সমঝোতার পথে আসুন : অধ্যাপক সিরাজুল হক
বিপিএলে দল পেলেন না সাব্বির-মুমিনুল, কোন দলে কারা খেলবেন

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদ সীমা ছুইছুই। খুলে দেওয়া হয়েছে ৪৪টি গেট

পবিত্র ঈদ ই মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে বরিশাল ও বিশ^ জাকের মঞ্জিলে ওয়াজ মাহফিল

যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ রেমিট্যান্স অহরণে অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক