বেসিক ব্যাংকের ৫৯ মামলার চার্জশিট অনুমোদন দুদকের অবশেষে বাচ্চুসহ আসামি ১৪৭
১২ জুন ২০২৩, ০৬:১২ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ০৬:১২ পিএম
আলোচিত বেসিক ব্যাংক মামলাসমুহের চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার্জশিটে ব্যাংকটির তৎকালিন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৪৭ জনকে আসামি করা হচ্ছে। এর মধ্যে এজাহারের বাইরে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে শেখ আব্দুল হাই বাচ্চু, বেসিক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো: শাহ আলম ভুইয়া, বেসিক ব্যাংক শান্তিনগর শাখার তৎকালিন সহকারি মহা-ব্যবস্থাপক মো: ইদ্রিস ভুইয়া, একই শাখার সহকারি মহা-ব্যবস্থাপক মোক্তাদির হোসেন, শান্তিনগর শাখার তৎকালিন ম্যানাজার সাদিয়া আক্তার শাহীন, একই শাখার ম্যানাজার মো: জালালউদ্দিন, রুমানা আহাদ এবং সহকারি মহাব্যবস্থাপক ( ক্রেডিট কমিটি) এএসএম আনিসুর রহমানকে। প্রথমত: ৫৬টি মামলা এবং পরবর্তীতে দায়েরকৃত ৩টি মামলাসহ মোট ৫৯টি মামলার চার্জশিটের অনুমোদন দেয় কমিশন। আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের তৎকালিন চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ ৪৬ জন ব্যাংক কর্মকর্তা। বাকি ১০১ জন ঋণগ্রহিতা এবং সার্ভেয়ার।
আজ (সোমবার) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুদক সচিব মো: মাহবুব হোসেন।
এর আগে গত ১৬ মে বাচ্চুবিহীন চার্জশিট দাখিলে দুদকের একটি পরিকল্পনার কথা ফাঁস করে দৈনিক ইনকিলাব। এর পরপরই থমকে দাঁড়ায় কমিশন। অবস্থান পাল্টে শেখ আব্দুল হাই বাচ্চুকে যুক্ত করে চার্জশিট অনুমোদনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ২০ দিন ধরে চলে সবগুলো মামলাতেই বাচ্চুকে অন্তর্ভুক্ত করে চার্জশিট দাখিলের প্রক্রিয়া। যদিও বিগত কমিশন এবং তারর আগের কমিশন বেসিক ব্যাংক লুন্ঠনের সঙ্গে ব্যাংকটির তৎকালিন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর সম্পৃক্ততার দালিলিক কোনো প্রমাণ নেই-মর্মে বার বার দাবি করা হচ্ছিলো। কিন্তু মামলাগুলোর তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, ঋণ প্রদানের সিদ্ধান্তের প্রতিটি মাইনুটস এ চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং কোম্পানি সেক্রেটারি মো: শাহ আলম ভুইয়ার স্বাক্ষর রয়েছে। তাই তার সময়কালে নিয়ম ভেঙ্গে, কখনওবা বিনা জামানতে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ প্রদানের প্রতিটি ঘটনায় এ দ্ইু ব্যক্তিকে আসামি করা সম্ভব ছিলো। কিন্তু কমিশন শুধুমাত্র ব্যাংকটির তৎকালিন ব্যবস্থাপনা পরিচালক মো: ফখরুল ইসলামসহ কয়েকজন ব্যাংক কর্মকর্তাকে আসামি করে মামলা দেয়। তদন্তে আগত যেসব ব্যক্তিদের পরবর্তীতে আসামি করা হলো তাদের প্রভাব-প্রতিপত্তির কারণে এজাহারের বাইরে রাখা হয়। তাদের গ্রেফতারও করেনি দুদক।
এক যুগেরও বেশি সময় আগে বেসিক ব্যাংক থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি লোপাটের অভিযোগ ওঠে। এই বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক থেকে দুদকে প্রতিবেদন পাঠানো হয়।
অভিযোগটি অনুসন্ধান করে ২০১৫ সালের সেপ্টেম্বরে ১২০ জনকে আসামি করে ৫৬টি মামলা করে দুদক। ২ হাজার ৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এসব মামলায়। বেসিক ব্যাংকের তৎকালিন ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামসহ ২৭ কর্মকর্তা, ১১ জরিপকারী ও ৮২ ঋণ ঋণগ্রহণকারী ব্যক্তিকে আসামি করা হয়। পরে আরও ৩টি মামলা করে দুদক।
দেশের ব্যাংকিং ইতিহাসের আলোচিত এই ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকটি তৎকালিন চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ অধিকাংশ প্রতিবেদনে বাচ্চুর সংশ্লিষ্টতা কথা উঠে আসে। তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্বয়ং বেসিক ব্যাংকে ‘হরিলুটের’ পেছনে আবদুল হাই বাচ্চু জড়িত বলে উল্লেখ করেন। জাতীয় সংসদেও এ বিষয়ে আলোচনা হয়। সংসদীয় কমিটিতেও এ জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন কমিটির সদস্যরা। অথচ ওই ঘটনায় করা কোনো মামলাতেই বাচ্চুকে আসামি করা হয়নি। অনুসন্ধানকালে তাকে কখনো দুদকে তলবই করা হয়নি। আদালতের একটি আদেশের পর ২০১৭ সালের ডিসেম্বরে তাকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করে দুদক। পরবর্তীতে পরিচালক (বর্তমানে মহা-পরিচালক) সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম শেখ আবদুল হাই বাচ্চুকে অন্তত ৫ বার জিজ্ঞাসাবাদ করে। প্রতিটি জিজ্ঞাসাবাদের পর বাচ্চুকে গ্রেফতারতো দূরের কথা হাসিমুখে দুদক কার্যালয় ত্যাগ করতে দেখা গেছে।
মামলাগুলো তদন্ত করেন দুদক পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, উপ-পরিচালক মো: মোনায়েম হোসেন,উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক,উপ-পরিচালক মো: গুলশান আনোয়ার প্রধান। তদন্ত প্রতিবেদনে তারা সবগুলো মামলায় মোট ২২শ’ ৬৫ কোটি ৬৮ লাখ ১৪৫ টাকা আত্মসাৎ হয়েছে-মর্মে উল্লেখ করা হয়। তদন্তের তদারক কর্মকর্তা ছিলেন পরিচালক মো: বেনজির আহমেদ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’
‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’
মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর
৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী
আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু
মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি
ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড
নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা
পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!
আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির
সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত
কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন