মাদকাসক্তি ও আত্মহত্যা প্রতিরোধে ঢাবিতে পলিসি ডায়ালগ
১৪ জুন ২০২৩, ০৭:১৯ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১২:০১ এএম
অ্যাকশননিস্ট ফাউন্ডেশন - স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, "মাদকাসক্তি এবং আত্মহত্যা প্রতিরোধ: টেকসই মানসিক স্বাস্থ্য পদ্ধতি" শীর্ষক একটি পলিসি ডায়ালগ আয়োজন করেছে।
অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। এই পলিসি ডায়ালগ এর উদ্দেশ্য ছিল টেকসই মানসিক স্বাস্থ্য ব্যবস্থা প্রচারের মাধ্যমে মাদকাসক্তি এবং আত্মহত্যা প্রতিরোধের কারণগুলো খুঁজে বের করে তার সমাধান করা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজলের সূচনা বক্তব্যে তিনি বাংলাদেশে মাদকের অপব্যবহার এবং আত্মহত্যার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত মনোবিজ্ঞানী ও প্রফেসর ড. মাহজাবীন হক। মনোবিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপক দক্ষতা এবং গবেষণার ফলাফল উপস্থাপন করে, ড. হক দর্শকদের আলোকিত করেছিলেন। তার মূল বক্তৃতায় তিনি মাদকাসক্তি, মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যার জটিল সংশ্লিষ্টতার উপর আলোকপাত করে, প্রতিরোধ, হস্তক্ষেপ এবং দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের জন্য টেকসই পন্থা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উপমন্ত্রী চৌধুরীর মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের অঙ্গীকারকে আরও স্পষ্ট করে এবং মাদকাসক্তি মোকাবেলা এবং সমাজে আত্মহত্যা প্রতিরোধে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মোঃ আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো: আখতার হোসাইন বলেন, আমাদের শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার অনেকগুলো কারণের মধ্যে বেকারত্ব ও প্রেম বিরহ অন্যতম। বর্তমানে আমরা শুধু সরকারি চাকুরী খুঁজছি। এতে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের আরও অপশন আছে বেকারত্ব ঘুচানোর জন্য। কর্পোরেট সেক্টর, ফ্রিল্যান্সিং, এগ্রোবেজড কাজগুলোর মাধ্যমে বেকারত্ব ঘুচে যেতে পারে। এতে শিক্ষার্থীদের হতাশাও কমবে।
টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে তিনি জাতীয় উন্নয়ন এজেন্ডায় মানসিক স্বাস্থ্য সেবাগুলোকে একীভূত করার তাৎপর্য তুলে ধরে বলেন, বতমানে এসডিজির যে ১৭টি লক্ষ্যমাত্রা আছে তার মধ্যে একটি লক্ষ্যমাত্রা হলো, মানসিক স্বাস্থ্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন। এর জন্য সরকার কাজ করছে।
কর্পোরেট আইকন মাসুদ খান, এফসিএ, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সোশ্যাল রেস্পন্সিবিলিটি বিষয়ে তার অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি শেয়ার করেছেন। তার উপস্থিতি মাদকাসক্তি এবং আত্মহত্যা প্রতিরোধে সরকারী-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে, এই জটিল সমস্যাগুলি মোকাবেলায় সমাজের সম্মিলিত দায়িত্বের উপর জোর আরোপ করেন।
এই পলিসি পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর ইমরান হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মহি উদ্দিন ভূঁইয়া ও রাইসা নাসের খান এবং সভাপতিত্ব করেন অ্যাকশননিস্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. শারিন নাওমি। অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানান অ্যাকশননিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আ.ন.ম. ফখরুল আমিন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত