বিদেশের আদলে এডিস নিয়ন্ত্রণে করনীয় কার্টুন বই তৈরি করেছি: ডিএনসিসি মেয়র
১৭ জুন ২০২৩, ০৮:২৮ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ০৮:২৮ পিএম
ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে শিক্ষকদের আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম। তিনি বলেন, বিদেশের আদলে আমরা ইতিমধ্যে এডিস নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে কার্টুন বই তৈরি করে ফেলেছি। বিদেশে দেখেছি শিশুরা কার্টুন একে, রং করে এডিস মশা সম্পর্কে, লার্ভা কিভাবে জন্মায় সে সম্পর্কে শিখতে পারে৷
শনিবার (১৭ জুন) বিকেলে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করতে ডিএনসিসি আওতাধীন এলাকার সকল স্কুল ও কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, শিক্ষকরাই যেকোনো বার্তা ছড়িয়ে দিতে পারেন শিক্ষার্থীদের মধ্যে। বাবা-মা'র পরে শিক্ষকরাই শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা সুন্দর সুস্থ সমাজ গঠনের কারিগর। আমি শিক্ষকদের আহবান করছি আজকে থেকেই শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বার্তা ছড়িয়ে দিন। সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এসময় ডিএনসিসি মেয়র এডিসের প্রজননক্ষেত্র গাড়ীর পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে উপস্থিত শিক্ষকদের সচেতন করেন।
মেয়র বলেন, কি কি কারণে এডিস মশা জন্মায় সে বিষয়গুলো শিশুদেরকে জানাতে হবে। এডিস মশার ভয়াবহতা সম্পর্কে শিশুদের জানাতে হবে। আমরা বিদেশে দেখেছি কিন্ডারগার্টেন স্কুলের, প্রাইমারি স্কুলের শিশুদের এডিস মশা নিধনে সচেতনতা শিক্ষা দেয়া হয়। কারণ শিশুরাই বাসা বাড়িতে গিয়ে এটি এপ্লাই করবে। তারা বাবা-মা, দাদা-দাদি, নানা-নানিদের জানাবে বাসা বাড়ি পরিষ্কার রাখতে হবে, কোন ভাবেই পানি জমতে দেয়া যাবে না। তারা সবাইকে জানাবে কিভাবে এডিস মশা নিয়ন্ত্রণে রাখা যায়।
তিনি আরও বলেন, বিদেশের আদলে আমরা ইতিমধ্যে এডিস নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে কার্টুন বই তৈরি করে ফেলেছি। বিদেশে দেখেছি শিশুরা কার্টুন একে, রং করে এডিস মশা সম্পর্কে, লার্ভা কিভাবে জন্মায় সে সম্পর্কে শিখতে পারে৷ আমরা ডিএনসিসি এলাকার স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য এক (১) লাখ বই ছাপানোর পরিকল্পনা নিয়েছি। তবে দেশের সকল শিক্ষার্থীদের জন্য জাতীয়ভাবে পাঠ্যপুস্তকে যদি এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই শিক্ষাটা ছড়িয়ে যাবে সমগ্র দেশে। শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।'
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে উল্লেখ করে মেয়র বলেন, বর্ষা মৌসুমে আজ বৃষ্টি, কাল রোদ। এমন রোদ বৃষ্টির ফলে এডিসের লার্ভা বেশি জন্মায়। কোনভাবেই পানি জমতে দেয়া যাবে না। সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, মশক কর্মী সবাই মাঠে কাজ করছে। কিন্তু আপনাদের নিজেদের ঘরে, বাড়ির ছাদে পানি জমিয়ে রাখলে সেটির দায় আপনাদের নিতে হবে। যারা ছাদে অব্যবহৃত কমোড, পাত্র, রঙের কৌটা, টায়ার এগুলো রেখে দিলে সেই দায় বাড়ির মালিক, অফিসের মালিক, স্কুল, কলেজ, মাদ্রাসার কর্তৃপক্ষের নিতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সবাইকে সচেতন হতে হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ড.মিজানুর রহমান আজহারীর মাহফিলকে সফল করতে শেষ পর্যায়ের কাজ চলছে
জোকোভিচের সেমি-ফাইনাল শেষ প্রথম সেটেই
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
জেলেনস্কি 'চুক্তি করতে প্রস্তুত', দাবি ট্রাম্পের
কুষ্টিয়ার পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা
ওবায়দুল কাদেরের বোনের মৃত্যু
ক্যালিফোর্নিয়া থেকে 'ক্লাইমেট হেভেন' এ পাড়ি, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন
ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় সমন্বয়ক আহত, হত্যা চেষ্টা ব্যার্থ
শনিবার দ্বিতীয় দফায় ৪ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার বিনিময়ে কানাডাকে যে প্রস্তাব দিলেন ট্রাম্প
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত আবদুল্লাহ
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে উদ্বেগ প্রকাশ
বিশ্বজুড়ে জলবায়ু বিপর্যয়ে শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে: ইউনিসেফ
এবার মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড পাচ্ছেন সউদী রাষ্ট্রদূত
সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি