সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো মুসলিম উম্মাহ ব্যথিত
০৩ জুলাই ২০২৩, ০৮:০০ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৩, ১২:০১ এএম
সুইডেনে রাষ্ট্রীয় মদদে এবং পুলিশ প্রশাসনের সামনে মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিভিন্ন ইসলামী সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আগামী শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের নেতৃবৃন্দ এ বিক্ষোভ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে।
বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুইডেনের সকল পণ্য বর্জন এবং দেশটির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে মুসলিম উম্মাহর প্রতি আহবান জানানো হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : সুইডেনে রাষ্ট্রীয় মদদে এবং পুলিশ প্রশাসনের সামনে মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেছেন, বিকারগস্ত ও চরম অসভ্য মানুষদের এমন গর্হিত কাজের প্রতিবাদ ও নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা মূলত গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট করতে চায়। জমিয়ত নেতৃবৃন্দ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন,পৃথিবীর কোটি কোটি মুসলমান এই মূহুর্তে মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে এই ধৃষ্টতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রত্যাশা করে। পবিত্র ঈদুল আজহার দিনে মসজিদের পার্শে পবিত্র কোরআন পোড়ানোর এই জঘন্য ও নিকৃষ্টতম কাজে যুক্ত পশুরূপী মানুষেরাই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ : সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা মুসলিম উম্মাহকে ব্যথিত ও মর্মাহত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। তিনি বলেন, সুইডেনে এর আগেও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছিল। মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণের দাগ শুকাতে না শুকাতেই পুনরায় মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনকে অপমান করে সুইডেন অত্যন্ত জঘন্য কাজ করেছে।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, মুসলিম বিশ্ব থেকে সুইডেনের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং মুসলিম দেশগুলোকেও সুইডেন থেকে তাদের দূতাবাস সরিয়ে নিয়ে চরম শিক্ষা দেয়া দরকার। সেইসাথে রাষ্ট্রদূতকে ডেকে ভৎসনা করা উচিত। তাহলে বুঝতে পারবে মুসলমানরা কী জিনিস। আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নগর সেক্রেটারি ডা. শহীদুল ইসলামের পরিচালনায় এতে আরও আলোচনা করেন, নজরুল ইসলাম খোকন, গাজী নাজিম উদ্দিন।
সভায় সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি গ্রহণ করে তা সফলের জন্যে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব আজ সোমবার এক বিবৃতিতে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুইডেন সরকারের বিরুদ্ধে ওআইসিসহ মুসলিম রাষ্ট্র প্রধানদের জরুরি ভিত্তিতে কার্যকরি উদ্যোগ নেয়ার জোর দাবি জানান। তিনি আগামী শুক্রবার ঢাকায় ইসলামী আন্দোলন ঘোষিত বিক্ষোভ সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে তা’ সফল করার অনুরোধ জানিয়েছেন।
জাতীয় শিক্ষক ফোরাম : সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুস সবুর।
সোমবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনকে অপমান করে সুইডেন অত্যন্ত জঘন্য কাজ করেছে। সুইডেন সরকারকে বিশ্বমুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থণার পাশাপাশি দোষী কুলাঙ্গারকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তারা বলেন, পবিত্র কোরআন পোড়ানোর মাধ্যমে যে ধৃষ্টতা প্রদর্শণ করেছে তা কোনভাবেই ক্ষমার যোগ্য নয়।
নেতৃদ্বয় বলেন, পৃথিবীর কোটি কোটি মুসলমান এই মূহুর্তে মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে এই ধৃষ্টতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ কর্মসূচি আশা করে। তারা বলেন, এর প্রতিবাদে মুসলিম দেশগুলোকে কঠোর হতে হবে। মুসলিম দেশ থেকে সুইডেনের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং সুইডেনে থাকা মুসলিম দেশগুলোর দূতাবাস সরিয়ে নিয়ে কঠোর প্রতিবাদে সামিল হতে হবে। সেইসাথে রাষ্ট্রদূতকে ডেকে ভৎসনা করা উচিত।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতক্ষীরা খেলোয়াড় তৈরির উর্বর ভূমি: অধিনায়ক সাবিনা খাতুন
বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন সার দিচ্ছে রাশিয়া
যৌক্তিক সমালোচনা মানতে সমস্যা নেই পাকিস্তানের নতুন কোচের
সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
সেনাবাহিনী যেতেই রাস্তা ছেড়ে পালালেন রিকশাচালকরা!
বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিতে সহযোগিতা বাড়িয়েছে কোরিয়া
নিষিদ্ধ ছাত্রলীগ তাদের মতামত জোর করে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিতো
ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের
পতিত স্বৈরাচারের দোসর বিদ্যুৎ খাতের মাফিয়া আলাউদ্দিন নাসিম এখন কোথায়?
টঙ্গীবাড়ীতে সার ও বীজ আলু ডিলাদের সাথে ইউএনওর মত বিনিময় সভা
বরিশাল মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র সহ দুজন আটক
জনগনকে সেবা দিতে হবে গফরগাঁওয়ে - ময়মনসিংহ নবাগত জেলা প্রশাসক
খুলনা বিভাগীয় বইমেলা ২৬ নভেম্বর থেকে শুরু
সালথায় স্কুলের যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের
জাতির উন্নতিতে কোনো নেতাই কাজ করেনি: শিবির সভাপতি
দক্ষিণ আফ্রিকায় গ্যাং-শাসিত অবৈধ স্বর্ণখনির ঝুঁকির জীবন
নির্বাচন কমিশন গঠিত, নতুন সিইসি নাসির উদ্দীন
সাতক্ষীরায় গণসংবর্ধনা পেলেন সাফজয়ী ৩ খেলোয়াড়
সকাল থেকে স্থবির মহাখালী, ভোগান্তি চরমে