সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদ
০৭ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং ফিলিস্তিনের জেনিন শহরে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজ বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সুইডেন সরকারের মদদে পবিত্র কোরআন পুড়িয়ে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হানা হয়েছে। কোরআন পোড়ানোর প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন করতে হবে। সুইডেনের সাথে কূটনৈতিক সম্পন্ন ছিন্ন এবং দেশটির সকল পণ্য বর্জন করতে হবে। মুসলিম বিশ্ব থেকে সুইডেনের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং মুসলিম দেশগুলোকেও সুইডেন থেকে তাদের দূতাবাস সরিয়ে নিয়ে সুইডেনকে চরম শিক্ষা দিতে হবে।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণ : সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা এবং ফিলিস্তিনের জেনিন শহরে ইসরায়েলিদের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানান। তিনি এ ব্যাপারে মুসলিম রাষ্ট্রপ্রধানদের বাস্তবমুখী উদ্যোগ নেয়ার জোর দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে বলে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। তিনি বলেন, একজন রাষ্ট্রপ্রধান যদি জালেম হয় তা’ হলে আল্লাহর গজব আসবে। সেই গজবে কাঁচা মরিচের কেজি এক হাজার টাকা এবং আদার দাম ৫শ’ টাকা হবেই। তিনি বলেন, নৌকা বুড়িগঙ্গায় ডুবে গেছে। আগামী নির্বাচনে জনগণ নৌকাকে প্রত্যাখ্যান করবে। আগামী নির্বাচন হবে জাতীয় সরকারের অধিনে। তিনি বলেন, আওয়ামী লীগের অধিনে আর কোনো নির্বাচন হবে না। সরকার দেশকে রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, দলীয় সরকারের অধিনে নির্বাচনের প্রশ্নই আসে না। যদি আওয়ামী লীগ জোর করে দলীয় সরকারের অধিনে নির্বাচন করতে চায় তা’হলে জনগণ ঘরে বসে থাকবে না। তিনি ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলি কুলাঙ্গারদের বর্বরোচিত হামলা বন্ধের মুসলিম বিশ্বকে কার্যকরি উদ্যোগ নেয়ার গুরুত্বারোপ করেন। এতে সভাপতিত্বে করেন দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। পরে সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদ এবং ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। দলের সভাপতি মুফতি জাকির হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব
শাইখুল হাদিস ড. আল্লামা গোলাম মহিউদ্দিন ইকরাম। প্রধান অতিথি বলেন, সুইডেনের প্রকাশ্য মদদে পবিত্র কোরআন পুড়িয়ে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে। ইসলাম বিদ্বেষী সুইডেনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে কাযকরি ব্যবস্থা নিতে হবে। তিনি অবিলম্বে জাতীয় সংসদের সুইডেনে কোরআন পোড়ানোর নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানান। এতে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা আতাউর রহমান আতিকী, নগর মহাসচিব মুফতি আতাউর রহমান খান, মুফতি আবু সাঈদ, মুফতি শফিকুল ইসলাম। বাদ জুমা উত্তর গেইট থেকে কোরআন পোড়ানোর প্রতিবাদে সম্মিলিত ইসলামী দলসমূহের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জামায়াতে ইসলামীর দলীয় কর্মীদেরও অংশ নিতে দেখা গেছে।
খেলাফত মজলিসের উদ্যোগে বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে কোরআন পোড়ানোর প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিজয়নগরে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুইডেনের সকল পণ্য বর্জন এবং দেশটির বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নিতে মুসলিম উম্মাহর প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন। বাদ জুমা উত্তর গেইট থেকে কোরআন পোড়ানোর প্রতিবাদের মিছিলে মাওলানা ইসমাইল হোসাইন দলীয় কর্মী নিয়ে অংশ নেন। আজ বাদ জুমা সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচর মাদরাসা থেকে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। উক্ত সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন দলের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ কোরআন প্রেমিক সর্বস্তরের তাওহীদের জনতা। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেন সরকারের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রপ্রধানদের বাস্তবমুখী উদ্যোগ নেয়ার জোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ জাতীয় সংসদের নিন্দা প্রস্তাব এবং দেশটির পণ্য বর্জনের জোর দাবি জানান।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে