সরকারের সহযোগিতায় জনগণের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে: রিজভী
০৯ জুলাই ২০২৩, ০৮:৩১ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ১২:০১ এএম
জনগণকে পিষ্ট করার পাশাপাশি এরই মধ্যে স্থায়ীভাবে বন্দিত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখার জন্য কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার হচ্ছে জনগণের আমানতকারী। সরকারের হেফাজতে জনগণের তথ্যসহ অনেক কিছু থাকতে পারে সংরক্ষণের জন্য। নিশিরাতের সরকার জনগণের প্রতিপক্ষ বলেই সংরক্ষিত তথ্য ফাঁস করিয়েছে। সরকারের লোকজনের সহায়তা ছাড়া এই কাজ সম্ভব নয়। দখলদার সরকার জনগণের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়ে গোটা জাতিকে নিরাপত্তাহীন ও অরক্ষিত করে ফেলেছে। রোববার (৯ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পরিচয় পত্রে যে সকল তথ্য থাকে, সে তথ্য দিয়ে মানুষের ব্যাংকে গচ্ছিত অর্থ লোপাট করা সম্ভব। যতদিন এটি নির্বাচন কমিশনের অধীনে ছিলো ততোদিনতো ফাঁস হয়নি। তাদের অধীন থেকে সরকার নিজ দায়িত্বে নেয়ার পরই এটা ফাঁস হয়েছে। এর ভিতর সরকারের কোন সু-পরিকল্পিত গভীর চক্রান্ত থাকতে পারে। এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে আটশত কোটি টাকা লুট-পাট হয়েছিলো, তার সঠিক প্রতিবেদন আজও প্রকাশ পায়নি।
তিনি বলেন, গত ১৪ বছর ধরে প্রধানমন্ত্রী ক্ষমতা কুক্ষিগত করে নিজের গোষ্ঠিস্বার্থে এক নজিরবিহীন ‘স্বৈরাচারি মডেল’ তৈরি করেছেন। আর এজন্য দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে দেশের স্বাধীন অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিতেও তিনি দ্বিধা করেননি। গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার, সুশাসন জনগণের নিরাপত্তাকে চরমভাবে পদদলিত করা হয়েছে গুম-খুনের সংস্কৃতির বিস্তার ঘটিয়ে। ব্যাংক লুট, টাকা পাচার, ব্যাংকের টাকা আত্মসাৎকারী ও ঋণ খেলাপিদের দিয়ে ‘ক্ষমতাসীন বলয়’ তৈরি করেছেন প্রধানমন্ত্রী। এরাই বর্তমানে আইন, প্রশাসন, অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। যারা ব্যাংক কেলেঙ্কারির হোতা, তারাই আওয়ামীলীগের নেতা বা সংসদ সদস্য কিংবা মন্ত্রী ও উপদেষ্টা। বাংলাদেশে সন্ত্রাসকে করা হয়েছে মহিমান্বিত, সন্ত্রাসীরা ক্ষমতার প্রশ্রয়ে সমাজের প্রভু হয়ে উঠেছে। বাংলাদেশ এখন ‘হাসিনা মেইড ডিজাস্টার’।
রিজভী বলেন, কর্তৃত্ববাদী দু:শাসনের উপর দেশি-বিদেশী চাপে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পরেছে অবৈধ সরকার। দুনিয়ায় গণতন্ত্রহীন কর্তৃত্ববাদী দেশগুলোর পক্ষপুটে আশ্রয় চাচ্ছেন শেখ হাসিনা। দেশ-বিদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণধিকৃত সরকার জনগণের কাছে জবাবদিহীতা করে না বলেই বিভ্রান্তি তৈরি করার জন্য নানা কথার ফুল ঝুড়ি ছড়াচ্ছে। দস্যুদল যদি রাষ্ট্রক্ষমতা দখল করে তার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করা ন্যায্য এবং ন্যায় সঙ্গত। আর এই সংগ্রামে যে সমর্থন দেবেন, সেই জনগণের বন্ধু।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ নিরাপত্তাহীন ভয় ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। সরকার পরিবর্তন ও পরিচালনায় তাদের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে ভোটাধিকার হরণ করে। নাগরিক হিসেবে তাদের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। সুতরাং জনগণের ক্ষমতা ফিরিয়ে আনতে বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাতে হবে। মানুষের মৌলিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বাক, ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সকল স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখন ধ্বংসের শেষ প্রান্তে, এটি ফ্যাসিস্ট শক্তির হাত থেকে রক্ষা করতে হবে। আমরা মনে করি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্যদিয়ে রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের লক্ষ্যে চলে আসা রক্ত ঝরা আন্দোলনে অনেকের আত্মদান বৃথা যাবে না। আর এই আন্দোলকে দেশে-বিদেশে যারাই সমর্থন করবে তারা বাংলাদেশের জনগণের বন্ধু।
রিজভী বলেন, এই সরকার দূর্বৃত্তায়ন, ইতরায়ন ও রক্তাক্ত সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে। পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে হত্যার সংখ্যা। দেশকে পরিণত করা হয়েছে মৃত্যু উপত্যকায়। এদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ র্দীঘ দিনের। অবৈধ ক্ষমতায় গরিমা আর অহমিকায় তারা ধরাকে সরাজ্ঞান করে না। আর এর ফলে অতীতের সমস্ত নজির ভেঙ্গে গোটা দেশের মানুষের জীবন ও জীবিকার উপর বিপর্যয় নেমে এসেছে। তাই আজ এদের সীমাহীন অনাচারের বিরুদ্ধে জনগণ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। জনগণকে আর আটকিয়ে রাখা যাবে না। মিটিং, মিছিল, স্লোগান প্রতিরোধের উদ্বেল অভিযাত্রায় রাজপথে অচিরেই জনগণের বিপুল তরঙ্গ উঠবে।
সারাদেশে হামলা-মামলার বিবরণ: সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দলের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার বিবরণ তুলে ধরে বলেন, গত ১৯ মে থেকে রোববার পর্যন্ত বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে ২৩২টি মামলা, ৮৭৫জনকে গ্রেফতার এবং ১০ হাজার ২৩০জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
তিনি জানান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন আদালত থেকে জামিন লাভের পর কারাগার থেকে বের হওয়ার আগ মূহুর্তে শ্রীনগর থানার ৩২ (৮) ২০২২ এর পুরনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ পুনরায় কারাগারে প্রেরণ করে। গতকাল খাগড়াছড়ি সদর পৌরসভার আওতাধীন ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলায় চালিয়ে কার্যালয়ের ভিতরে থাকা ছবি ও আসবাবপত্র ভাংচুর করে এবং হামলায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাছির সিকদার, সহ সভাপতি আমির খাঁন গুরুতর আহত হয়। সন্ত্রাসী নাঈম গং-সহ প্রায় ৩৫ জন এ হামলা সংঘটিত করে। গতকাল নাটোর জেলা বিএনপি’র কার্যালয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। হামলায় অংশ নেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, পৌর যুবলীগের সদস্য শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রোকন, লক্ষীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুর ও আর.এস.টি.ইউ ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সহ ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা।
গতকাল ঢাকা মহানগরের কোতয়ালী থানাধীন ৩২নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক হাজী সাদেককে পুলিশ গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা ভূজপুর থানাধীন ১নং বাগানবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাব্বির আজমকে গতকাল ৭ জুলাই দিবাগত রাতে আধাঁরমানিক সড়ক থেকে বাড়ী ফেরার পথে সন্ত্রাসী বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং তার একটি পা ভেঙ্গে ফেলে।
আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে উল্টো ভূজপুর থানায় আওয়ামী লীগ নেতা সেলিম সরকার বাদী হয়ে গত ৬ জুলাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমকে প্রধান আসামী করে ২৩জন এজহার নামীয় ও অজ্ঞাত ২০০শ’ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে। যুবদল নেতা শওকত আলী ও ছাত্রদল নেতা আবু তাহেরকে পুলিশ গ্রেফতার করে।
গতকাল ৮ জুলাই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন বারদি ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ইউনুস গাজীর পিতা শাহ আলমকে যুবলীগ সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। লক্ষীপুর জেলা সদরে গতকাল ৮ জুলাই যুবদল নেতা কামাল উদ্দীন এর উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। আওয়ামী লীগ হামলা চালিয়ে উল্টো তার বিরুদ্ধে সদর থানায় একটি মিথ্যে মামলা দায়ের করে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ