মন্ত্রী-এমপিদের চেয়ে কাঁচা মরিচের দাম বেশি: সোহেল
১২ জুলাই ২০২৩, ০৯:৩৫ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল বর্তমান সরকারের সমালোচনা বলেন, আজকে সরকারের মন্ত্রী-এমপিদের চেয়ে কাঁচা মরিচের দাম বেশি। এই সরকার পালাতে বাধ্য হবে। এখন তারা কিভাবে পালাবে সেই সিদ্ধান্ত নিন। ওবায়দুল কাদের ফুলপ্যান্ট পড়ে পালাবেন নাকি হাফ প্যান্ট পরে পালাবেন? নাকি আফগানিস্তানের মত বিমানের চাকা ধরে পালাবেন? আমরা এরশাদের সময় এক দফা দিয়েছিলাম। এরশাদ পালাতে বাধ্য হয়েছেন। আজকের জনসমুদ্র প্রমাণ করে আপনাদের শেষ রক্ষা হবে না।
আজ বুধবার বিকেলে নয়া পল্টনে বিএনপির সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ২টায় শুরু হওয়া সমাবেশের মূল ব্যানারে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান ছবির পাশে লেখা ‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপত ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ১ দফা যৌথ ঘোষণা’। এতে কুরআন তিলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন ওলামা দলের শাহ মোহাম্মদ নেছারুল হক।
লোকারণ্য নয়াপল্টন এলাকা
এদিকে সমাবেশ শুরুর আগেই ফকিরেরপুল থেকে কাকরাইল নাইটিঙ্গেল মোড় পর্যন্ত পুরো সড়ক জুড়ে মানুষের তিল পরিমাণ ঠাঁই ছিলো। গুড়ি গুড়ির বৃষ্টির মধ্যে লাল-সবুজ-হলুদ টুপি পড়ে নেতাকর্মীরা ‘এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি’, ‘দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়। সকালের দিকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দেশাত্মবোধক গান পরিবেশন করে। সমাবেশ বেলা ২টায় শুরু হলেও সকাল সাড়ে ৯টা থেকে নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। মঞ্চ থেকে নেতাকর্মীদের স্বাগত জানায়। সমাবেশ শুরুর আগে তিন দফা বৃষ্টি হলেও নেতা-কর্মীরা ভিজে ভিজে এই সমাবেশে ছিলেন। দলীয় কার্যালয়ের সামনে কয়েকটি ট্রাক একত্রিত করে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়। লাগানো হয়েছে শতাধিক মাইক। মঞ্চের চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সমাবেশে আগতদের ফ্রি মেডিক্যাল সেবায় ছিল ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সমাবেশ উপলক্ষে নয়া পল্টন সড়কের বিভিন্ন গলিতে ব্যাপক পুলিশ ও সাদা পোষাকে আইন শৃঙ্খলা বাহিনী পাহারা ছিলো।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হক, তাইফুল ইসলাম টিপু, তানভীর আহমেদ রবিনের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর, আব্দুল আউয়াল মিন্টু, ডা. জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মো. আবদুস সালাম, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, রকিবুল ইসলাম বকুল, কামরুজ্জামান রতন, শিরিন সুলতানা, টিএস আইয়ুব, সুলতান সালাউদ্দিন টুকু, এসএম জিলানী, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আনোয়ার হোসাইন, হাসান জাফির তুহিন, তাঁতী দলের আবুল কালাম আজাদ প্রমুখ।
পেশাজীবীদের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, কাদের গণি চৌধুরী, ইউট্যাবের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, এডভোকেট মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ আইনজীবী নেতৃবৃন্দ, বিএফইউজের এম আবদুল্লাহ ও নুরুল আমিন রোকন, বিএনপির আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মীর নাসির, ফজলুর রহমান, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, জয়নুল আবদিন ফারুক, আবদুল খায়ের ভুঁইয়া, শাহজাদা মিয়া, লুতফুর রহমান খান আজাদ, মজিবুর রহমান সারোয়ার, মাহবুবউদ্দিন খোকন, খন্দকার আব্দুল মুক্তাদির, আসাদুজ্জামান রিপন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দ মেয়াজ্জেম হোসেন আলাল, মীর সরাফত আলী সপু, শামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, সালাহউদ্দিন আহমেদ, শিরিন সুলতানা, মো. মুনির হোসেন, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন আলমসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সরেজমিন দেখা গেছে, পুরানা পল্টন মোড়, মতিঝিল-আরামবাগ, মগবাজার-মালিবাগ, সেগুনবাগিচা-মৎস্যভবন, কাকরাইল মোড়, খিলগাঁও-শাহজাহানপুর, শান্তিনগর এলাকায় বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল।
এদিকে বিএনপির সমাবেশ ঘিরে পথে পথে বাধা দেওয়ার অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, গাজীপুর, ঢাকা-মাওয়া সড়ক, আমিনবাজারসহ বিভিন্ন এলাকায় বাঁধা দেওয়া হয়েছে। বাস থামিয়ে মোবাইলে তল্লাশি করা হয়েছে। সদরঘাটে নৌ-পারাপার বন্ধ ছিল।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘণকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে