বিরোধীদল দমনে অগণতান্ত্রিক পথেই হাঁটছে সরকার: ইউট্যাব
২০ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম
ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বিএনপি ও সমমনা দলগুলোর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে সরকারি দলের নেতাকর্মীদের হামলা-বাধা ও পুলিশের গুলিবর্ষণের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনের প্রেসিডেন্ট প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, বিএনপি ও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে বিপুল লোকসমাগম ঘটছে। এর মাধ্যমে বুঝা যাচ্ছে দেশের জনগণ বর্তমান সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
নেতৃদ্বয় বলেন, অবিলম্বে বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্তির দাবিতে গত মঙ্গলবার ও বুধবার এক দফা আন্দোলনের প্রথম ধাপের পদযাত্রা কর্মসূচি দিয়েছিল বিএনপিসহ কয়েকটি দল ও জোট। তারা শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি বের করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা লক্ষ্মীপুর, বগুড়া, কিশোরগঞ্জ, রাজবাড়ী, ঢাকা, ফেনীসহ বিভিন্ন স্থানে বিএনপি ও বিরোধীদলের নেতাকর্মীদের ওপর হায়েনার মতো আক্রমণ করেছে। ধারালো অস্ত্র নিয়ে নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এদের সাথে যোগ দেয় আওয়ামী চেতনায় লালিত পুলিশ বাহিনীর বেশকিছু সদস্য ও কর্মকর্তা। তাদের যোগসাজোশে বর্বরোচিত হামলা ও সশস্ত্র আক্রমণে লক্ষ্মীপুরে কৃষকদলের নেতা সজীব নিহত হয়েছেন। এছাড়া প্রায় ২ হাজারের বেশি নেতাকর্মীকে জখম ও আহত করা হয়েছে। উপরন্তু পুলিশ বাদী হয়ে বিএনপির ৫ হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। যা নিন্দনীয় এবং ন্যাক্কারজনক।
ইউট্যাবের দুই শীর্ষ নেতা বলেন, সন্ত্রাসী হামলায় বিরোধীদলের একের পর এক নেতাকর্মী নিষ্ঠুর হত্যাকা-ের শিকার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। অথচ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর পবিত্র দায়িত্ব। কিন্তু সম্প্রতি বিএনপিসহ বিরোধীদলের কর্মসূচিতে হামলা-মামলা ও বাধা দেওয়ার ঘটনা প্রমাণ করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী একটি দলের হয়ে পক্ষপাতমূলক ও অপেশাদারমূলক আচরণ করছে।
তারা বলেন, যখন বিশ্বের গণতন্ত্রকামী প্রায় সকল দেশ বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করার ব্যাপারে জোর দিচ্ছে তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সন্ত্রাসী কর্মকা-ে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম আরও ক্ষুন্ন হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিরোধীদল দমনে মানবাধিকার লঙ্ঘন করে অগণতান্ত্রিক পথেই হাঁটছে আওয়ামী লীগ সরকার। অথচ একটি নিরপেক্ষ সরকারের অধীনে কার্যকর জাতীয় নির্বাচন করতে সরকারের উচিৎ এগিয়ে আসা। কিন্তু তারা যেন তাদের সাজানো নীল নকশা বাস্তবায়নের দিকে ক্রমেই ধাবিত হচ্ছে। আমরা শিক্ষক সমাজের পক্ষে সরকারকে বলবো- বিরোধীদলের সভা-সমাবেশে বাধা না দিয়ে গণতন্ত্রের পথে হাঁটুন। অবিলম্বে পদত্যাগ করে দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ