যুবলীগ নেতা রুবেল হত্যার রহস্য উদঘাটন, কারণ জানালো র্যাব
২৩ জুলাই ২০২৩, ০১:০৭ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ০১:০৭ পিএম
রাজধানীর শাহজাহানপুর গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যাকান্ডের আলোচিত ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- মো. আদনান আসিফ (২০) এবং মো. শাকিল (২০)। র্যাব বলছে, ডিস ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারের জেরেই কুপিয়ে হত্যা করা হয় মালিবাগে যুবলীগ কর্মী শেখ অলিউল্লাহ রুবেলকে। হত্যার মিশনের সরাসরি অংশ নেয় ছয় থেকে সাত জন।
২ জনকে গ্রেপ্তারের পর এতথ্য জানায় র্যাব। শনিবার রাজধানীর উত্তরা (পূর্ব) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র্যাব-৩।
রোববার (২৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, হত্যার শিকার অলিউল্লাহ রুবেল রাজধানীর শাহজাহানপুরে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শান্তিবাগ এলাকায় ইন্টারনেট ও ডিমের পাইকারি ব্যবসা করতেন। সম্প্রতি ওই এলাকায় পানির ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেন। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে শাহজালালের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়।
শাহজালালের নির্দেশেই হাবিব ও তার সহযোগীরা রুবেলকে হত্যার পরিকল্পনার করে। আর গ্রেপ্তারকৃত শাকিল ও আসিফ হত্যাকান্ড বাস্তবায়ন করতে হাবিবকে তথ্য প্রদান করে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব-৩ এর অধিনায়ক জানায়, মূল পরিকল্পনাকারী শাহজালাল এর পরিকল্পনাতেই এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। শাহজালাল এর সাথে স্থানীয় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রুবেলের বিরোধ সৃষ্টি হয়। এতে শাহজালাল ক্ষিপ্ত হয়ে রুবেলকে হত্যার জন্য হাবিবকে দায়িত্ব দেয়। এরই জের ধরে হত্যাকারীরা রুবেলকে হত্যার নীলনকশা সাজায় এবং সে অনুযায়ী নৃশংস হত্যাকান্ডটি সম্পন্ন করে।
তিনি বলেন, শাকিল ও আসিফ ঘটনাস্থলে সক্রিয় অংশগ্রহণের পর দ্রুত সেখান থেকে পালিয়ে নিজ নিজ বাসায় চলে যায়। শাকিল ও আসিফ পরদিন টঙ্গিতে শাকিলের এক আত্মীয়ের বাসায় গিয়ে গা-ঢাকা দেয় এবং অন্যান্যরা কুমিল্লার দিকে পালিয়ে যায় বলে
এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এর আগে, গত ২০ জুন রাতে ঢাকার মালিবাগের জোয়ারদার লেনের নিজ ভাড়া বাসার সামনে রুবেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা হয়ে আসামিদের ধরতে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি, ব্যবসাও করতেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক