রিমান্ড শেষে কারাগারে আবুল কাশেম টাকা পাচারকারীদের সম্পর্কে তথ্য জিজ্ঞাসাবাদে
২৩ জুলাই ২০২৩, ০৮:১৮ পিএম | আপডেট: ২৪ জুলাই ২০২৩, ১২:০৫ এএম
প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি অর্থ পাচার মামলার আসামি আবুল কাশেমকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিআইডির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বিদেশে টাকা পাচারকারী চক্রের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। তবে তদন্ত সংশ্লিস্ট সিআইডির কর্মকর্তারা অর্থ পাচার মামলার আসামি আবুল কাশেমের দেয়া গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করছেন শীর্ষ এক কর্মকর্তার নির্দেশে। একই সাথে আবুল কাশেমের সাথে জড়িত বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়েও নিরব তদন্ত সংস্থা সিআইডির কর্মকর্তারা। দায়িত্বশীয় সূত্রে এ সব তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা রোববার ইনকিলাবকে বলেন, প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি অর্থ পাচার মামলার আসামি আবুল কাশেমকে গত ১০ জুলাই দুই দিনের রিমান্ডে আনা হয়। এ সময় বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়। পরে দু’দিন ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন তদন্ত সংশ্লিস্ট সিআইডির কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই কর্মকর্তা আরো বলেন, শীর্ষ এক কর্মকর্তার নির্দেশে এ বিষয়ে কোন কথা বলা যাচ্ছে না। আবুল কাশেম শুধু নিজের সম্পর্কে নয়, বিদেশে অর্থ পাচারে জড়িত বেশ কয়েকজন ব্যক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যে সব তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ সব তথ্য প্রকাশ না করলেও তদন্ত করছি বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।
সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আবুল কাশেম বিদেশে বিপুল পরিমান টাকা পাচারে কার কার সাহায্য নিয়েছে সে বিষয়েও তথ্য দিয়েছেন। তাকে যেসব দুনীতিবাজ ব্যাংক কর্মকর্তা সহযোগিতা করেছে তাদের সম্পর্কেও তথ্য পাওয়া গেছে তার কাছ থেকে। আবুল কাশেমের সাথে অর্থ পাচারের যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আরও বেশ কয়েকজন নেতা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের কেউই এখন দেশে আসতে চাচ্ছেন না। দেশে আসলেই তাদের আইনের আওতায় আনা হবে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, আবুল কাশেমকে দ্রুত কারাগার থেকে বের করে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করছেন একটি প্রভাবশালী মহল। ওই মহলটি দুনীতি ও টাকা পাচারের সঙ্গে জড়িত।
গত ২৬ জুন সোমবার ঢাকার মহানগর হাকিম আরাফাতুল রাকিব অর্থ পাচারের মামলায় আবুল কাশেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ জুন বুধবার রাতে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন কাশেম। পরে তাকে সিআইডির হাতে তুলে দেয়া হয়। এর আগে গত ৩১ মে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার, তার স্ত্রী একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাদিয়া চৌধুরী, আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী এস কে ট্রেডার্সের মালিক আল মামুন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কাশেমসহ অজ্ঞাতনামা ১৫-২০জনের বিরুদ্ধে বনানী থানায় অর্থ পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। আসামিদের দেশ ছাড়ার ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। ওই মামলায় এ পর্যন্ত সিআইডি কেবল কাশেমকেই গ্রেফতার করেছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক