ইতালির সঙ্গে জনশক্তি রফতানি সংক্রান্ত চুক্তি শিগগিরই
২৬ জুলাই ২০২৩, ০৬:৫৬ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ০৬:৫৬ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ইতালিতে কর্মী পাঠানোর লক্ষ্যে শিগগিরই দেশটির সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এ ব্যাপারে ইতালি সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া ইতালিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের নিয়মিত করার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।
অভিবাসন ব্যয় প্রসঙ্গে প্রবাসী মন্ত্রী বলেন, মালয়েশিয়াগামী কর্মীরা এজেন্সিকে তিন চার লাখ টাকা দিয়ে দেশটিতে যাচ্ছে। সরকার মালয়েশিয়ার অভিবাসন ব্যয় মাত্র ৮০ হাজার টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। কিন্ত মালয়েশিয়াগামী কর্মীরা দালালদের হাত বদল হয়ে একেক জনে দেশটিতে যেতে চার লাখ টাকা দিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে মালয়েশিয়াগামী কর্মীরা কত টাকা দিয়ে বিদেশে যাচ্ছে তা’ অভিযোগ করতে নারাজ। এ জন্য অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় ডায়াসপোরা নীতি-২০২৩ খসড়া চূড়ান্তকরণ বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় এ কথা জানান তিনি। এসময়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমদ মুনিরুছ সালেহীন,বিএমইটির মহাপরিচালক মো.শহীদুল আলম, বোয়েসেলের মহাপরিবচালক ড.মল্লিক আনোয়ার হোসেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদ উপস্থিত ছিলেন। প্রবাসী সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.নাসিম আহমদ। এতে আরো বক্তব্য রাখেন, আইওএম বাংলাদেশ এর প্রধান আব্দুস সাত্তার এসয়েভ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, এনবিআর সিআইপি এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী (সিআইপি)। প্রবাসী মন্ত্রণালয়ের উপসচিব মির্জা শাকিলা দিল হাসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় ডায়াসপোরা নীতির প্রস্তাবিত খসড়া উপস্থাপন করেন হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান উপদেষ্টা প্রফেসর আবুল বারকাত।
কর্মশালায় বলা হয়, সারা বিশ্বে প্রায় ২৪ লাখ ডায়াসপোরা বাংলাদেশী আছেন যারা বিদেশের সম্প্রদায়গুলিতে অর্থনেতিক সহযোগিতার পাশাপাশি তাদের বিশেষ দক্ষতা, জ্ঞান এবং প্রযুক্তিগত ক্ষমতার মাধ্যমে অবদান রাখছেন।
এই ডায়াসপোরাদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঢাকায় বাংলাদেশের জাতীয় ডায়াসপোরা নীতির খসড়া যাচাই করার জন্য এ কর্মশালার আয়োজন করে, যা জাতীয় উন্নয়নে সহায়তা করার জন্য বাংলাদেশী প্রবাসীদের সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। এই নীতি ও কর্মশালা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় করেছে মন্ত্রণালয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) দ্বারা অর্থায়িত টেকসই উন্নয়নের জন্য মাইগ্রেশন ওয়ার্ক মেকিং (তৃতীয় পর্যায়) সংক্রান্ত গ্লোবাল প্রোগ্রামের মাধ্যমে নীতির কাজটি করেছে আইওএম।
কর্মশালায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী মন্ত্রী ইমরান আহমেদ এমপি। তিনি বলেন, "জাতীয় ডায়াসপোরা নীতি আমাদের প্রবাসীদের ক্ষমতাকে কাজে লাগানোর জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নে একটি চ্যাম্পিয়ন দেশ হিসেবে আমাদের প্রতিশ্রুতি হল, ডায়াসপোরাদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। আমাদের টেকসই উন্নয়নে উল্লেখযোগ্যভাবে অবদান রাখার জন্য আমাদের ডায়াসপোরা শুধুমাত্র সম্ভাব্য বিনিয়োগের বিশাল পুলই নয় বরং দক্ষতা এবং জ্ঞানের উৎসের প্রতিনিধিত্ব করে।”
অনুষ্ঠানের সভাপতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন বলেন, ”রেমিট্যান্সের বাইরেও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে ডায়াসপোরোদের সম্পৃক্ত কারার উদ্যোগ নিয়েছি আমরা। আমাদের ডায়াসপোরাদের বিনিয়োগকারী, ভোক্তা, পর্যটক, পাবলিক কূটনীতিক এবং আমাদের জাতির মুখপাত্র হিসাবে দেখি। জাতীয় এই নীতির লক্ষ্য তাদের আরও কার্যকরভাবে জড়িত করার জন্য একটি ব্যাপক এবং কৌশলগত পদ্ধতি প্রদান করা।"
বাংলাদেশী ডায়াসপোরা সদস্যদের জাতীয় উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার সম্ভাবনা রয়েছে, যা দেশের উন্নয়নের অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পারে। ২০২১ সারে আইওএম "বাংলাদেশের জাতীয় উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ" শীর্ষক একটি সমীক্ষা পরিচালনা করে। যেটি ডায়াসপোরার বিভিন্ন দিক বুঝতে সহযোগিতা করে এবং নীতি প্রনয়নে অবদান রেখেছে। কর্মশালয় বাংলাদেশে আইওএম-এর মিশন প্রধান আবদুসাত্তর এসয়েভ বলেন, "প্রবাসীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার অনন্য ক্ষমতা রয়েছে। উন্নয়নের জন্য প্রবাসীদের সম্পৃক্ত করা, সক্ষম করা এবং ক্ষমতায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই যুগান্তকারী নীতির উন্নয়নে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পেরে সম্মানিত “
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার