বিএনপি কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মীরা, একই দিন অনেক কর্মসূচি
২৬ জুলাই ২০২৩, ০৮:০৩ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ০৮:০৩ পিএম
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। তবে, এখনও অনুমতি পায়নি দলটি। এরপরও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বাড়ছে পুলিশের উপস্থিতি। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার (২৬ জুলাই) বেলা ৫টার দিকে সরেজমিন দেখা গেছে, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের গলিতে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। কার্যালয়ের ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে চলছে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি রয়েছে। এদিন বেলা সাড়ে ৪টার দিকে মহাসমাবেশের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এখনও সংবাদ সম্মেলন হয়নি।
গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ বিএনপিকে
বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৬ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়ে হাইকোর্টের একটি অবজারভেশন রয়েছে। তাই ওয়ার্কিং ডে-তে এখানে সম্ভব নয়। আমরা তাদের গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দিচ্ছি।
এদিকে ডিএমপি সূত্রে জানা যায়, এখনও বিএনপিকে বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এছাড়া ওয়ার্কিং ডে-তে বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দিতে চাইছে না ডিএমপি।
বিএনপি কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মী
গত ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তিসহ এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য তারা ডিএমপি সদর দপ্তরে গিয়ে সোহরাওয়ার্দী অথবা দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়েছে।
অন্যদিকে, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে ২৭ জুলাই (বৃহস্পতিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দেয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেয়নি ডিএমপি।
গত ২২ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে জানানো হয়, এক দফা দাবিকে চূড়ান্ত রূপ দিতে ২৭ জুলাই ঢাকার আরামবাগে মহাসমাবেশ করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
২৭ জুলাই সকাল ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট মহা-সমাবেশ করবে বলে জানায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। একই দিন দুপুর ২টায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে এলডিপি মহাসমাবেশ করার ঘোষণা দেয় দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমদ।
একই দিন দুপুর ২টা থেকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণতন্ত্র মঞ্চও বিকেল ৩টায় সমাবেশ করার ঘোষণা দেয়। শিল্পকলা একাডেমি অথবা পুরানা পল্টন এলাকায় তাদের সমাবেশ করার কথা।
এছাড়া, জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাবেশ করার কথা রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার