শুক্রবার বায়তুল মোকাররম দক্ষিণ গেটেই সমাবেশ চায় আওয়ামী লীগের তিন সংগঠনের
২৭ জুলাই ২০২৩, ০১:৩৮ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ০১:৫৩ পিএম
আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশ আগামীকাল শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটেই অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীয় পুরাতন বাণিজ্য মেলা মাটি প্রস্তুত করতে আরো দুই তিন দিন সময় লাগবে। তাছাড়া রাষ্ট্রপতির বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান থাকায় ওই মাঠে আমাদের সমাবেশ করতে অনুমতি দেয়া হয়নি।
তিনি বলেন, আমরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করার জন্য পুনরায় অনুমতি চেয়েছি। আশা করি পেয়ে যাব।
এর আগে বুধবার রাতে অনেক নাটকীয়তার পর আওয়ামী লীগের ওই ৩ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা শুক্রবার ঢাকার পুরাতন বানিজ্য মেলার মাঠটিতেই সমাবেশ করবে।
তবে আজ বৃহস্পতিবারের জন্য বায়তুল মোকারামের দক্ষিণ গেটে সমাবেশের আবেদন করে আওয়ামী লীগের ওই ৩ সহযোগী সংগঠন। তবে তখন সেখানে অনুমতি মেলেনি। সমাবেশ বায়তুল মোকাররাম দক্ষিণ গেটে না করে আগারগাঁওয়ের বানিজ্য মেলার মাঠের করতে অনুমতি দেয় পুলিশ। এর আগে বুধবার বায়তুল মোকারাম দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম খেলার মাঠে অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের ওই ৩ সংগঠন। কিন্তু সেখানে অনুমতি দিতে দেয় নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর বাইরে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চেও সমাবেশের আবেদন করা হয় ওই সংগঠনগুলির পক্ষ থেকে। সেখানেও অনুমতি না মিললে আবারও রাজধানীর আগাঁরগাঁওয়ের পুরাতন বানিজ্য মেলার মাঠের জন্য ওই সংগঠনগুলো আবারও আবেদন করলে তাদের সেখানে অনুমতি দেওয়া হয়। বুধবারই বায়তুল মোকাররাম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মঞ্চ প্রস্তুত করে ওই সহযোগী সংগঠনগুলো।
গতকাল বুধবার রাতে আগাঁরগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের ওই পুরাতন বানিজ্য মেলা মাঠ পরিদর্শনে যান আওয়ামী লীগের সংগঠনগুলোর নেতারা। এর পর সেখানে কিছু অসঙ্গতি পান তারা। যা ঠিক করতে এক দিন ডিএমপির কাছে সময় নেন তারা। সে অনুসারে আগামীকাল শুক্রবার
আগাঁরগাঁওয়ের পুরাতন বানিজ্য মেলার মাঠে সমাবেশ করার কথা বুধবার জানিয়েছিল আওয়ামী লীগের ৩ সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে। তবে এখন আবারও বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছে।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, ওই সমাবেশে যত বেশি সম্ভব লোক জমায়েত করতে চায় আওয়ামী লীগ। এর বাইরে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায় মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক অবস্থার থাকার নির্দেশনা দিয়ে রেখেছে দলটি। এ জন্য দলীয় ঢাকার সংসদ সদস্যবৃন্দ ও মহানগর আওয়ামী লীগকে ভূমিকা রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
গতকাল বুধবার বিএনপিকে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ না করে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেয় পুলিশ। পরে বিএনপি সমাবেশ পিছিয়ে শুক্রবার নয়াপল্টনে করার আগামীর সিদ্ধান্ত নেয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে