সাঈদীর ভক্তদের বায়তুল মোকাররমে গায়েবানা জানাযা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৩, ০৩:৪২ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৩, ০৩:৪৪ পিএম
বিক্ষুব্ধ ভক্তরা আজ মঙ্গলবার বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মিম্বর দখল করে মানবতাবিরোধী অপরাধে দ-প্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হাসাইন সাঈদীর গায়েবানা জানাযা নামাজ আদায় করেছে। বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেমী যোহর নামাজ শেষে ঘোষণা দেন সুন্নাত নামাজ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণকারী অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে মিম্বারের কাছে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ঘোষণার সাথে সাথে মসজিদের ভেতরে উপস্থিত মাওলানা সাঈদীর ভক্তরা প্রতিবাদে ফেটে পড়ে। তারা ইমামকে ’ভূয়া’ ’ভূয়া’শ্লোগান দিতে থাকেন। তারা বলেন, কেন এতো বড় এক জন আলেম সাঈদীর জন্য দোয়া করা হলো না এবং তার গায়েবানা জানাযার ঘোষণা দেয়া হলো না। শত শত ভক্ত সাঈদীর গায়েবানা জানাযায় শরীক হবার জন্য বায়তুল মোকাররমে জড়ো হয়েছে। কিন্ত সাঈদীর গায়েবানা জানাযার আয়োজন না করায় তারা চরমভাবে ক্ষুব্ধ। এসময়ে একটি প্রভাবশালী রাজনৈতিক নেতা বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য মসজিদের প্রথম কাতারে অবস্থান নিলেও সাঈদীর ভক্তদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যদিয়ে ওই নেতা উত্তর পার্শ্বে দরজা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির রুমে গিয়ে আশ্রয় নেন। এসময়ে পরিস্থিতি বেগতিক দেখে মসজিদের পেশ ইমাম মহিউদ্দিন কাসেম দ্রুত মসজিদ ত্যাগ করে নিজেকে রক্ষা করেন। ফলে নামাজের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের জন্য ঘোষিত দোয়া মাহফিল প- হয়ে যায়। রাজনৈতিক দলের ওই দলীয় নেতার উপর চড়াও হবার উদ্দেশ্যে সাঈদীর বিক্ষুব্ধ ভক্তরা ডিজির রুমের দিকে দৌঁড়ে ছুঁটে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে ব্যাপক হৈ চৈ শুরু হয়। তারা নামাজের আগ দিয়ে না যাওয়ার কয়েকটি স্ট্যান্ড ভাঙচুর করে। এ সময়ে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির রুমে আশ্রিত দলের কয়েকজন নেতাকে দ্রুত মসজিদ এলাকা ত্যাগ করতে দেয়া যায়। এক পর্যায়ে সাঈদীর বিক্ষুব্ধ ভক্তরা মসজিদের ভেতরে মিম্বর এলাকা কিছু সময়ের জন্য দখল করে নেয়। উত্তেজিত সাঈদীর ভক্তদের মধ্য থেকে একজন ইমামতির দায়িত্ব নিয়ে মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযার নামাজ আদায় করেন। নামাজ শেষে মরহুম সাঈদীর রূহের মাগফিরাত কামনা করে তার ভক্তরা সংক্ষিপ্ত দোয়া করেন। বিক্ষুব্ধ বিভিন্ন শ্লোগান দিতে দিতে মসজিদের পূর্ব সাহানে অবস্থান নেয়। সেখান থেকে শ্লোগান দিয়ে দক্ষিণ চত্বরের সামনে গিয়ে জড়ো হয়। এসব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ প্রান্তে জানাযার নামাজের স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের টানানো ব্যানার টেনে হেঁচড়ে নামিয়ে দক্ষিণ প্লাজায় নিয়ে পিটিয়ে ছিড়ে ফেলে। পরে ভক্তরা শ্লোগান দিতে দিতে বিভিন্ন গেইট দিয়ে বাইরে চলে যায়। এসব ঘটনা চলাকালে বায়তুল মোকাররমে কোনো পুলিশ মোতায়েন ছিল না। তবে ঘটনার অনেক পরে বায়তুল মোকাররম এলাকায় পুলিশ সদস্যদের আসতে দেখা যায়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক