`তারুণ্যের উদ্দীপনাকে কাজে লাগিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে’
১৮ আগস্ট ২০২৩, ০৮:২৯ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব উন্নয়ন সংসদ, ঢাকার উদ্যোগে আজ ১৮ আগষ্ট জুমাবার বিকাল ৩.০০ টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে "যুব শক্তি'র বিকাশ ও সম্ভাবনার বাংলাদেশঃ চলমান বাস্তবতা ও জাতীয় কর্তব্য" শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শহীদুল ইসলাম।
বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর লাইফ লং লার্নিং এর ডাইরেক্টর প্রফেসর সৈয়দ আব্দুল আজিজ। যুবনেতা আব্দুস সাত্তার সুমনের সঞ্চালনায় সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট মানবাধিকার কর্মী এডভোকেট গোলাম রহমান ভুঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ আতিয়ার রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
সিম্পোজিয়ামে বক্তারা বলেন, অতীতে তরুণ ও যুবকেরাই জাতীয় জীবনে সবচেয়ে বেশি ভূমিকা রেখে গেছেন। বর্তমান তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, সুশাসন প্রতিষ্ঠায় নিবেদিত হতে হবে। তারুণ্যের উদ্দীপনাকে কাজ লাগাতে হবে। একজন সফল মানুষ হতে হলে দক্ষতা অর্জনের সাথে সাথে নৈতিকতার কোনো বিকল্প নেই। যার মধ্যে নৈতিকতা নেই সে প্রকৃত মানুষ হতে পারে না। আজ আমাদের সামাজিক ও ব্যক্তিজীবনে অনৈতিকতা ও আদর্শহীনতার ছোঁয়া লেগেছে। অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য এমনকি চিকিৎসা ও শিক্ষার মতো খাতেও নৈতিকতা চরমভাবে বিপর্যস্ত। এসব দুর্নীতি ও অপকর্ম রোধ করা যাদের দায়িত্ব, তারা নিজেরাও কতটা নৈতিক অবস্থানে আছে, বর্তমানে তা সহজেই অনুমেয়। সুতরাং নীতিহীন এই কর্মকান্ড গুলো প্রতিরোধ বা নির্মূল করতে হবে। এ ব্যর্থতা থেকে যত দ্রুত সম্ভব আমাদের বের হয়ে আসতে হবে। জাতির মনে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। আর এ জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক অবক্ষয় ঠেকানো না গেলে যত উন্নয়ন করা হোক না কেন, তা দিয়ে সুস্থ ধারার জাতি বিনির্মাণ কখনোই সম্ভব নয়।
তারা আরও বলেন, দেশ জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। যুবকরাই দেশের সম্পদ কিন্তু আজ মাদক দিয়ে যুবকদের ধ্বংস করে দিচ্ছে। যুবকদেরকে বেকার করে কর্মহীন করে রাখা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি আর ধ্বংসাত্মক কার্যকলাপমুক্ত দেশ গড়তে হবে। জাতীয় উন্নয়নে অবদান রাখতে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মাদক নির্মূল করতে না পারলে যুবক সমাজকে রক্ষা করা যাবে না। সোনার বাংলাদেশ গড়তে যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। একইসাথে দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক অবক্ষয় রোধ করতে না পারলে যত উন্নয়ন করা হোক না কেন, তা দিয়ে সুস্থ ধারার জাতি বিনির্মাণ কখনোই সম্ভব নয়। যুবকদের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য তার কাজের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া