ড.ইউনূসের উপর রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদে ঢাকায় গণঅধিকারের মশাল মিছিল
৩১ আগস্ট ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
নোবেলজয়ী বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের উপর বর্তমান সরকারের জুডিশিয়াল হয়রানি ও রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
বৃহস্প্রতিবার সন্ধায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্ব এ মিছিল হয়। মিছিল দলটির কেন্দ্রীয় কার্যালয় প্রিতম জামান টাওয়ারের সামনে থেকে শুরু হয়েছে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন; 'আমার ভাই-আমার গর্ব- ডক্টর ইউনুস ডক্টর ইউসুস। ডক্টর ইউনুসের কিছু হলে- জ্বালবে আগুন হাসিনার ঘরে। চীন-ভারতের দালালেরা- হুশিয়ার সাবধান। রুশ-ভারতের দালালেরা-হুশিয়ারি সাবধান। আওয়ামী লীগের দালালেরা-হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মিছিল পূর্বে ডক্টর রেজা কিবরিয়া বলেন, 'আজ পরিকল্পিতভাবে ডক্টর ইউনুসকে নিশ্চিহ্ন করার পায়তারা করছর এই অবৈধ ভোটারবিহীন সরকার। আর সে পরিকল্পিত ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছে একনায়কতান্ত্রিক,আধিপত্যবাদী, আগ্রাসণবাদী,সম্প্রসারণবাদী,স্বৈরাচারী,
ফ্যাসিস্ট দেশি-বিদেশি বামপন্থী শক্তি। তারা ডক্টর মুহাম্মাদ ইউনূসের মতো বৈশ্বিক আলোকবর্তিকাকে যেকোন মূল্যে নিভিয়ে দিতে চায়।"
রেজা কিবরিয়া বলেন, এ মাটির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বিশ্ববরেণ্য ডক্টর ইউনুসকে এভাবে রাজনৈতিক নিপীড়ন ও হয়রানির মূলত কারণটা হচ্ছে; তিনি বাংলাদেশসহ গোটা বিশ্বে জনগণের ভোটাধিকার, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ও সমাজ কাঠামো গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে নিজেকে উজাড় করে দিচ্ছেন। এজন্য ইর্ষান্বিত দেশি-বিদেশি সংঘবদ্ধ শূকুনদের কুদৃষ্টি পড়েছে তাঁর উপর। আমরা বলতে চাই,শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ডক্টর ইউনুসের উপর হওয়া এসব জুলুম-নিষ্ঠুরতার জবাব দিবো। তাঁর সম্মান রক্ষায় রাস্তায় প্রতিবাদ অব্যাহত রাখবো। প্রয়োজনে রাজপথে রক্ত দিবো ইনশাআল্লাহ।
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন,'ডক্টর ইউনুসের শত্রুরা অনেক বড় মাপের দেশি-বিদেশি অপশক্তি। তাদের শিকড় অনেক গভীরে। ঐ অপশক্তি গুলো আমাদের পূর্ব পুরুষদেরও শত্রু ছিল। তারা মূলত বাংলাদেশ ভূখন্ডেরই শত্রু।'
ফারুক হাসান বলেন, এই দেশি-বিদেশি শত্রুরা এক সময় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করেছে। জামায়াতে ইসলামীসহ এদেশের ধর্মীয় ডানপন্থীদের গুম-খুন-নিপীড়ন চালিয়েই যাচ্ছে। তারা বর্তমানে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বিনাচিকিৎসায় আটকে রেখেছে। তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে মিথ্যা মামলার সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে থাকতে বাধ্য করেছে। মূল কথা, তারা এ দেশে ডানপন্থী জাতীয়তাবাদী কোন শক্তিকেই উঠতে দিচ্ছে না। সুযোগ পেলেই ডানপন্থীদের নির্মূল করে দিচ্ছে।
ফারুক হাসান আরো বলেন,'এখন তারা আদালতকে ব্যবহার ডক্টর মুহাম্মাদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা সাজা দিয়ে তাকেও বিতর্কিত, অপমানিত করার নীলনকশা বাস্তবায়ন করতে চাচ্ছে।এবং তাঁকে আগামী দিনের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ গ্রহণ থেকে দূরে রাখতে বড় ধরনের ষড়যন্ত্র করছে। আদালত কর্তৃক তাঁকে দোষী সাব্যস্ত করে মিথ্যা সাজা দেয়ার গভীর পায়তারা করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 'এ স্বাধীন দেশে চীন, রাশিয়া ও ভারতের বামপন্থী ইন্ধনে তাঁবেদারি চলবে না। এদেশে মানুষ জীবন দিয়ে হলেও তাদের হারানো গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার পুনরুদ্ধার করবে। ডক্টর ইউনুসের সম্মান রক্ষা করবে।
বক্তব্যে পরিষদের অন্যান্য নেতারা ডিজিটাল সিকিউরিটি আইনের নাম না পরিবর্তন করে একেবারেই আইনটি বাতিল করার দাবি জানান। বিগত ১৫ বছরে গুম হওয়া ব্যক্তিদের ফেরত দেয়ার আহ্বান জানান। এস আলম গ্রুপের ১০ হাজার কোটি টাকা পাচারে অভিযোগ ও বিশেষ বিবেচনায় বেক্সিমকো গ্রুপের ২২ হাজার কোটি লোন নেয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেন।
এছাড়াও,অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের ১ দফা দাবি মেনে নেয়া,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হকসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করেন গণঅধিকার পরিষদ।
মিছিল আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্ণেল (অব) মিয়া মশিউজ্জামান, বিগ্রেডিয়ার (অব) জেনারেল হাবিবুর রহমান, সাবেক জেলা দায়রাজজ শামসুল আলম, সাদ্দাম হোসেন,
সাবেক জাজ শামসুল আলম খান চৌধুরী, ব্যারিস্টার জিসান মহসীন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ খান, তারেক রহমান, সাকিব হোসেন, সামসুদ্দিন, খায়রুল কবির, সদস্য ইসমাইল হোসেন বন্ধন,জিয়াউর রহমান, শামীম রেজা, মোজাম্মেল মিয়াজি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের