দুই নেতাকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
ঢাকা কলেজ ছাত্রলীগের দুই নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিরপুর সড়কে বের হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
এ সময় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সন্ত্রাসীরা আদর্শিকভাবে পরাজিত হয়ে হামলাকে বেছে নিয়েছে। ঢাকা কলেজ ছাত্রলীগ একটি সুপার ইউনিট। এই ইউনিটের কারো গায়ে আঘাত করা মানে মৌচাকে ঢিল ছোড়া। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও রাজপথে আন্দোলনে নামবে।
মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ নেতা শেখ মিথুন বলেন, রাত ৩টার দিকে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকা কলেজ ছাত্রলীগের ২ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আক্রমণকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরাও ছিল। এমন ঘটনার প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করতে হবে।
শফিকুল ইসলাম কোতোয়াল নামে আরেক ছাত্রলীগ নেতা বলেন, পরিকল্পিতভাবে ঢাকা কলেজ ছাত্রলীগের দুইজন নিবেদিত প্রাণ মানুষের ওপর হামলা চালিয়েছে। সেসব সন্ত্রাসীদের এমন কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করবে।
এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ঢাকা কলেজ ছাত্রলীগের দুই নেতার উপর হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, কাওসার হোসাইন কায়েস এবং সাব্বির হোসাইন। আহত দুজনকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে সাব্বির আহমেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া হলেও গুরুতর আহত কাওসার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কাউসারের মাথায়, চোখে, হাতে, জখমের আর সাব্বিরের মাথায়, ঘাড়ে ও হাতে জখম হয়েছে৷ এই ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সভাপতি সাদ্দাম হোসেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের