তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়ক যেন ট্রাক টার্মিনাল!
০২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
নানান বিপত্তির পর দখলমুক্ত হয়েছিল রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে রেলক্রসিং পর্যন্ত সড়ক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফের পুরনো চেহারায় রাজধানীর ব্যস্ততম এই সড়কটি। ট্রাক-কাভার্ড ভ্যানের দখলে সেখানকার সব রাস্তা। এ পথে চলাচলকারীরা ভোগান্তিতে পড়লেও চালক মালিকদের সেদিকে নজর নেই। সড়কের দুইপাশে যত্রতত্র ট্রাক রেখে দেয়া হয়েছে। ট্রাক-কাভার্ড মালিক ও ইউনিয়নের নেতারা বলছেন, টার্মিনাল তৈরি হলে তারা রাস্তার দখল ছেড়ে দেবেন। অন্যদিকে সিটি করপোরেশন বলছে, সকল আন্তরিকতার পরেও সড়টি দখলমুক্ত করা যায়নি।
২০১৫ সালের ২৯ নভেম্বর শ্রমিককদের বাধার মুখেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের অনড় অবস্থানের কারণে দখলমুক্ত করা যায়, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সড়ক। দখলমুক্ত করা হয়, আশপাশের সংযোগ সড়কগুলোও। পরে সংস্কার করে তিনি রাস্তাটির চেহারা বদলে দেন। ঘোষণা আসে অত্যাধুনিক ট্রাকটার্মিনাল তৈরি করে তেজগাঁও এলাকার সড়ক পার্কিংমুক্ত থাকবে।
সিটি করপোরেশন থেকে মাঝে মাঝে সড়কটি দখলমুক্ত করতে অভিযান চালায়। তবে সিটি করপোরেশন অভিযানে আসার আগেই সড়কটি থেকে সরিয়ে ফেলা ট্রাক কাভার্ড ভ্যানগুলো। তবে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান শেষে কর্মকর্তা চলে গেলে আবার সড়কটি দখলে চলে যায় ট্রাক কাভার্ড ভ্যানের। যেম টম এন্ড জেরি খেলা চলে মেয়র আনিসুল হক সড়কে।
তবে তদারকির অভাবে আবারও সড়কটিতে পার্কিং করা হচ্ছে ট্রাক-কাভার্ড ভ্যান। মূল সড়ক ছাড়িয়ে আশপাশের সংযোগ সড়ক পুরোটাই ট্রাকের দখলে। দিন রাত সবসময়ই ট্রাক-কাভার্ড ভ্যানের দখলে থাকায় রাস্তা সংকুচিত হয়ে সৃষ্টি হয় যানজটের। ফলে এ পথে চলাচলকারী যানবাহনগুলো সমস্যায় পড়ছে। ভোগান্তিতে পড়ছেন অফিস ও স্কুলগামীরাও।
আহসানুল্লাহ ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইন্স এন্ড টেকনোলজির এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রতিদিন এই পথেই যেতে হয়। তবে রাস্তার উপর ট্রাক থাকায় প্রতিদিন সকাল থেকে যানজটের সৃষ্টি হয়। বেশিরভাগ দিন সময় মতো পৌঁছাতে পারিনা।
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাইদ হোসেন বলেন, আমার বাসা বেগুনবাড়ি। প্রতিদিন সাতরাস্তা মোড় হয়ে রেলগেট পার হতে এইটুকু পথ যেতেই প্রায় ঘণ্টা লেগে যায়। অনেক সময় হাটার মতোও জায়গা থাকে না।
কারওয়ানবাজারে একটি গণমাধ্যমের কাজ করেন সেখ কিরণ। তিনি বলেন, অফিসে এই পথেই যাতায়াত করতে হয় প্রতিদিন। অফিস শেষ করে এই পথেই ফিরি। তবে এইটুকু পথ যেতেই এখন অনেক সময় লেগে যায়।
তিনি বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক সড়কটি উদ্ধার করার পর এই দৃষ্টিনন্দন ছিল। তখন এই পথে যেতেও ভালো লাগতো। তবে তিনি মারা যাওয়ার পর থেকেই দখল হয়ে যায় সড়কটি।
তবে শ্রমিকদের দাবি, গাড়ির তুলনায় পার্কিংয়ের জায়গা কম থাকায় রাস্তায় ট্রাক রাখতে বাধ্য হয়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ট্রাক চালক জানান, বেশ কিছুদিন ধরেই আমাদের ট্রিপ নেই। ট্রিপ থাকলে আমরা দিনের বেলায় গাড়ি রাখি না। আর এতোগুলা ট্রাক কাভার্ড ভ্যান আমরা রাখমু কই। তাই বাধ্য হইয়া আমাদের রাস্তার উপরেই রাখতে হয়৷
সড়ক দখলের কথা স্বীকার করলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি তালুকদার মো. মনির।
তিনি বলেন, স্থায়ী টার্মিনাল তৈরি না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের এখানে প্রায় ৬ থেকে ৮ হাহার গাড় আছে। পার্কিং-এ যথেষ্ট জায়গা নেই।
তালুকদার মনির বলেন, আমরাও চাই না সড়কে গাড়ি পার্কিং করে রাখতে। এখান দিয়ে আমিও চলাফেরা করি। এখানে গাড়ি পার্কিং করায় সন্ধ্যার পর ছিনতাই হয় বলেও স্বীকার করেন তিনি। সামনের সরকারি ফাঁকা জায়গায় দ্রুত পার্কিংয়ের ব্যবস্থা করে দিলে এই সমস্যার সমাধান হবে
বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেও সড়কটি দখলমুক্ত করতে না পারার কথা স্বীকার করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
তিনি জানান, পার্কিমুক্ত রাখতে সব ট্রাককে একটি জায়গায় রাখতে ১৬ বিঘা জমিতে হবে মাল্টি স্টেট ট্রাকস্ট্যান্ড। প্রধানমন্ত্রী সামনের ফাঁকা জায়গায় একটি অত্যাধুনিক ট্রাক স্টান্ড করতে সম্মতি দিয়েছেন। দ্রুতই এর কাজ শুরু করা হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী