বিএনপি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ঢাবি সাদা দলের বিবৃতি
০৩ নভেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার ও জুলুম-নির্যাতনের প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ শুক্রবার সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও প্রফেসর ড. আবদুস সালাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান দলটি।
বিবৃতিতে বিএনপি সমর্থিত ঢাবি শিক্ষকরা বলেন, বর্তমান অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবিতে চলমান আন্দোলন নস্যাতে গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখে ঢাকার নয়া পল্টনে বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক ও নির্মম হামলা এবং পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার ও জুলুম-নির্যাতনের ঘটনার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে ঢাবির এই শিক্ষকরা বলেন, বর্তমান অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি'র নেতৃত্বে চলমান গণআন্দোলন ও বৈশ্বিক চাপের মুখে সরকার ভীত হয়ে চরম নিপীড়ন ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। সরকার দলীয় সন্ত্রাসীদের আক্রমণ ও সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলসমূহের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের লক্ষ্যে গণহারে গ্রেফতার ও ভয়াবহ জুলুম নির্যাতনের মাধ্যমে দেশে চরম অস্থিরতা, নৈরাজ্য ও ভীতিকর অবস্থা তৈরি করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা মনে করি, বলপ্রয়োগের মাধ্যমে জনজোয়ার প্রতিহত করে বর্তমান অগণতান্ত্রিক সরকার আবারো ২০১৪ এবং ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতায় থাকার অপচেষ্টায় মেতে উঠেছে। তবে আমরা বিশ্বাস করি, এসব গণগ্রেফতার, হামলা, নিপীড়ন-নির্যাতন ও কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সরকার গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের আন্দোলনকে প্রতিরোধ করতে পারবে না। অপকৌশলের মাধ্যমে প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে একটি এক তরফা নির্বাচনের মাধ্যমে পুণরায় ক্ষমতা কুক্ষিগতকরণের যে ষড়যন্ত্র সরকার শুরু করেছে দেশবাসীর কাছে তা স্পষ্ট হয়ে গেছে।
দেশের অগণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে দমন ও নিপীড়নের যে পথ সরকার বেছে নিয়েছে তা জাতিসংঘসহ বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের নজর এড়ায়নি। ইতোমধ্যে তারা এ বিষয়ে তাদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছে। আমরা মনে করি, সরকারের বর্তমান অবস্থান এবং আবারো একটি নীল-নকশার নির্বাচন আয়োজন বাংলাদেশকে কেবল গভীর অভ্যন্তরীণ সংকটে ফেলবে না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ঝুঁকিতে ফেলবে।
জাতির বৃহত্তর কল্যাণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দান, গণগ্রেফতার বন্ধ এবং গণদাবি মেনে নিয়ে পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান দলটি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শিবালয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চক্রের এক সদস্য আটক
কুড়িগ্রামে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ইউক্রেনে সংঘাতের দ্রুত অবসান চান ট্রাম্প
ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ