জেনেক্স’র কারিগরি সহায়তায় বুয়েটে চালু হচ্ছে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন
০৭ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম
নিজ ক্যাম্পাসে রুফটপ সোলার সিস্টেম ব্যবহার করে সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সময়োপযোগী এই প্রকল্পে বুয়েটকে কারিগরি সহায়তা প্রদান করছে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। জেনেক্সের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে পিএসএল এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন এনার্জি লিমিটেড এবং প্যাসিফিক সোলার অ্যান্ড রিনিওয়াবল এনার্জি লিমিটেড। পরিবেশবান্ধব বিকল্প শক্তির উৎস ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমানো, সেই সাথে কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখাই এই প্রকল্পের উদ্দেশ্য। বাংলাদেশে প্রথমবারের মত কোনো বিশ্ববিদ্যালয়ে এ ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বুয়েটের যন্ত্র প্রকৌশল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি); ড. সত্য প্রসাদ মজুমদার, ভাইস চ্যান্সেলর, বুয়েট; ড. আবদুল জব্বার খান, প্রো ভাইস চ্যান্সেলর, বুয়েট; তানজিদুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চেয়ারম্যান, জিপিপিএস কনসোর্টিয়াম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “সৌর বিদ্যুৎ ব্যবহারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। দেশের প্রযুক্তিগত উন্নয়নে বুয়েট সব সময়ই নেতৃত্ব দিয়ে আসছে। সেই বুয়েটেই এখন সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রকল্প শুরু হয়েছে, যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অনপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমার বিশ্বাস।”
ড. সত্য প্রসাদ মজুমদার, ভাইস চ্যান্সেলর, বুয়েট, বলেন, ‘যুগোপযোগী এই প্রচেষ্টায় কারিগরি সহায়তা প্রদানের জন্য জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানদেরকে আমি সাধুবাদ জানাই। সৌরবিদ্যুৎ বিশ্বের অনেক দেশই এখন ব্যবহার করছে এবং সুফলও পাচ্ছে। বুয়েটের এই উদ্যোগ আশা করি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এমন পরিবেশবান্ধব প্রকল্প নিয়ে আমরা আরো কাজ করতে চাই।”
তানজিদুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চেয়ারম্যান, জিপিপিএস কনসোর্টিয়াম বলেন, “এমন একটি সময়োপযোগী উদ্যোগে বুয়েট-এর সহযোগী প্রতিষ্ঠান হতে পেরে আমরা গর্বিত। শুরু থেকেই প্রজেক্টের বাস্তবায়নে জেনেক্স সর্বোচ্চ টেকনিক্যাল সহযোগিতা দিয়ে যাচ্ছে। বিদ্যমান ডলার সংকটেও যাতে প্রজেক্টটি বাধাগ্রস্ত না হয় এবং দ্রুত সম্পন্ন হয় সেজন্য জিপিপিএস কনসোর্টিয়াম গঠন করে আমরা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।”
প্রকল্পের আওতায় বুয়েটের ১৯টি ভবনে রুফটপ সোলার প্যানেল স্থাপন করবে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার, যার মাধ্যমে ৩.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এতে বুয়েটের দৈনিক বিদ্যুৎ চাহিদার প্রায় ৩০ শতাংশ পূরণ হবে বলে আশা করা যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ বছরে বুয়েটের বার্ষিক আনুমানিক প্রায় তিন কোটি টাকা সাশ্রয় হবে; একই সাথে কমানো সম্ভব হবে প্রায় ১ কোটি ২ লক্ষ মেট্রিকটন কার্বন ফুটপ্রিন্ট।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
তারকে রহমানের ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতে সৈয়দপুরে তাঁতী দলের লিফলেট বিতরণ
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুরে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান সত্বেও স্থাপনা নির্মাণ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় ভাইটকান্দি ও ফুলপুর বিজয়ী
লালমোহন পৌরসভায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শাহ আজিজ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ঢাকাকে টানা পঞ্চম হারের স্বাদ দিল চট্টগ্রাম
লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ নারী আটক
সিংগাইরে ভূয়া পুলিশ গ্রেফতার ১
ডিবির অভিযানে মলম পার্টির ৫ সদস্য আটক
সাভারের বাইতুল মকবুল জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
‘শেখ হাসিনা এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না’
সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: কর্ণেল সাইফুল ইসলাম
থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ৫শ’ হজ কোটা বহাল রাখার দাবি
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২ জন আটক
লেবাননের নতুন প্রেসিডেন্ট কে এই জোসেফ আউন?
ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই
ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা