ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

অবরোধে বাড়তি সতর্ক আওয়ামী লীগ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম



 বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার পাশাপাশ বুধবার অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তফসিল ঘোষণার পর যাতে বিএনপি-জামায়াত কোনো ধরনের নাশকতামুলক কর্মকান্ড করতে না পারে সে জন্যই এই বাড়তি সতর্কবস্থা বলে জানিয়েছেন তারা। একই সঙ্গে তফসিল ঘোষনার পর রাজধানীসহ সারাদেশে আনন্দ মিছিল করার কর্মসূচি রয়েছে আওয়ামী লীগের।

অবরোধ কর্মসূচির প্রতিবাদে এদিন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির নির্দিশে সংগঠনের ২৪ টি থানা ৭৫ টি ওয়ার্ডে সর্তক অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মিছিল-সমাবেশ করে অবস্থান নেয় কেন্দ্রীয় নেতারা। ঢাকা মহানগর দক্ষিনের সহ সভাপতি হেদায়াতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আবু আহমেদ মন্নাফী জানান, বিএনপি-জামায়াত যাতে গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাতে না পারে সেজন্য সকল থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া আছে। তফসিল ঘোষনার আগ পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। এদিকে তফসিল ঘোষনার পর কেন্দ্রয় কার্যালয়ের সামনে থেকে পল্টন, মুক্তাঙ্গন জিরো পয়েন্ট এলাকায় মিছিল করা হবে বলে জানান মন্নাফী।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়া আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপির অবরোধ ভুয়া। কিছু করার মুরোদ নেই, চোরাগোপ্তা করে কিছু বাসে আগুন দিতে পারে। সেটিও বন্ধ হয়ে যাবে। আজ তফসিল ঘোষনা হবে। সাথে সাথে আওয়ামী লীগের সাথে সাথে সারা দেশের মানুষ আনন্দ করবে। তফসিল ঘোষনার পর কোনো সহিংসতা করলে তাদের দাতভাঙা জবাব দেয়া হবে।

মহল্লায়-মহল্লায় সতর্ক পাহারা
এদিকে বিএনপির নাশকতামুলক কর্মকাণ্ড প্রতিহতে এবং জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় নেতাকর্মীদের সতর্ক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ঢাকা ৫ আসনের বিভিন্ন স্পটে মিছিল সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। একইসঙ্গে তার নেতৃত্বে যাত্রাবাড়ী চৌরাস্তার সামনে থেকে মিছিল বের করে রাজপথেও অবস্থান জানান দিয়েছেন তিনি।

কামরুল হাসান রিপন জানান, নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে পৃথক কর্মসূচির মাধ্যমে মহল্লায় মহল্লায় বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে পাহারা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে ঢাকা-৫ আসনের ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীরা কাজ করছে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে, ৬৪ নং ওয়ার্ডে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিফাত সাদিকীন চপলের নেতৃত্বে, সারুলিয়া বাজারে ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সুজনের নেতৃত্বে, ৬১ নং ওয়ার্ডে বদরুদ্দিন ছানা ও ঝর্না হোসেনের নেতৃত্বে, ৬২ নং ওয়ার্ডে মঞ্জুর মোর্শেদ, গোবিন্দপুর ইউনিটে মাহবুব হাসান শ্যামল ও লিটনের নেতৃত্বে, ৬০ নং ওয়ার্ডে কদমতলী থানায়শারমিন রহমান কাকুলি, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন আলী, সাবেক ছাত্রনেতা শওকত হোসেন টিটু নেতৃত্বে সতর্ক পাহারায় ছিলেন নেতাকর্মীরা। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে কামরুল হাসানের নির্দেশে স্থানীয় নেতার নেতৃত্বে সতর্ক অবস্থানে রয়েছে তারা।

নাশকতার বিরুদ্ধে মানববন্ধন
এদিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন করেছে। আওয়ামী লীগের সাংস্কৃকিত বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এ সময় বিএনপির ডাকা অবরোধ প্রতিহতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসে জনগণের জানমালের ক্ষতি হচ্ছে। যতদিন এসব চলবে ততোতদিন নেতাকর্মীদের রাজপথে থেকে তা প্রতিহত করবে।

সহযোগী সংগঠনের মিছিল সমাবেশ
বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু্'র নির্দেশে সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল শুরু হয়ে নূর হোসেন স্কয়ার ঘুরে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, শামীম শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ ও ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ মহানগর ও থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এদিকে বিএনপি-জামাতের দেশবিরোধী অবৈধ অবরোধের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত ঢাকা মহানগরে অবস্থান কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা-১৪ সংসদীয় আসনে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে যুবলীগ। এতে নেতৃত্ব দেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত

সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই

সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা

খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী

খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী

মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু

মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু

পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ

পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ

যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের

যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের

পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা

পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট

আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর

আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি

লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত

লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত

মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন

মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন

হলুদ রঙে সেজেছে ক্ষেত

হলুদ রঙে সেজেছে ক্ষেত

গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত

গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত

অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান

অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান

ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ

ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ

উত্তরা ‌থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান

উত্তরা ‌থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান

মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার

মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার

তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫

তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫