নির্বাচনে যাচ্ছে সরকার সমর্থিত ইসলামী ঐক্যজোট
২০ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
সরকার সমর্থিত ইসলামী ঐক্যজোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। ঘোষিত তফসিল অনুযায়ী প্রস্তুতির সময় কম বিবেচনায় তারা তফসিল পুনর্বিন্যাসের জন্যও কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির এসব সিদ্ধান্তের কথা জানান্ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশ-জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থে যা কল্যাণকর মনে করে ইসলামী ঐক্যজোট তাই সিদ্ধান্ত নিয়ে থাকে। কোনো সময় বিনা চ্যালেঞ্জে ফাঁকা ময়দানে গোল দেওয়ার সুযোগ ঐক্যজোট কাউকে দেয়নি। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে লিখিত বক্তব্যে মুফতি ফয়জুল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে ইসলামী ঐক্যজোট নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়েছে। কমিশন প্রতিশ্রুতি দিয়েছে, তারা অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। তাই দিনের ভোট দিনে অনুষ্ঠান কালো টাকা ও পেশীশক্তি বন্ধের কঠোর ব্যবস্থা নেওয়া হলে ইসলামী ঐক্যজোটের মজলিসে শুরা আগের সময়ের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা করা তফসিল অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে প্রার্থীদের নির্বাচনী যাবতীয় প্রস্তুতি গ্রহণ বেশ কঠিন হবে বলে ইসলামী ঐক্যজোট মনে করে। তাই ইসলামী ঐক্যজোট ঘোষিত তফসিল পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছে। সেই সঙ্গে গ্রেফতার বন্ধ ও গ্রেফতারকৃত আলেম-ওলামা ও নেতাদের মুক্তি দিয়ে নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষা ও অংশগ্রহণমূলক হবে বলে মনে করছে ইসলামী ঐক্যজোট। লিখিত বক্তব্যে দলটি বলছে, সবার অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ইসলামী ঐক্যজোট জোর দাবি জানাচ্ছে। বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। ইসলামী ঐক্যজোট দেশের স্বাধীনতায় বিশ্বাসী। দেশের স্বাধীন অস্তিত্বের ওপর আঘাত আসে, এ জাতীয় কোনো অপতৎপরতা ইসলামী ঐক্যজোট বরদাশত করবে না। তাই সব ধরনের হস্তক্ষেপমুক্ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এ দেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি। এর বাইরে কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। নির্বাচন কমিশন কারও কাছে মাথা নত না করে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশাবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যব হোসাইন, মাওলাপনা আবুল কাশেম, মাওলানা আলতাফ হোসাইন, মুফতি আব্দুল কাইয়্যূম, মাওলানা জিয়াউল হক মজুমদার, মাওলানা আব্দুল হাই ফারুকী, মাওলানা ফারুক আহমদ, মুফতি নাসির উদ্দিন কাসেমী, মাওলানা আনসারুল হক ইমরান, মাওলানারিয়াজত উল্লাহ, মাওলানা খোরশেদ আলম, মাওলানা নূরুজ্জামান, ও মাওলানা আশরাফ আলী জেহাদী। সংবাদ সম্মেলনে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধ এবং দেশটি সকল প্রকার পণ্য সামগ্রি বর্জনের জোর দাবি জানানো হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম