প্রহসনের নির্বাচন করতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে: এ্যাব
২১ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব ও শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনের গ্রেফতারে নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সরকার আবারো একতরফা প্রহসনের নির্বাচন করতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। কারণ অবৈধ ফ্যাসিবাদী সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বানিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়।
তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসন নির্বাচন কমিশনের অধীনস্থ থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে, প্রশাসন অবৈধ সরকারের নির্দেশে বিরোধীদলের নেতাকর্মীদের এমনকি শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার ও সাংবাদিক সহ পেশাজীবী নেতাকর্মীদের ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী সাধারণ মানুষকে গুম, খুন, মামলা, হামলা গ্রেফতার নির্যাতনসহ ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসী চালিয়ে যাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। শিক্ষা জাতির মেরুদ- এবং আর এই মহান কাজের মাধ্যমে যারা জাতি গঠন করে সেই পেশার মানুষদেরকে আজ ভয়াবহ নির্যাতনের শিকার হতে হচ্ছে এই নিশিরাতের সরকারের হায়েনা বাহিনীর হাতে। সে কারণেই শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনকে গতকাল সোমবার বিকালে রাজধানীর ধোলাইখাল এলাকার বাসা থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে।
এ্যাবের শীর্ষ নেতৃবৃন্দ উক্ত দুই নেতাকে গ্রেপ্তারে নিন্দা, উদ্বেগ জানিয়ে বলেন, গতকাল সরকারের নির্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর মাধ্যমে ও বিভিন্ন মিডিয়ায় প্রাজ্ঞ লোকজনের যুক্তির মাধ্যমে ২৮ তারিখের সংঘর্ষের ঘটনাটি অবৈধ সরকারের নির্দেশে জনগণের টাকায় পরিচালিত প্রশাসনের কিছু সুবিধাভোগী মহল ঘটিয়েছে তা স্পষ্টভাবে প্রমাণিত হয়। এছাড়াও ফ্যাসিবাদী সরকার বিএনপিকে বাইরে রেখে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার পরিকল্পনা জনসন্মুকে উন্মোচিত হয়।
তারা বলেন, প্রশাসনের অতিরিক্ত সুবিধাভোগী অতি উৎসাহী নৈতিকতা বিবর্জিত অল্প কিছু লোকজন অবৈধ সরকারের চাটুকারিতার মাধ্যমে প্রশাসনকে জনগণের চরম শত্রুতে পরিণত করছে। আজকে হয়তো প্রশাসনের অন্যান্যরা অন্যায়ের প্রতিবাদ করছে না কিন্তু এমন একদিন আসবে যেদিন প্রশাসনের ভালো লোকগুলোও তাদের আজকের নীরবতার জন্য প্রতিবাদী সাধারণ মানুষের আক্রমণের শিকার হবে।
নেতৃদ্বয় বলেন, এভাবে গুম, খুন, মামলা, হামলা ও গ্রেফতার নির্যাতনসহ সকল রাষ্ট্রীয় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বিএনপি, প্রকৌশলী সমাজ তথা সমস্ত পেশাজীবীসহ দেশের মানুষদের আন্দোলন সংগ্রাম থেকে কোনোমতেই দমাতে পারবে না বরং আন্দোলন সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হবে এবং যেকোনো ত্যাগের বিনিময়ে দেশকে ফ্যাসিবাদীদের কবল থেকে মুক্ত করা হবে ইনশাল্লাহ।
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব সরকারের সুস্পষ্ট ও পূর্ব পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষিত নির্বাচনের তফসিল সম্পূর্ণভাবে আবারো প্রত্যাখ্যান করছে ও স্থগিতের দাবি জানাচ্ছে। সেইসঙ্গে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব, শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন এবং এ্যাবের সহ- সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আহমেদ হোসাইনসহ সকল রাজবন্দির আশু মুক্তি দেওয়ার মাধ্যমে ও সরকারের এজেন্ডা বাস্তবায়ন থেকে সরে এসে দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির
কোহলিকে নিষিদ্ধ করা উচিত: হার্মিসন
শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ছাত্রের মৃত্যু ঘিরে চীনে সহিংস বিক্ষোভ
বাংলাদেশ ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর
বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সমন্বয়ককে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ