নিবন্ধন ফিরে পেতে পদক্ষেপ নেবে জামায়াত
২২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, নিবন্ধন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল জামায়াতে ইসলামী। আপিলকারী হিসেবে বক্তব্য শোনার সুযোগ না দিয়ে মামলাটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ করে জামায়াতে ইসলামীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। বিচারের মানদণ্ডে যা গ্রহণযোগ্য হতে পারে না।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
নিবন্ধন হারালেও মিটিং-মিছিল ও সমাবেশ করার ক্ষেত্রে আইন অনুযায়ী বাধা দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের জনগণ এ রায়ে বিস্মিত এবং হতবাক। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতোমধ্যেই আইনজীবীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জামায়াতের আইনজীবীরা সংবিধান, আইন ও নজির অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছে। প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামায়াত কার্যকর ভূমিকা রেখেছে। বিশেষ করে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলন ও ২০০১ সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জামায়াতের ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাস করে। কোনো ধরনের অনৈতিক, অগণতান্ত্রিক ও মানুষের স্বার্থের পরিপন্থি কর্মসূচিতে জামায়াত অভ্যস্ত নয়।
গত ১১টি জাতীয় সংসদের মধ্যে অধিকাংশ সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮৬ সালে ১০টি, ১৯৯১ সালে ১৮টি ও ২ জন মহিলাসহ ২০টি, ১৯৯৬ সালে ৩টি, ২০০১ সালে ১৭টি ও ৩টি মহিলা আসনসহ ২০টি এবং ২০০৮ সালে ২টি আসনে বিজয় অর্জন করে।
তিনি আরও উল্লেখ করেন, ২০০১-২০০৬ সময়ে জামায়াতের দুজন মন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা, নিষ্ঠা, আন্তরিকতা, দক্ষতা ও জবাবদিহিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেনা সমর্থিত সরকারের আমলে সব রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও জামায়াতের দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির ন্যূনতম অস্তিত্ব আবিষ্কার করতে পারেনি।
সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের মিটিং-মিছিল ও সমাবেশ করার অধিকার আছে উল্লেখ করে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সাংবিধানিক অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে। জামায়াতের মিটিং-মিছিল ও সমাবেশ করার ক্ষেত্রে আইন অনুযায়ী বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির
কোহলিকে নিষিদ্ধ করা উচিত: হার্মিসন
শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ছাত্রের মৃত্যু ঘিরে চীনে সহিংস বিক্ষোভ
বাংলাদেশ ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর