দেশের জনগণের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে : কামাল হোসাইন
২২ নভেম্বর ২০২৩, ০২:০১ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ০২:০১ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন বলেছেন, বাংলাদেশে ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের মতামতের কোনো তোয়াক্কা ক্ষমতাসীনরা করছে না। তারা আবারো প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছে। এবার মানুষ জীবন দিয়ে হলেও এই প্রহসনের নির্বাচন বানচাল করবে।
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পদত্যাগ করুন। আপনাদের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সব একাকার হয়ে গেছে। তাই বড় রাজনৈতিক দলসমূহ ও মূল বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে একতরফা নির্বাচন করতে তরিঘড়ি তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার সাথে সাথে জামায়াতে ইসলামীর মতো গনতান্ত্রিক বড় রাজনৈতিক দলের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায় দেয়া হয়েছে। এতেই প্রমাণ হয় ফ্যাসিবাদী সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। তাই বিরোধী মতকে তারা নিঃশ্বেষ করতে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এ খায়েশ কখনো পূরণ হবে না।
তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে আরো কঠোর থেকে কঠোরতর করা হবে। ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় কেয়ারটেকার সরকারের দাবি আদায়, আমীরে জামায়াত সহ নেতৃবৃন্দের মুক্তি ও নিবন্ধন ফিরিয়ে আনা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিরোধী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে প্রহসনের নির্বাচনের প্রস্তুতি চলছে। এটা বাংলাদেশের জনগণের সাথে চরম প্রতারণার বহিঃপ্রকাশ। দেশের বৃহৎ স্বার্থে জনগণের প্রতি উদাত্ত আহ্বান রাজপথে নেমে আসুন, নিজেদেরে সকল অধিকার আদায়ে আওয়াজ তুলুন।
পুলিশি বাঁধার মুখেও রাজধানীর রায়েরবাগ বাস স্ট্যান্ডে অবরোধ পালনকালে নেতৃত্ব দিয়ে তিনি এসব কথা বলেন। আজ ২২ নভেম্বর দেশব্যাপী ২২ ও ২৩ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার ঘোষিত আবারো টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে অবরোধ পালনকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরার সদস্য শাহজাহান খান, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা বাইজিদ হাসান, সাফিউল আলম ও মহানগরী দক্ষিণ শিবির নেতা দেলাওয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও আজ অবরোধের ৬ষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার প্রথম দিনে ২২ নভেম্বর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অবরোধ কর্মসূচী পালিত হয়।
রাজধানীর রাজারবাগ শাহজাহানপুর সড়ক অবরোধ : আজ ২২ নভেম্বর দেশব্যাপী ৬ষ্ঠ দফার অবরোধের সমর্থনে প্রথম দিনে রাজধানীর মালিবাগ-রাজারবাগ সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। সেখানে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার অন্যতম সদস্য শাহীন আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য এড. শাহ মাহফুজুল হক, আ ফ ম ইউসুফ, নুরুন্নবী, রায়হান, আলমগীর হোসাইন, ছাত্রশিবিরের মহানগরী পূর্ব সভাপতি আকিক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্যামপুর জুরাইন এলাকায় সড়ক অবরোধ : অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ ২২ নভেম্বর সকালে জুরাইন এলাকায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য মুহাম্মদ মহিউদ্দিন এর নেতৃত্বে শ্যামপুর জুরাইন এলাকায় সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর দক্ষিণের মজলিসে শুরার সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কবিরুল ইসলাম ও হেলাল উদ্দিন, ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের নেতা মুহাম্মদ হেলাল উদ্দিন সহ নেতৃবৃন্দ।
গেন্ডারিয়া রেল স্টেশন অবরোধের শুরুতেই গ্রেফতার : দেশব্যাপী ৬ষ্ঠ দফার অবরোধের সমর্থনে প্রথম দিনে রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশন অবরোধ করতে যায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। সেখানে পুলিশ প্রশাসন বাঁধা প্রদান করে ও ১ জনকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গিয়েছে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির
কোহলিকে নিষিদ্ধ করা উচিত: হার্মিসন
শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ছাত্রের মৃত্যু ঘিরে চীনে সহিংস বিক্ষোভ
বাংলাদেশ ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর