পেঁয়াজের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা
১১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
পেঁয়াজের দাম হঠাৎ করে ২২০-২৫০ টাকা বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমদ। তিনি বলেন, সিন্ডিকেটের কারসাজিতে হঠাৎ করে ২২০ টাকা পেঁয়াজ কোনভাবেই হতে পারে না। সরকার সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করায় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পরছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। এক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ২২০ টাকা ছাড়িয়েছে। এক দিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা করে বিক্রি হতো। সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ রয়েছে। তারপরেও এভাবে রাতারাতি পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঘটনা দেশবাসীর নিকট রহস্যজনক। সরকার সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করেছে।
আজ সোমবার এক বিবৃতিতে বলেন, পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কোনো কারণ নেই। সরকারের পক্ষ থেকে মজুতদারির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণেই রাতারাতি পেঁয়াজের দাম বেড়ে গেছে। অতি মুনাফাখোর ব্যবসায়ীরা সরকারদলীয় লোকজনের মদদে কারসাজি করে জনগণের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ইতোপূর্বেও কেজিপ্রতি পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে ৩০০ টাকা পর্যন্ত হয়েছিল। জনবিচ্ছিন্ন এই সরকার কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। সকল ক্ষেত্রেই সরকারের সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও ব্যর্থতার করুণ চিত্র ফুটে উঠছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সকল প্রকার পণ্যসামগ্রীর দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের মানবাধিকার দাফন করে একদলীয় বাকশাল কয়েমেরর পথে হাঁটছে। তারা গুম খুনের রাজত্ব কায়েম করেছে। ঘরে থাকলে গুম আর রাস্তায় বের হলে মানুষ খুন এটা এখন সরকারের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে এ সরকার হাজারো মায়ের বুক খালি করেছে। হাজারো সন্তানকে এতিম করা হয়েছে। অনেক বোনকে করেছে বিধবা। আইন ও বিচারব্যবস্থা দলীয়করণের বাস্তব প্রমাণ শাহজাহান ওমর। একই মামলায় কেউ নির্বাচনী মাঠে দৌঁড়ে বেড়ায় আবার কেউ অন্ধকার কারাগারে মানবেতর জীবনযাপন করে। বিরোধী মত দমন ও মানবাধিকার ভূলুণ্ঠিত করে সরকার একতরফা পাতানো নির্বাচনের নামে জাতির সাথে তামাশা শুরু করে করছে।
বিশ্ব মানবাধিকার দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর মহানগর আয়োজিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন ডা. শহীদুল ইসলাম, মুহাম্মদ মাকসুদুর রহমান, ইউসুফ পিয়াস, আসাদুল্লাহ, মুহাম্মদ মিজানুর রহমান।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক