ছাত্র ইউনিয়নের উপর ছাত্রলীগের হামলায় ছাত্র ফেডারেশন ও ছাত্র ফ্রন্টের নিন্দা
১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক এবং সদস্য সচিব উমামা ফাতেমা এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ ছাত্র ইউনিয়নের চার নেতাকর্মীর উপর ছাত্রলীগের অতর্কিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পাশাপাশি ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার একক সম্পত্তিতে পরিণত করতে চায়। তাদের রাজনীতি এমন পর্যায়ে পৌছেছে যে তারা ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সহাবস্থানকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যৌথভাবে ক্যাম্পাসকে আওয়ামীলীগের দলীয় সম্পত্তিতে পরিণত করেছে। তাই রাজু ভাস্কর্যকে দলীয় বিজ্ঞাপনের জন্য ব্যবহারের বিরুদ্ধে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো রুখে দাড়ায় তখন এতটুকু বিরোধিতাও তাদের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ ৪ জনের উপর ন্যাক্কারজনক হামলা ছাত্রলীগের সুশীল চেহারার আড়ালে ভয়াবহ নগ্ন সন্ত্রাসী চেহারার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্রলীগকে ভালোবেসে ভালো করে তোলার এখন আর সময় নেই। ক্যাম্পাসকে গণতান্ত্রিক করে তোলার স্বার্থে সাধারণ শিক্ষার্থীদেরকেই ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতিকে প্রতিহত করতে হবে। আজকের এই অগণতান্ত্রিক ও বদ্ধপরিবেশে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগকে প্রতিরোধের ডাক দিয়ে আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আহ্বান জানাই।
এক যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভ ও সদস্য সচিব অদিতি ইসলাম বলেন, অব্যাহত সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে আজকে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের উপর হামলা সংঘটিত করেছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। স্বৈরাচারের পেটোয়া বাহিনী নৈতিকভাবে পরাজিত বিধায় বিরোধী সংগঠনগুলোর এমন চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। প্রতিরোধ, রাজনৈতিক-সাংগঠনিকভাবে পরাস্ত করার মধ্য দিয়ে সন্ত্রাসী ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে সমূলে উৎপাটন আজকে সময়ের দাবি।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন। একই সাথে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ, সন্ত্রাসবিরোধী বৃহৎ ছাত্র-আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পর টিএসসি ও শাহবাগ এলাকায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। সংগঠনটির দাবি- ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকতের অনুসারীরা তাদের উপর হামলা করে। তবে বিষয়টি অস্বীকার করেন সৈকত। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন
জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : ড. বিধান রঞ্জন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত