ঢাবিতে ছাত্র ইউনিয়নের দেয়াললিখন মুছে ফেলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও পার্শ্ববর্তী শামসুন নাহার হলের দেয়াল থেকে বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের দেয়াললিখন মুছে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগ বলছে, এ বিষয়ে তাদের কিছু জানা নেই।

 

আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শামসুন নাহার হলের দেয়ালে ছাত্র ইউনিয়নসহ বামপন্থী ছাত্রসংগঠনগুলোর দেয়াললিখন নেই। পুরোনো দেয়াললিখনগুলো সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সেখানে এখনো নতুন করে কিছু লেখা হয়নি। তবে পার্শ্ববর্তী রোকেয়া হল থেকে ভিসি ভবনের দেয়াল পর্যন্ত ছাত্রলীগের দীর্ঘ দেয়াললিখনগুলো আগের মতোই আছে।

 

ছাত্র ইউনিয়নের অভিযোগ, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে টিএসসি ও শামসুন নাহার হলের দেয়াল থেকে তাদের দেয়াললিখন মুছে দেওয়া হয়।ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদনান আজিজ চৌধুরী ইনকিলাবকে বলেন, বৃহস্পতিবার রাতেই আমরা খবর পেয়েছি যে আমাদের দেওয়াললিখন মুছে ফেলেছে ছাত্রলীগ। ছাত্রলীগের কোন গ্রুপ এমনটা করেছে জানতে চাইলে আদনান বলেন, ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরাই এটা করে থাকবে। কারণ গত কয়েকদিন ধরে তার নির্দেশে ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের নেতাদের উপর হামলা করা হচ্ছে।

তিনি বলেন, তানভীর হাসান সৈকত ২০১৯ সালে ক্যাম্পাসে মেট্রোরেলের বিরুদ্ধে রাজুতে দাঁড়িয়েছিল। সেই সৈকতই এখন মেট্রোরেলের উদ্বোধনে আনন্দ করছে, রাজুতে শেখ হাসিনার ছবি লাগিয়ে উদযাপন করছে। আমাদের কিছু নেতাকর্মী সাইনবোর্ডটা সরিয়ে ফেলায় আমাদের নেতাদের ধরে ধরে মারছে। সুতরাং এটা স্পষ্ট যে তিনি তার ২০১৯ এর অবস্থান গোপন করার জন্যই এমন মরিয়া হয়ে উঠেছে।

আদনান অভিযোগ করে বলেন, শুধু টিএসসি বা শামসুন নাহার হলেরই নয়, কলা ভবন ও শ্যাডো সহ ক্যাম্পাসের সর্বত্র ছাত্র ইউনিয়ন সম্পর্কিত সকল কিছু মুছে ফেলার চেষ্টা করছে তারা। এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান না থাকলেও সাংস্কৃতিক আগ্রাসনটা ছিল না। এখন ক্যাম্পাসে একটা দখলের রাজনীতি চলছে। এবং সংস্কৃতির উপরও আঘাত আসছে। বিশ্ববিদ্যালয় একটা মাইক্রো ফ্যাসিবাদি কারখানায় পরিণত হয়েছে যেখানে প্রতিটি শিক্ষার্থীকে ফ্যাসিবাদী রূপ ধারণ করতে বাধ্য করা হচ্ছে। আদনান বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ এবং এটিকে রাজনৈতিক সন্ত্রাস বললেও ভুল হবে না।

 

তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি বলেন, এমন কোনো ঘটনার ব্যাপারে আমি জানি না। তবে প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়ার পর যেহেতু শিক্ষার্থীরা তাদেরকে ক্যাম্পাসে বয়কট করেছে সেহেতু এই সম্ভাবনা রয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা এমনটা করে থাকবে।

 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান বলেন, দেয়াললিখনের বিষয়ে কোনো পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।

ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ বলেন, আমরা নিয়ম রক্ষার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানাব। কিন্তু আমরা তাদের থেকে কোনো কিছু প্রত্যাশা করছি না। কারণ গত কয়েকবছর ধরে দেখে আসছি ক্যাম্পাসে আমাদের চিকাগুলো মুছে শুধু ছাত্রলীগের বিভিন্ন দেওয়াললিখন রাখা হচ্ছে। সুতরাং ক্যাম্পাসে যে একটা বিরোধী মত শূন্য করার অপচেষ্টা চলছে আমরা রাজপথে এর প্রতিরোধ ও প্রতিহত করার সংগ্রাম চালিয়ে যাব।

 

ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের মধ্যে উত্তেজনার শুরু সম্প্রতি রাজু ভাস্কর্যের সামনে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত মেট্রোরেলের অস্থায়ী প্রতিকৃতি রাখা নিয়ে। মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের উদ্বোধন সামনে রেখে গত মাসের শেষ দিকে সেটি রাখা হয়। এতে রাজু ভাস্কর্য আড়ালে চলে যাওয়ায় ছাত্রলীগের প্রতি সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় ছাত্র ইউনিয়ন। তবে ছাত্রলীগ সাড়া দেয়নি।

এর মধ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে ক্যাম্পাসে মশাল মিছিল হয়। পরে সমাবেশ করতে রাজু ভাস্কর্যের সামনে এলে তাঁদের কয়েকজন ওই প্রতিকৃতি ভাঙচুর করেন। এর পরপরই তাঁদের ওপর ছাত্রলীগ হামলা চালালে ৮-১০ জন আহত হন। পরে রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেয় ছাত্রলীগ।
ছাত্র ইউনিয়নের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে কর্মসূচি শেষ করেন তাঁরা।
মঙ্গলবারের ঘটনার জেরে বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ চার নেতাকে পেটায় ছাত্রলীগ। এরপর গতকাল রাতে দেয়াললিখন মুছে দেওয়ার ঘটনা ঘটল।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী

ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা

ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর

কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর

পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার

পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার

স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা

শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা

বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান

বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান

ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের

ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের

শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ

শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ

অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর

অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর

এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌

এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌

হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার

হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির

পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির

৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির

৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির

সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই

সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই

নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত

নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত