ঢাকা মহানগর উত্তর জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
০১ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ এএম
নির্বাচন বর্জন ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
আজ সোমবার সকালে রাজধানীর উত্তরায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘চলমান আন্দোলন ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের মাধ্যমে জনগণের বিজয় অর্জিত হবে।’
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে উত্তরায় আজমপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ ও মজলিসে শূরা সদস্য মাজহারুল ইসলাম প্রমুখ।
রেজাউল করিম বলেন, ‘সরকার দেশটাকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্যে পরিণত করেছে। বিনাভোটের সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই জামায়াতসহ বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। শীর্ষ নেতাদের অন্যায়ভাবে আটক করে নির্যাতন চালানো হচ্ছে। মূলত তারা গোটা দেশকেই ঘোষিত কারাগারে পরিণত করেছে।’
তিনি বলেন, ‘তাই এই ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন মোকাবিলায় সেনা, পুলিশ, র্যাব ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে চলমান আন্দোলনকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা ও জাতীয় নেতাদের মুক্তি নিশ্চিত করতে হবে। জনতার বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।’
৭ জানুয়ারির নির্বাচনকে সাজানো, পাতানো ও অবৈধ উল্লেখ করে তিনি এই নির্বাচন প্রতিহত করতে সবাইকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানান। রেজাউল করিম বলেন, ‘অন্যথায় মাফিয়াতন্ত্রীরা আগামী দিনে আরও বেপরোয়া হয়ে উঠবে।’
এদিকে, মিরপুর পূর্ব থানার উদ্যোগে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিশে শুরা সদস্য আবু শরীফের নেতৃত্বে নগরীর মনিপুর স্কুল ও ৬০ ফিট মেইন রাস্তার জনতাকে নির্বাচন বর্জন করার আহ্বান জানানো হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ আব্দুল্লাহ আল মামুন,আশিকুর রহমান, রাজিবুল হাসান প্রমুখ।
এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত নির্বাচন বাতিল এবং ভোট বর্জনের দাবিতে ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার শেরেবাংলা নগর উত্তর থানার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
কেন্দ্রীয় মজলিশের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসানের নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিশে শূরা সদস্য এস এম হান্নান,সৈয়দ মঞ্জুর, থানা আমীর আব্দুল আউয়াল আজম,থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।
ভাষানটেক থানা ১৫নং পূর্ব সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগেও নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিশে শুরা সদস্য দ্বীন মোহাম্মদ হাবীবের নেতৃত্বে নগরীর ভাষানটেক মোড়ে লিফলেট বিতরণ করে নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এইচ এম হোসাইন,এম সাঈদ, সাইদুল,এস ইসলাম, আলম,রহিত, সাইফুল,মইন, ছাত্রনেতা এম এমন রহমান, সৌরভ খান প্রমুখ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের
হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত
শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত