জমিয়াতুল মোদার্রেছীন সরকারের পক্ষে-বিপক্ষে নয়, ইসলামের পক্ষে: এএমএম বাহাউদ্দীন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম

 

 

 

মাদরাসা শিক্ষকদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেছেন, জমিয়াতুল মোদার্রেছীন কোন রাজনৈতিক সংগঠন নয়, এ সংগঠন সরকারের বিরুদ্ধেও না, সরকারের পক্ষেও না। আমরা ইসলামের সপক্ষে। জমিয়াতুল মোদার্রেছীন নিয়ে কোন ধরণের সন্দেহ ও সংশয় থাকার সুযোগ নেই। কারণ আল্লাহর রহমতে এই সংগঠন অত্যন্ত শক্তিশালী। এটি কারো ব্যক্তিগত সংগঠন নয়, এটি সারাদেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ওলী, সূফীদের সংগঠন। কেউ থাকুক আর না থাকুক জমিয়াতুল মোদার্রেছীন থাকবে ইনশাআল্লাহ। অন্য কোন চিন্তায় বা বিভ্রান্তিতে এটি অসম্মানিত হবে না।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীস্থ গাউসূল আজম কমপ্লেক্ষে ঈসালে সাওয়াব ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি, সাবেক ধর্ম ও ত্রাণমন্ত্রী এবং দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেম হযরত মাওলানা এম এ মান্নান (রহ.) এর ১৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে এই ঈসালে সাওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। একই সঙ্গে জাতীয় নির্বাহী কমিটির সভাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে জমিয়াতুল মাদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন।

এসময় তিনি বলেন, আমাদের দেশের শিক্ষা ও সংস্কৃতি বিনষ্ট করার জন্য অনেক আগে থেকেই প্রচেষ্টা ছিল। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে মোদী (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে তারা তাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা বলিষ্ট করার জন্য তাদের লোকজনরা বেশি সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু বাংলাদেশের মূল অনুভূতি আওয়ামী লীগ-বিএনপির বাইরেও হচ্ছে ইসলামী মূল্যবোধ। রাজনৈতিকভাবে কে কাকে ভোট দিলো সেটি ভিন্ন বিষয়, কিন্তু ইসলামী মূল্যবোধের জায়গায় আমরা সকলে একমত। এই মূল্যবোধকে ধ্বংস করার জন্য চেষ্টা আছে, থাকবে, কিন্তু কোন লাভ হবে না।

জমিয়াত সভাপতি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানী ও জাপানকে ধ্বংস করা জন্য আমেরিকা, ব্রিটেন, ইউরোপ রাশিয়াকে নিয়ে জোট করে। এখন আবার রাশিয়াকে ধ্বংস করার জন্য আমেরিকা, জার্মানী, জাপান ব্রিটেন এক হয়ে গেছে। বিশ্বব্যাপী রাজনৈতিক সমীকরণ কখনো এক থাকে না। নানাবিধ কারণে একেকজন একেকদিকে যায়। কিন্তু শক্তিমানদের শক্তির চিন্তা এক থাকে। জমিয়াতুল মোদার্রেছীন আল্লাহর রহমানে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। জমিয়াতুল মোদার্রেছীন একটি গণতান্ত্রিক সংগঠন। প্রত্যেক সদস্যের স্বাতন্ত্র্য বৈশিষ্ট রয়েছে। কিন্তু পৃথকভাবে কারো কোন ক্ষমতা নেই। ঐক্যবদ্ধ থাকলে সকলেই শক্তিশালী।

মাদরাসা শিক্ষকদের উদ্দেশ্যে ইনকিলাব সম্পাদক বলেন, আপনাদের পেছনে যে ৭০ লাখ শিক্ষার্থী পড়াশুনা করছে তারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছেন। আমরা কি করি, কি বলি, আর শিক্ষার্থী, অভিভাবকরা কি চিন্তা করছে সেটি আমাদের ভাবতে হবে। তাদের যদি বোঝাতে না পারি তাহলে কোন কিছু হবে না।

তিনি বলেন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহতাব নামে একটা ছেলে শরীফ-শরীফার গল্প নিয়ে একাই আলোড়ন সৃষ্টি করেছে। মাদরাসা শিক্ষকরা কেন এসব বিষয়ে কথা বলার সাহস রাখেননি। কারণ চাকরি আর বেতন-ভাতা নিয়ে চিন্তা করেন। বেতন-ভাতা নিয়ে কেন এতো কথা বলবেন? এদেশে মাদরাসা কি বেতন-ভাতা, সুবিধার জন্য সুফী, দরবেশরা তৈরি করেছিল?

ইনকিলাব সম্পাদক বলেন, মেইন স্ট্রিম কথা না বললে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে কথা উঠবে। মাদরাসা শিক্ষার্থীদের উস্কে দেয়া হবে। তখন কারো হাতে কোন নিয়ন্ত্রণ থাকবে না। এজন্য সকলে ঈমান মজবুত রাখতে হবে। পয়সা কামানোর জন্য যদি চাকরি করতে হয় তাহলে মাদরাসায় কেন? এর বাইরেও অনেক পেশা আছে।

বিজ্ঞান শিক্ষায় অগ্রগতির গুরুত্ব তুলে ধরে এএমএম বাহাউদ্দীন বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক করতে হলে বিজ্ঞানে উন্নতি করতে হবে। এখন ইলেন মাস্ক মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে চিন্তা-চেতনা নিয়ন্ত্রণের কথা ভাবছে, বিজ্ঞানীরা চাঁদ, মঙ্গল গ্রহসহ অন্যান্য গ্রহে বসবাস করা যায় কিভাবে সেটি নিয়ে ভাবছে। ব্ল্যাক হোল নিয়ে আলেমদের কোন গবেষণা নিয়ে, কথা বলা, আলোচনা করা হয় না। আমাদের আলেমগণ ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়াসহ যেসব দেশে যেতে হবে, তারা কিভাবে বিজ্ঞানে অগ্রগামী হয়েছে, ইসলামী চিন্তা-চেতনা কিভাবে ঠিক রেখেছে সেটি বুঝতে হবে। যেসব দেশ ইসলামী ধ্যান-ধারণা ঠিক রাখছে তাদেরকে আল্লাহ সম্পদে বলিয়ান করেছে। আর আমাদের এখানে খরা হচ্ছে। ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয় বিজ্ঞান ও ইসলামী ধ্যান-ধারা আরো বেশি করে চর্চা করতে হবে।

মাদরাসা শিক্ষার্থীদের মাধ্যমে আধুনিক তুরস্ক গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, মাদরাসা পড়–য়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মন্ত্রীসভায় এখন অধিকাংশ সদস্য এখন মাদরাসা পড়–য়া। তুরস্কের কামাল আতাতুর্ক যে মাদরাসা সিস্টেম করেছিলেন সেটি আরো আধুনিক করেছে এবং নতুন তুরস্ক করে গড়ে তুলছে। তার নেতৃত্বে দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে তুরস্ক।

তিনি আরো বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল নেতা হওয়ার খায়েশে। সউদী আরবের উগ্র চিন্তা-চেতনার বাদশা বা সেখানকার ভেতরের আলেম-ওলামাগণ এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। সেটা কিন্তু এখন হাওয়া হয়ে গেছে। তার প্রভাবও আমাদের দেশেও পড়েছিল এখন অনেকের ফান্ড বন্ধ হয়ে গেছে।

পাঠ্যপুস্তক ও কারিকুলাম নিয়ে শিক্ষামন্ত্রীর অনুধাবনকে সাধুবাদ জানিয়ে জমিয়াত সভাপতি বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপমন্ত্রী থেকে সরাসরি মন্ত্রী হয়েছে। এর মাধ্যমে আল্লাহতাআলা তাকে সম্মানিত করেছেন। তিনি লন্ডন থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। উনার (শিক্ষামন্ত্রী) পিতা মহিউদ্দীন চৌধুরী সাহেব জমিয়াতুল মোদার্রেছীনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। একইসঙ্গে আলেম-ওলামাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক সব সময় রাখতেন। আমি বিশ্বাস করি, উনি (শিক্ষামন্ত্রী) উনার বাবার মতোই চিন্তা-চেতনা লালন করবেন। কারণ ইতোমধ্যে লক্ষ্য করেছি, পাঠ্যপুস্তক ও কারিকুলাম নিয়ে তিনি সতর্ক অবজারভেশন দিয়েছেন। তার কথারই পুনরাবৃত্তি আমরা দেখেছি প্রধানমন্ত্রীর কথাতেও। পাঠ্যপুস্তক পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। এদিকে যাদের মাধ্যমে আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পেয়েছি, সেই সময়ের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এবং সেই সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন কামাল আবদুল নাসের সাহেব উনি এখন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হয়েছেন। তাদের হাত দিয়েই প্রধানমন্ত্রীর মাধ্যমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। উনাদের সঙ্গে আলেম-ওলামাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এখন আরো দৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী যেই ধারায় চিন্তা করেন এবং নিয়ে যেতে যান সেই ধারা থেকে হয়তো বিচ্যুত হয়েছে এজন্য নতুন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে। ক্ষমতার জন্য ভারতের সঙ্গে অনেক সহযোগিতা করতে হয়। এটি করতে গিয়ে দেখা যায় যে, নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি হয়ে যায়। সরকারেরও অনেক সঙ্কট আছে।

জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজীর পরিচালনায় এসময় স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুমোদন করে জাতীয় নির্বাহী কমিটি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবি রূহুল আমীন খান, মুশুরীখোলা দরবারের পীর আল্লামা মাওলানা আহসানুজ্জামান, জৈনপুরের পীর সাহেব মাওলানা সৈয়দ মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, কেন্দ্রীয় নেতা মাওলানা ড. এ কে এম মাহবুবুর রহমান (চাঁদপুর), অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক (ঢাকা), অধ্যক্ষ মাওলানা ড. নজরুল ইসলাম আল-মারুফ (ঢাকা), অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শরাফত আলী (পিরোজপুর), অধ্যক্ষ মাওলানা আ খ ম আবুবকর সিদ্দিক (ঢাকা), অধ্যক্ষ মাওলানা আবুল ফরাহ্ মোঃ ফরিদ উদ্দিন (চট্টগ্রাম), অধ্যক্ষ মাওলানা মনোওর আলী (সিলেট), মুর্শীদ নগর দরবারের পীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকীম জেহাদী, ড. আব্দুল কাইয়ুম আল-আজহারী (ঢাকা), অধ্যক্ষ মাওলানা আবুল বয়ান হাশেমী (চট্টগ্রাম), উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম (যশোর), অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ (দিনাজপুর), অধ্যক্ষ মাওলানা জহিরুল হক (গাজীপুর), অধ্যক্ষ মাওলানা হাদিউজ্জামান (রংপুর), অধ্যক্ষ মাওলানা এজহারুল হক (ঢাকা), উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম (ভোলা), অধ্যক্ষ ড. মাওলানা ইদ্রিস খান (ময়মনসিংহ), অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছাদেক হাসান (ঢাকা), অধ্যক্ষ ড. মাওলানা আবুবকর সিদ্দিক (বরিশাল), অধ্যক্ষ মাওলানা মাসুদ আলম (কিশোরগঞ্জ), অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ (ফরিদপু), উপাধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক (দিনাজপুর), অধ্যক্ষ মাওলানা আতিকুল ইসলাম (সিরাজগঞ্জ), অধ্যক্ষ মাওলানা গাজী মোঃ শহীদুল হক (ঝালকাঠী), অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম মুনির (রাজবাড়ি), মাওলানা মোঃ আনোয়ার হোসেন (জামালপুর) প্রমুখ।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মুকসুদপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মুকসুদপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

পাঁচ দিনব্যাপী ইবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শুরু

পাঁচ দিনব্যাপী ইবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শুরু

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন ব্যবসায়ীর জরিমানা

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন ব্যবসায়ীর জরিমানা

কেরানীগঞ্জে হযরতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জে হযরতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা

বরিশালে গানমাধ্যম সংস্কার কমিশন সংবাদ কর্মীদের মতামত গ্রহন করল

বরিশালে গানমাধ্যম সংস্কার কমিশন সংবাদ কর্মীদের মতামত গ্রহন করল

বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ

বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ

২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শহীদ আবু সাঈদের পরিবারের

২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শহীদ আবু সাঈদের পরিবারের

১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"

১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া

অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের

অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের

দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি

দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি

ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি

ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি

সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম

সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম

ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা

সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা

হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ

হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা

নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল

নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল

বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত

বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত

‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল