যাত্রী সেজে চেতনানাশক ঔষধ ব্যবহার করে ছিনতাই করতো চক্রটি
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
প্রাইভেটকার ও মাইক্রোতে যাত্রী সেজে চেতনানাশক ওষুধ ব্যবহার করে অজ্ঞান করে ছিনতাই করতো একটি চক্র। চক্রটি মামা পার্টি নামে পরিচিত। চক্রটির মূলহোতা শাহীন রানা ওরফে তজ্জম সহ অজ্ঞান পার্টি চক্রের ৫ জনকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার দিবাগত রাতে ওই চক্রের মূল হোতাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তাররা হলো– মো. রানা ওরফে মো. শাহীন ওরফে শাহীন রানা (৪৯), মো. মফিজুল ইসলাম ওরফে মো. ইসলাম ওরফে ইসলাম মিয়া (৪৮), মো. সাগর ওরফে হাবিবুর রহমান শেখ ওরফে মো. হাবিব (৫১), মো. ফারুক আহমদ ওরফে মো. ফারুক মিয়া ওরফে মো. ফারুক (৩৪) ও মো. আবুল কালাম (৫৩)।
র্যাব বলছে, যাত্রী সেজে গাড়ি ভাড়া নিতো এই চক্রটি। সেই গাড়ি চালাতো চক্রের সদস্যদেরই একজন। ছিনতাইয়ের জন্য উপযুক্ত ও নির্জন রুটে গাড়ি চালানো হতো। এ ক্ষেত্রে রাত ৩টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনও সময়কে বেছে নিতো। পরিকল্পনা অনুযায়ী ১-২ কিলোমিটার পরপর বাছাই করা স্থান থেকে যাত্রী উঠানো হতো। এরপর নির্জন স্থানে গাড়ি থামিয়ে অস্ত্র ও চেতনানাশক ওষুধ ব্যবহার করে যাত্রীদের কাছে থেকে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো চক্রের সদস্যরা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক বলেন, গত বছরের ২৬ জুন ফরিদপুরের ভাঙ্গা এলাকায় মো. শাহিন রানাসহ অন্য আসামিরা যাত্রী সেজে সাদ্দাম শেখ নামে একজনের ইজিবাইক ভাড়া করে। সুযোগ বুঝে চালক সাদ্দামকে মারধর করে তারা। এক পর্যায় চেতনানাশক ওষুধের মাধ্যমে অচেতন করে একটি মেহগনি বাগানে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
ফরিদ উদ্দিন বলেন, ২৬ জুন রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদ্দাম শেখ। পরে ইজিবাইক ফেরত দেয়ার কথা বলে আসামিরা নিহতের পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় বিকাশে ৩৫ হাজার টাকা আত্মসাৎ করে আসামিরা।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ওই হত্যার ঘটনা তদন্তকালে চক্রটি সম্পর্কে জানা যায়। চক্রের মূল হোতা শাহিন রানা। এর সক্রিয় সদস্য ১০ জন। চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল।
র্যাব-১০ এর অধিনায়ক বলেন, চক্রের সদস্যরা কখনও আসামি মফিজুলের প্রাইভেটকার ব্যবহার করতো। কখনও তার মাধ্যমে অন্য কোনও প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাড়া নিতো। এরপর মফিজুল এসব গাড়ি চালাতো। শাহিন যাত্রী সেজে মফিজুলের পাশে বসে থাকতো। অন্যান্যরা তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্বাচিত রুটে ১-২ কিলোমিটার পরপর অবস্থান করতো।
তিনি আরও বলেন, সবাই একত্রিত হওয়ার পর কখনও দেশি অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মারধর করতো। এভাবে চেতনানাশক ওষুধের মাধ্যমে অচেতন করে যাত্রীদের কাছে থাকা সবকিছু লুটে নিতো। পরে ভুক্তভোগীকে তাদের সুবিধাজনক যেকোনও নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যেতো।
গ্রেপ্তার শাহিন রানা মামা পার্টির দলনেতা। শাহিন ২০০০ সালে একটি চুরির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে পাঁচ বছর কারাভোগ করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
মফিজুল ইসলাম পেশায় একজন গাড়ি চালক। সে বিভিন্ন কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত ছিল। সে মলম পার্টি, ছিনতাই, মাদক ব্যবসা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।
সাগর রাজধানীর বিভিন্ন এলাকায় ড্রাইভার হিসেবে কাজ করতো। এ পেশার আড়ালে সে মামা পার্টির সক্রিয় সদস্য ছিল।
গ্রুপের আরেক সদস্য ফারুক আহমদ। এছাড়া আবুল কালাম পেশায় গাড়ি চালক। সেও গাড়ি চালানোর আড়ালে চক্রের সঙ্গে মিশে ছিনতাই করে আসছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাইস গাড়ি ও একটি করোলা প্রাইভেটকার, একটি হাতকড়া, চেতনানাশক ওষুধ, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি স্টিলের চাকু, একটি ক্ষুর, ছয়টি টাচ মোবাইল ফোন, পাঁচটি বাটন মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করার আগে স্ত্রী মারা যাওয়া প্রসঙ্গে।
দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের