বেইলি রোড ট্রাজেডিতে সামাজিক মাধ্যমে শোকের ছায়া
০২ মার্চ ২০২৪, ১০:২২ এএম | আপডেট: ০২ মার্চ ২০২৪, ১০:২২ এএম
রাজধানীর বেইলি রোডের একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।
বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা দেশে এখন শোকের ছায়া। এ ঘটনায় শোকে কাতর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। শোক জানিয়ে পোস্ট দিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। ঢালিউড থেকে টিভি ইন্ডাস্ট্রির তারকারা সবাই শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন।
ঢালিউড সুপারস্টার শাকিব খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গত রাতে বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে সেখানে বেশিরভাগ মানুষ হয়ত গিয়েছিলেন তাদের প্রিয়জন নিয়ে আনন্দময় কিছু সময় ভাগাভাগি করতে। কেউ কেউ গিয়েছিলেন শপিংয়ে বা পরিবার-পরিজন নিয়ে ফ্রি টাইমে খাওয়া-দাওয়া করতে। কিন্তু এক নিমিষেই ভয়াবহ অগ্নিকাণ্ড থামিয়ে দিয়েছে এতোগুলো জলজ্যান্ত জীবন। স্বজন হারিয়ে অনেকের ভবিষ্যৎ জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা! অনেকের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে।’
এ সময় তিনি ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করে বলেন, ‘কিছু দিন পরপর অগ্নিকাণ্ডে এতো এতো তরতাজা প্রাণ অকালে চলে যাওয়া এবং ক্ষয়ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর জীবনের ঝুঁকি নিয়ে যারা সবসময় এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলা করে, সাধারণ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, সেই সব ফায়ার সার্ভিস কর্মীদের জানাই স্যালুট।’
তিনি আরও লেখেন, বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। হাসপাতালে যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই কামনা করছি। মহান সৃষ্টিকর্তা শোক সন্তপ্ত পরিবারের সকলকে এই ক্ষতি কাটিয়ে ওঠার দান করুক।
জ্যৈষ্ঠ সাংবাদিক, গবেষক ও কলামিস্ট মেহেদী হাসান পলাশ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, স্মার্ট বাংলাদেশে রাজধানীর প্রাণ কেন্দ্রে মাত্র সাত তলা ভবনে আগুন লেগে ৪৪ জন নির্মমভাবে নিহত হলো! মহান আল্লাহর নিহতদের জান্নাতবাসী করুন। আহতদের দ্রুত সুস্থ করে দিন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি রহমত করুন।
আলোচিত চিত্রনায়ক জায়েদ খান নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘ঢাকার বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি ও আহতদের প্রতি গভীর সমবেদনা।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বেইলি রোডের আগুনে পুড়ে যাওয়া ভবনের আগে ও পরের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আশা করি এই ঘটনা থেকে আমরা কিছু শিখতে পারব।’
শাহালম বাবু নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, হে আল্লাহ্ বেইলী রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত, সবাই কে শহীদ হিসাবে কবুল করুন। আর সবার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন,,আমিন। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপক এবং লাইফ সেফটির ব্যবস্থা খুবই কম,,,,,কমার্শিয়াল বিল্ডিং মালিকরা মনে করে কর্মচারীদের লাইফের কোন মূল্য নেই।
মোঃ মিন্টু শোক জানিয়ে লিখেছেন, আমরা আর কত এমন ঘটনা দেখবো...আমরা রানা প্লাজার ঘটনাও দেখেছি... সেই কষ্ট আজো বয়ে বেড়াতে হচ্ছে..আজকের এই ঘটনাও আমাদের চিরকাল বয়ে বেড়াতে হবে...যাদের স্বজনরা আহত না নিহত হয়েছে তাদের জন্য রইলো সমবেদনা...।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন, ‘বেইলি রোড’। শেষে দুঃখিত ও প্রার্থনার ইমোজি।
মোঃ এনামুল ইসলাম লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবারই আগামী কালের জন্য একটা প্লান ছিল।আগামী বছরের জন্য একটা প্লান ছিল।আজ সকালেও হয়ত তাদের প্লান শুনে ভাগ্য তাদের উপর হাসছিল। হয়ত আমাদের প্লান শুনেও হাসছে।কতটা অনিশ্চিত এই জীবন !!
জানা গেছে, বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭৫ জনকে জীবিত উদ্ধার হয়েছে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আরও ৪২ জনকে। একই পরিবারের পাঁচজনসহ মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে ঢামেক হাসপাতালে ৩১, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১০ এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে একজন মারা গেছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি মরদেহ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জনগণের সম্মেলিত সহযোগিতা ও পুলিশের একনিষ্ঠ প্রচেষ্টাই সন্ত্রাস নির্মূল সম্ভব - এসপি ফারুক
কোটি টাকা লুটপাট : সাবেক এমপি নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
কুমিল্লায় ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
বন্ধুদের মিলনমেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট
সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা