পুলিশি বাধায় নারী দিবসে র্যালি করতে পারেনি মহিলা দল
০৮ মার্চ ২০২৪, ০২:৩৩ পিএম | আপডেট: ০৮ মার্চ ২০২৪, ০২:৩৩ পিএম
পুলিশি বাধায় বিশ্ব নারী দিবসের র্যালি করতে পারেনি ‘জাতীয়তাবাদী মহিলা দল’।
শুক্রবার সকালে সংগঠনটির নেতা-কর্মীরা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর র্যালি বের করলে পুলিশ বাধা দেয়। নেতা-কর্মীরা মুহুর্র মুহুর্র শ্লোগান দিয়ে পুলিশের বাধার প্রতিবাদ জানায়। পরে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে। এক পর্যায় নারী কর্মীরা ৪/৬ মিনিট শ্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে চলে যায়।
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘‘ এটা দুর্ভাগ্যজনক আজকে একটা নারী দিবস সেখানে পুলিশ নারীদের একটা শান্তিপূর্ণ মিছিল করতে দিলো না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। আজকে আমাদের শান্তিপূর্ণ র্যালি পন্ড করে দেয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
পুলিশের মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘‘ যেটা পারমিশন ছিলো উনার সমাবেশ করেছেন বক্তব্য দিয়েছেন সেখানে আমরা বাধা দেয়নি।যতটুকু পারমিশন ছিলো সেটা আমরা করতে দিয়েছি।”
র্যালি কেনো করতে দিলেন না জানতে চাইলে তিনি বলেন, ‘‘ উনারদের বক্তব্য দেয়ার পারমিশন ছিলো বক্তব্য দিয়েছেন। আজকে জুম্মার সময় গাড়ি চলাচল করছে এই র্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে। সেজন্য্ আমরা সেটা করতে দেয়নি। যতটুকু পারমিশন ছিলো ততটুকু আমরা করতে দিয়েছি।”
সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে বিএনপির নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা সমবেত হয়।
‘সবর্ত্র নারীরা নির্যাতিত’
বিশ্ব নারী দিবসে দেশের নারী সমাজকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘ আজ দেশের নারীরা অবহেলিত, নির্যাতিত। আজকে তাদের দুরাবস্থার কথা বলতে হয়… বাংলাদেশ আজকে একটা ধর্ষণের দেশে পরিণত হয়েছে… এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো সাপ্তাহ না যখন দেশের নারীদের ওপর নির্যাতন চলছে, ধর্ষন চলছে।”
‘‘ তার চেয়ে বড় দূঃথের ও কষ্টের বিষয় হচ্ছে, এই ধর্ষণের ব্যাপারে কোনো বিচারের প্রয়োগ আমরা দেখতে পারছি না।কারণ এই ধষর্ণের সাথে ক্ষমতাসীনদের অনেকে জড়িত, তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জড়িত। আরো দূঃখের বিষয় এই বিষয়ে যারা নারী বাদী হিসেবে পরিচয় দেন, যারা নারীদের পক্ষে কাজ করে বলেন তারা কিন্তু খুব একটা সোচ্চার হচ্ছেন না। কারণ হচ্ছে তারাও ভয়ভীতির পরিবেশের মধ্যে আছে। নারীদের ওপর ধষর্ণের বিষয়ে কেউ মুখ খুলে কথা বলছে না।”
তিনি বলেন, ‘‘ সারা দেশে ভয়ভীতির একটা পরিবেশ বিরাজ করছে… কেউ মুখ খুলতে চাচ্ছে না।”
‘‘ বাংলাদেশে দখলের রাজনীতি চলছে, সিলেকশনে রাজনীতি চলছে। গতকাল হাইকোর্ট প্রাঙ্গন পর্যন্ত যে দখল করার প্রক্রিয়া চলেছে তা আপনারা ইতিমধ্যে দেখেছেন। আইনজীবীদের ভোট হচ্ছে … ওখানে দখল করার কি আছে? সারা দেশে জনগনের ভোট তো দখল হয়ে গেছে… এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে, এখন ব্যবসায়ীদের ভোটও দখল করতে হবে। প্রতিটি ক্ষেত্রে এই যে দখলের প্রতিক্রিয়া এটা শুধু নারী নয়, বাংলাদেশের নাগরকিররা বঞ্চিত হচ্ছে, তাদের সব অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে।”
এই অবস্থার উত্তরণে নারী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘‘ আগামী দিনের বাংলাদেশ যদি আমরা নারীদের ক্ষমতায় করতে চাই প্রথমে বাংলাদেশের নাগরিকদের ক্ষমতায় করতে হবে। দেশের নাগরিকরা যদি অধিকারহীন হয়ে যায়, ভোটাধিকার কেড়ে নেয়া হয় তাহলে নারীদের ক্ষমতায়নের সুযোগ থাকবে না, কারো ক্ষমতায়নের সুযোগ থাকবে না।”
‘‘ একমাত্র দেশের সাংবিধানিক রাজনৈতিক অধিকার, দেশের মানুষের নাগরিক অধিকার যদি ফিরে পাওয়া না যায় তাহলে এখন যে অবস্থা আছে সেখান ধেকে উঠে আসার কোনো সুযোগ নাই। তাই নারী-পুরুষ সবাই মিলে একত্রে প্রথমে আমাদেরকে নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে।নারীদের ক্ষমতায় সেখান থেকে শুরু করা যাবে।”
বাংলাদেশে নারীদের ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আফরোজা আব্বাস বলেন, ‘‘ আমরা চাই, আমরা নারী সমাজ মিলে যেন দেশটা, সমাজটাকে বদলে দিতে পারি। যে সমাজে আমরা রুখে দাঁড়াতে পারব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারব, মাথা সকলে উঁচু করে দাঁড়াতে পারব এবং নারীদের পক্ষে দাঁড়াতে পারবো সেই সমাজ চাই আমরা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন…তিনি যে আন্দোলন করতেন তার একটাই দাবি ছিলো… দেশ বাঁচাও মানুষ বাঁচাও।”
‘‘ আজকে আমরা কোথায় আছি? আমরা দেশকে বাঁচাতে পারছি না, মানুষও বাঁচাতে পারছি না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আসুন আমরা আজকের দিনে সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরা দেশ বাঁচাব, মানুষ বাঁচাব। আমরা নারী আমরাই পারি। আসুন আমরা সকলে মিলে এক কাতারে দাঁড়িয়ে এমন প্রতিজ্ঞা করি যেন দেশনেত্রীর মতো আমরাও বলতে পারি দেশ বাঁচাও মানুষ বাঁচাও।”
দ্রব্যমূল্যের ঊধর্বগতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‘ দ্রব্যমূল্যের এরকম দাম অতীতে কখনো ছিলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধান মন্ত্রী ছিলেন দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিলো, স্থিতিশীল ছিলো।”
দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে মহিলা দলের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে মহিলা দলের প্রধান বলেন, ‘‘ আজকে আমরা শপথ নিতে চাই, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, নারীর অধিকার ফিরিয়ে আনব, দেশ বাঁচাব, মানুষ বাঁচার, নারীদের নিরাপত্তা নিশ্চিত করব।”
বিশ্ব নারী দিবসে মহিলা দলের র্যালির এই অনুষ্ঠানে ব্যাপক পুলিশের উপস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আজকের এই দিনে বিশ্ব নারী দিবসে আমরা নারীরা এখনে যতজন উপস্থিত হয়েছি তার চেয়ে দেখুন কত বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে এখান থেকে নাইটেঙ্গল রেস্তোরা পর্যন্ত। কত খানি ভয় পায় ওরা। আমরা যদি ৫ জন নারী থাকতাম সেখানে ৫শ পুলিশ মোতায়েন থাকতো। এখানেই আমাদের বিজয়।”
‘‘ কেনো ভয় পায়? কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করি, সত্য কথা বলি।”
মহিলা দলের আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে মহিলা দলের হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা আরলি, নায়েবে ইউসুফ, শাহানা আখতার সানু, রুমা আখতার প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশ্ব নারী দিবসে মহিলা দলের র্যালি উপলক্ষে সকাল থেকে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিভিন্ন গলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। রায়ট কার, জলকামানের গাড়িও ছিলো সেখানে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি, টগর সাধারণ সম্পদক নির্বাচিত
পেকুয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু