ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা মুসলিম সংস্কৃতিতে নগ্ন হস্তক্ষেপ- মানববন্ধনে ঢাবি শিক্ষার্থীরা
১২ মার্চ ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১২:১৬ এএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে মানব-বন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ইফতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হাজার বছরের বাঙ্গালি মুসলিম সংস্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে বলে মন্তব্য করেন।
আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানব-বন্ধন করেন শিক্ষার্থীরা। মানব-বন্ধন থেকে শিক্ষার্থীরা ‘আহলান সাহলান-মাহে রমজান’, ‘সাওম সালাত ইফতার-মুসলমানদের অধিকার’, ‘ক্যাম্পাসগুলোতে কনসার্ট হলে-ইফতার পার্টিও হতে হবে’, ‘ক্যাম্পাসে কনসার্ট হলে-সমস্যা কি ইফতার হলে’, ‘রমজান ইফতার-অধিকার অধিকার’,— ইত্যাদি স্লোগান দেন।
মানব-বন্ধনে সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, মুসলিমদের হাজার বছরের ঐতিহ্য রোজা রাখা, ইফতার করা। মুসলিমরা রোজা রাখবে এটাই স্বাভাবিক। আজকে কোন একটা গোষ্ঠী চাচ্ছে মুসলমানদের সংস্কৃতি থেকে এটা মুছে দিতে। তারই অংশ হিসেবে তারা বাংলাদেশের দুই বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা এটা মানতে পারি না। আমাদের আস্থার জায়গা, দেশনেত্রী শেখ হাসিনার নাম করে একটা চক্র এই কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলমান, তিনি এই ধরনের কথা বলতে পারেন না। তাকে ব্যবহার করে কেউ এটা করার চেষ্টা করছে।
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক কায়েম বলেন, ইফতার আমাদের হাজার বছরের বাঙ্গালি মুসলিম সংস্কৃতির অংশ। SUST এবং NSTU তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইফতার মাহফিলের উপর নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীরা নিজেদের টিউশন ও বৃত্তির টাকা দিয়ে ক্যাম্পাসের সর্বত্র গণ ইফতার কর্মসূচি আয়োজন করে এই সংস্কৃতিকে আরো বেশী উজ্জীবিত করবো।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টি বন্ধের সিদ্ধান্ত একটি মুসলিম বিদ্বেষী সিদ্ধান্ত। এ দেশের ক্যাম্পাসগুলোতে কনসার্ট হতে পারলে, গানের আয়োজন হলে ইফতার পার্টিও হবে, শবেবরাতও পালন হবে। এদেশের ক্যাম্পাস-গুলোয় ৯০ ভাগ মুসলমানের সন্তান পড়াশোনা করে, কারো চাপিয়ে দেয়া সিদ্ধান্তে, কারো নগ্ন হস্তক্ষেপে শিক্ষার্থীরা ইফতার পার্টি থেকে বিরত থাকবে না।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন ভুঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বেশিরভাগই মুসলমান শিক্ষার্থী থাকা সত্বেও এমন নিষেধাজ্ঞা ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই খেজুরের দাম বৃদ্ধি করা হয়েছে, রাবিতে গরুর মাংস নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কুচক্রী মহল যত ষড়যন্ত্র করবে আমরা আরো বেশি বেশি ইফতার করব। যেখানেই মুসলিম কমিউনিটি আছে সেখানেই ইফতার হবে। ক্যাম্পাসে ইফতার হবে, রোজা হবে, শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত করবে, কেউ আটকিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে আমরা এটা প্রত্যাহারের দাবি জানাই।
মানব-বন্ধন শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিলন চত্বর হয়ে কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় লাইব্রেরী হয়ে অপরাজেয় বাংলার পাদদেশ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত