ঘুষ না দেয়ায় রোগীর স্বজনদের মারধর করেন শিশু হাসপাতালের আনসার
১৬ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম
রাজধানীর শেরে বাংলা নগর ঢাকা শিশু হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এক মাস বয়সী শিশু আবরাহাম সিহানকে নিয়ে আসেন মা লিমা আক্তারসহ স্বজনরা। চিকিৎসক দেখার পর টেস্ট দিলে রিপোর্টে নিউমোনিয়া ধরা পড়ে। কিন্তু হাসপাতালে সিট নেই বলে অন্য হাসপাতালে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। তবে টাকা দিলে এই হাসপাতালেই মিলবে এমন প্রস্তাব দেন আনসার সদস্যরা। তবে ঘুষ দিয়ে সরকারি হাসপাতালের সিট কেন নিতে হবে এমন প্রশ্ন তোলায় শিশু আবরাহাম সিহানের মামা রবিনকে বেধড়ক মারপিট করে আনসার সদস্যরা। ঘুষের প্রতিবাদ করায় অসুস্থ শিশুটির মা লিমা আক্তার ও নানী শাহনাজ বেগমের গায়েও আনসার সদস্যরা হাত তোলেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পরে অভিযোগ পাবার পর ৩ আনসার সদস্যকে থানায় তুলে নিয়ে যায় শেরে বাংলা নগর থানা পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুর খালা শিমা আক্তার বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুকে নিয়ে আজ সকালেই আগারগাঁও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার দেখে টেস্ট দেয়। টেস্টের রিপোর্টে আসে নিউমোনিয়া। চিকিৎসকের পরামর্শ হাসপাতালে দ্রুত ভর্তি করতে হবে। কিন্তু এই হাসপাতালে সিট নেই। অন্য কোনো হাসপাতালে সিট দেখার কথা বলেন তিনি।
তিনি বলেন, বাইরে এসে আমরা কি করা যায় সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। সেই মুহূর্তে সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত সদস্যরা (আনসার) আসে। তারা টাকা দাবি করেন। বলেন, টাকা দিলে সিটের ব্যবস্থা করে দেবেন।
শিশুটির খালা বলেন, এ কথা শুনে আমার পরিবারের ভাই-বোন বলেন, টাকার বিনিময়ে কেন সিট দেবেন। একটা শিশু মুমূর্ষু অবস্থায় আছে। অথচ আপনারা টাকা চান কীভাবে। এরকম করে ঘুষ খেলে তো চলে না। এ কথা বলতেই ছোট ভাই রবিনকে আনসার সদস্যরা মারধর শুরু করে।
শিমা আক্তার আরও বলেন, আমার বোন ও মায়ের গায়েও হাত তোলা হয়। অসুস্থ শিশুটিকে পর্যন্ত কোল থেকে মাটিতে ফেলে দেয়া হয়। আপুর কাছে থাকা ২০ হাজার টাকা, মোবাইল হাওয়া হয়ে গেছে মারামারি, ধাক্কাধাক্কি ধস্তাধস্তির মধ্যে।
পরিস্থিতি বুঝে শেরে বাংলা নগর থানায় খবর দেয়া হয়। সেখান থেকে পুলিশ টিম আসে। তিনজন আনসারকে থানায় নিয়ে গেছে। আমরা প্রথলিখিত অভিযোগ করেছি। থানা থেকে বলেছে বিকেলে মামলা করার জন্য।
এ বিষয়ে শিশুটির মামা ও ভুক্তভোগী রবিন জানান, সকালে আমাকে আনসার সদস্যরা আমাকে মারধর করে। আমরা আর ওই হাসপাতালে চিকিৎসা কিংবা ভর্তির চেষ্টাও করিনি। শিশু আবরাহামকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় আমার মা বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করেছে। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত