এদেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না: শামসুজ্জামান দুদু
২৪ মার্চ ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ১২:১৩ এএম
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যে দেশের মানুষ লড়াই সংগ্রাম, যুদ্ধ করেছে সেই দেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে এটা প্রত্যাশা করা ঠিক না। এদেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না।
শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদুু বলেন, দেশে কোন গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, দীর্ঘদিন ধরে কোন সরকার নেই, এর কৈফিয়ত কারো কাছে চাইবো তার উপায়ও নেই। ফিলিস্তিনি পার্শ্ববর্তী দেশ ইজরায়েল যেভাবে ফিলিস্তিনি দখল করে নিয়েছে একইভাবে মনে হচ্ছে আমার বাংলাদেশ দখল করে নিয়ে গেছে। বাংলাদেশের কোন নাগরিক ভোট দিতে পারে না। ভোট দেওয়ার কোন পরিস্থিতি নেই।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে নানামুখি আলোচনা আছে দেশের মধ্যে এবং দেশের বাইরে। বিশ্বের যেসব দেশগুলোতে নির্বাচনী ব্যবস্থা নেই সেই সব দেশগুলো বাংলাদেশের তথাকথিত সরকারকে অভিনন্দন জানিয়েছে। সুস্থ স্বাভাবিক গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের এই তথাকথিত সরকারকে অভিনন্দন জানায়নি।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে খুব দ্রুতই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারও উদ্বিগ্ন তার চাল চলন কথাবার্তায় বিশেষত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা নিয়মিত শুনবেন দেখবেন তিনি ভীষণ উদ্বিগ্ন। ওবায়দুল কাদেরের জন্য দোয়া করি আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কারণ অনেক কিছুই তিনি দেখতে পারবেন খুব শিগগিরই।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নরমালি মেনে নিতে পারে না। আপনারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে পোস্টারে ছবি ছাপবেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি পোস্টারে ছাপাবো, নিরপেক্ষ নির্বাচন হবে, কত ধানে কত চাল দেখতে পাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা মানেন আর না মানেন এদেশের জনগণ মানে এবং সারা বিশ্ব তাকে মানে। আপনারা সম্পূর্ণ বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে বসে আছেন। জনসমর্থনে আপনারা ক্ষমতায় বসেননি। আপনারা সম্পূর্ণ জন বিচ্ছিন্ন হয়ে গেছেন।
কৃষকদলের সাবেক এই আহবায়ক বলেন, এই দেশে এমন কোন পণ্য নেই যার দাম ৩০০ থেকে ৪০০ গুন বাড়েনি? বেগম খালেদা জিয়া ও বিএনপিকে চ্যালেঞ্জ করে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছাড়ে তখন চালের দাম কত ছিল। তখন চাউলের দাম ছিল ১৬ টাকা কেজি। আর এখন কত? গরু, খাসির গোশত বর্তমানে কত আর তখন কত ছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের কথা বললে তো তখন মানুষ স্বর্গ সুখে বসবাস করত।
বিএনপি এই নেতা বলেন, এই সরকারের মতো দুর্নীতিবাজ সরকার বাংলাদেশের মানুষ গত ১০০ বছরেও দেখেনি। ব্যাংকের কথায় ধরেন সরকারি বা বেসরকারি ব্যাংক যে ব্যাংকে মানুষ টাকা রেখে নিশ্চিন্তে আছে। সার্বক্ষণিক মানুষ চিন্তা করে তার টাকা এই আছে এই নেই।
তিনি বলেন, এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য। এই মুক্তিযুদ্ধের দেশে কেউ ডাকাতের মত করে দখল করে নেবে এটা এ দেশের জনগণ কোনদিনও মেনে নেবে না। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে মুক্তিযুদ্ধে প্রশ্ন। কিন্তু এদেশের গণতন্ত্র হরণ করে নেবেন আর এ দেশের মানুষ আপনাদের সাথে ভালো ব্যবহার করবে এটা প্রত্যাশা করা ঠিক না। মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে গিয়েছে এদেশের মানুষ শুধু স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। সেই দেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে এটা প্রত্যাশা করা ঠিক না।
এ সময় তিনি নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়ে বলেন, এদেশের গণতন্ত্র স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ হয়ে আসুন আন্দোলনে ঝাঁপিয়ে পরি।
সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি নরুল হক নুর, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,মোক্তার আখন্দ প্রমুখ।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি