৭দিনের কমিটি এক মাসেও দেয়নি তদন্ত প্রতিবেদন
০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে
ট্যাজেডির এক মাস। এখনো অগ্নিকাণ্ডের পোড়া ভবনটি দাঁড়িয়ে আছে। আতঙ্ক কাটনি ওই এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের। গত ২৯ ফেব্রুয়ারি ওই ভবনটিতে আগুন লেগে ৪৬ জনের প্রাণহানির শোকের ছাপ আজও লেগে আছে পুরো এলাকাজুড়ে। বিভীষিকাময় এই অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছিল সরকার। একটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তদন্ত কমিটি।
দুটি তদন্ত কমিটির মধ্যে রাজউকের তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। আর ফায়ার সার্ভিসকে দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কিন্তু এই প্রতিবেদন জমা না দেয়ার কারণে জানা যায়নি যে সরকারি কর্মকর্তাদের দায় আছে কি না। কিন্তু ঘটনার ৩০ দিন সময়সীমা পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়নি।
কমিটি দুটি কবে নাগাদ প্রতিবেদন জমা দিতে পারে সেটিও ঠিকঠাক বলতে পারছে না। এ অবস্থায় আগের তদন্ত প্রতিবেদনগুলোর মতোই এই দুটি প্রতিবেদনও আলো মুখ দেখবে না বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এ ছাড়া সিআইডির তদন্তেও তেমন অগ্রগতি নেই।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, তদন্তের কিছু বিষয় এখনো বাকি আছে। ভবনটির মালিকের সাথে এখনো কথা বলা সম্ভব হয়নি। কারণ ভবনের মালিকের ঠিকানায় তাকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এঘটনায় অনেকগুলো সংস্থার সাথে কথা বলতে হয়েছে। প্রতিটি প্রাণের মূল্য আছে। আমরা ঘটনা স্থলে গিয়েছি। ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা থাকবে আমরা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করবো বলেও জানায় এই কর্মকর্তা।
তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, তদন্ত শেষ প্রায়। এই সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়া হবে
এ সিআইডির তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে সিআইডি বিভিন্ন ধাপে তদন্ত কাজ চালাচ্ছে। শিগগিরই ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে জানানো হবে।
সরেজমিনে বেইলি রোড এলাকায় গিয়ে দেখা যায়, গ্রিন কোজি কটেজ ভবনটির চারপাশে ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। সেখানে পালা করে পাহাড়া দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। সড়কে যাতায়াতকারীরা এখনো পোড়া ভবনটির সামনে দাড়িয়ে দেখে। ভবনটির আশপাশে থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে আগের মতোই কর্মব্যস্ততা রয়েছে। বেইলি রোডে এবার গত বছর রমজানের তুলনায় ক্রেতাদের ভিড় অনেকটাই কম।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের পাশে গোল্ড প্যালেস ভবনে থাকা কেএফসিতে গিয়ে দেখা যায়, সেখানে আগের মতো ভিড় নেই। সারাদিন তেমন ক্রেতাদের ভিড় থাকে না। তবে দুপুরের পর থেকে ক্রেতারা আসতে থাকেন।
অনেক ছোট ছোট দোকানিরা অলস সময় পার করছে।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই এলাকায় অগ্নিঝুঁকি নিয়ে এখনও উৎকণ্ঠায় রয়েছে অনেকেই। অনেক ভবন এখনও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে করে ক্রেতারা এই এলাকার রেস্তোরাঁতে বর্তমানে তেমন আসছে না।
সংশ্লিষ্টরা বলছেন, আগে যতগুলো এমন বড় দুর্ঘটনা ঘটেছে সব কটির ক্ষেত্রেই এক বা একাধিক তদন্ত কমিটি হয়েছে। প্রতিটি তদন্ত কমিটিকেই নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে প্রতিবেদন জমা দেয়ার জন্য। প্রতিটি ক্ষেত্রেই সেই সব প্রতিবেদন সম্পর্কে জনগণ কিছু জানতে পারেননি।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার
সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!
মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ
ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক
মির্জাপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলের অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে: এবি পার্টি
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
‘নির্বাচন কেন্দ্রিক ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন’
‘আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছেন সবাই’