ইন্টারনেট ও মোবাইল সেবা বিচ্ছিন্ন উপকূলীয় অঞ্চল
২৭ মে ২০২৪, ০৮:২৪ পিএম | আপডেট: ২৭ মে ২০২৪, ০৮:২৪ পিএম
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের বেশির ভাগ এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট সেনার উপরও। উপকূলীয় এলোকাসমূহে বিদ্যুৎ না থাকা, গাছপালা ভেঙে পড়া এবং ঘুর্ণিঝড়ে অপারেটরদের টাওয়ারগুলো বিদ্যুৎ বিহীন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি জানিয়েছে, সোমবার বিকেল ৪টা পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ না থাকায় ২২ হাজার ২১৮টি মোবাইল অচল হয়ে পড়ে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত জেলাসমূহে ১০০’র অধিক আইএসপি অপারেটরের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ৩২০টি পয়েন্ট অব প্রেজেন্স (পপ) এর মধ্যে ২২৫টি অকার্যকর হয়ে গেছে। এতে এসব এলাকার ৩ লাখ আইএসপি গ্রাহক ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছেন। এছাড়া ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) এর ১ হাজার ৯০৮টি পপের মধ্যে ১৬৮টি অচল হয়ে পড়েছে। এতে ওইসব এলাকার মানুষ মোবাইল সেবা ও ফিক্সড ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েন।
আর এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় নয় জেলার মোবাইল নেটওয়ার্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহে বিঘেœর কারণে এসব এলাকায় প্রায় ১৫ হাজার মোবাইল সাইট বর্তমানে বন্ধ রয়েছে। নেটওর্য়াক দ্রুত ফিরিয়ে আনতে মোবাইল অপারেটররা বিদ্যুৎ কর্তৃপক্ষ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাথে নিবিড়ভাবে কাজ করছে।
বিটিআরসি জানায়, ঘূর্ণিঝড় ৬৪ জেলার মোবাইল নেটওয়ার্কে প্রভাব ফেলেছে। সারাদেশে মোট ৪৫ হাজার ৬১০টি সাইট রয়েছে। এর মধ্যে ২২ হাজার ২১৮টি সাইট বন্ধ হয়ে যায়, যা মোট সাইটের হিসেবে ৪৮ দশমিক ৭১ শতাংশ।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নেটওয়ার্ক সচল রাখতে নিয়ন্ত্রক সংস্থা ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। তাঁদের ইমার্জেন্সি রেসপন্স টিম ও কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তিদের দ্রুত নেটওয়ার্কের আওতায় আনার জন্য তাঁরা কাজ করছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমেল দেশের উপকূলে আঘাত করেছে এবং দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এর প্রভাবে উপকূলসহ সংশ্লিষ্ট বিভিন্ন জেলাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল অপারেটরদের সাইটসমূহ হতে দুর্যোগ কবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা প্রদান ব্যাহত হচ্ছে। এতে করে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে জরুরি উদ্ধার কার্যক্রম ও তাদের সহায়তা প্রদানের ক্ষেত্রে জনসাধারণের সাথে টেলিযোগাযোগ সম্ভবপর হবে না।
বিজ্ঞপ্তিতে জরুরি সেবা হিসেবে নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিতে উপকূলীয় জেলাসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দ্রুত বিদ্যুৎ-সংযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক কাজী মুস্তাফিজুর রহমান।
বিটিআরসি আরো জানায়, রিমেল এর তা-বে রাঙামাটিতে ৯৩টি টাওয়ারের মধ্যে ৭৬টি (৮২ শতাংশ) বন্ধ হয়ে যায়। মেহেরপুরে ২৬৭টির মধ্যে ২১৫টি (৮১ শতাংশ), গোপালগঞ্জের ৪৮৭টির মধ্যে ৩৮৮টি (৮০ শতাংশ), মাদারীপুরে ৪৯৭টির মধ্যে ৩৯২টি (৭৯ শতাংশ), মানিকগঞ্জে ৩৫৯টির মধ্যে ২৮২টি (৭৯ শতাংশ), বরিশালে ৯৪৮টির মধ্যে ৭৩৮টি (৭৮ শতাংশ), রাজবাড়ির ৩৮২টির মধ্যে ২৮৭টি (৭৫ শতাংশ), ঝালকাঠির ২৫০টির মধ্যে ১৮৪টি (৭৪ শতাংশ), বরগুনার ৩২৬টির মধ্যে ২৩৯টি (৭৩ শতাংশ) সাইট অচল হয়ে পড়ে। ঘূর্ণিঝড় সবচেয়ে কম প্রভাব ফেলেছে সিলেট। এই জেলায় ৮৫৮টি সাইটের মধ্যে ৫৬টি (০৭ শতাংশ) অসচল হয়ে যায়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে: মেজর হাফিজ
ধামরাইয়ে প্রাইভেটকারসহ ৪ অপহরণকারী জনতার হাতে আটক
ঢাকাকে আবারও পরাজয়ে ভাসিয়ে জয়ে ফিরল বরিশাল
নোয়াখালীতে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নার্গিস ফাখরি
সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান
নাটোরে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টাল ক্যাম্প শুরু
নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ