দেশের প্রথম বাংলা মেডিক্যাল জিপিটি ‘সুস্বাস্থ্য ডট এআই’ উন্মোচন
২৭ মে ২০২৪, ০৮:৪৬ পিএম | আপডেট: ২৭ মে ২০২৪, ০৮:৪৬ পিএম
দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক কিশোর-কিশোরীদের মধ্যে পরীক্ষামূলক ব্যবহারের পর আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হলো বাংলাদেশের প্রথম বাংলা মেডিক্যাল জিপিটি ‘সুস্বাস্থ্য ডট এআই’। সোমবার (২৭ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর মোবাইল অ্যাপটির সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচয় করিয়ে দেয়া হয়। অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওজিএসবি) এবং ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ (আইআরসিএইচ) ভাইস প্রেসিডেন্ট এবং এন্ডোমেট্রিওসিস এন্ড এডেনোমাইসিস সোসাইটি অফ বাংলাদেশ (ইএসবি) এর সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. সালেহা চৌধুরী।
অনুষ্ঠানে জানানো হয়েছে, মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে অ্যাপটি ডেভেলপ করেছে বাংলাদেশের ডেভেলপাররা। সমাজিক ট্যাবু ও কুসংস্কার এবং লাজ-লজ্জায় ঘোরটপ পেরিয়ে অ্যাপটি বাংলাদেশে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার এবং মানসিক স্বাস্থ্য (এসআরএমএইচ) বিষয়ক সমস্যার সমাধান দেবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে। পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এটি তাদের ৯০ শতাংশের বেশি সঠিক পরামর্শ দিচ্ছে।
অ্যাপ উদ্বোধন উপলক্ষে ‘স্মার্ট হেলথ কেয়ার ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অধ্যাপক ডা. সালেহা চৌধুরী ছাড়াও অ্যাপটির ওপর আলোকপাত করেন অ্যাপ নির্মার্তা প্রতিষ্ঠান সিমেড হেলথ-এর প্রতিষ্ঠাতা ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডা. খন্দকার আবদুল্লাহ আল মামুন, ডেপুটি সিইও মইনুল হক চৌধুরী এবং মেডিকেল সার্ভিসেস কোঅর্ডিনেটর ডা. মার্জিয়া জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন ‘সুস্বাস্থ্য ডট এআই’ টিমের এআই এক্সপার্ট রিফাত শাহরিয়ার, রিফাত রহমান, তারেক আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান বক্তা প্রফেসর ডা. সালেহা চৌধুরী বলেন, আমাদের কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার এবং মানসিক স্বাস্থ্য (এসআরএমএইচ) বিষয়ক সমস্যাগুলো সমাজের ট্যাবু ও কুসংস্কারের কারণে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে। আমরা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দিতে গিয়ে এ বিষয়টি ভালভাবে উপলব্ধি করতে পেরেছি। সময়টা যখন প্রযুক্তির এবং স্মার্টফোনটি সবার হাতের নাগালে থাকায় কিশোর-কিশোরী তাদের বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো বাবা-মা বা বন্ধুদের সঙ্গে শেয়ার করারর লাজ লজ্জার বাধা ডিঙিয়ে জানতে পারবে। আশাকরি, বাংলা মেডিক্যাল জিপিটিতে এখন থেকে কিশোর-কিশোরী তাদের ব্যক্তিগত সমস্যাগুলো এই সার্চ ইঞ্জিনে করতে পারবে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেড অফ কমিউনিকেশন সুমাইয়া মতিয়াতুর সঞ্চালনায় সেমিনারে সিমেড হেলথ-এর প্রতিষ্ঠাতা জানান, স্বাস্থ্যসেবাকে সবার হাতের নাগালে পৌঁছে দিতে সিমেড হেলথ ‘সুস্বাস্থ্য ডট এআই’ নামে একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইঞ্জিন বানিয়েছে। অটোমেটেড স্পিচ রিকগনিশন (এএসআর) এবং টেক্সট টু স্পিচ (টিটিএস) প্রযুক্তির সমন্বয়ে অ্যাপটি প্রশিক্ষিত চ্যাটবট হিসেবে কাজ করে। সুস্বাস্থ্য, এআই একটি মাল্টি-লেয়ারড প্ল্যাটফর্ম যা যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার এবং মানসিক স্বাস্থ্যের শিক্ষা, স্ক্রীনিং, রেফারেল এবং ডেটা অ্যানালিটিক্সের জন্য ওয়েব, অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়। ফলে কিশোর-কিশোরীদের যৌন, প্রজনন ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের রিয়েল টাইম ক্লিনিক্যালি ভ্যালিডেটেড উত্তর দিতে সক্ষম সুস্বাস্থ্য অ্যাপটি। আপাতত টিন এজারদের জন্য হলেও আগামী ডিসেম্বর মাস নাগাদ দ্বিতীয় সংস্করণটি হবে সব বয়সীদের জন্য।
তিনি বলেন, সিমেড হেলথ হল একটি হেলথ-টেক স্টার্টআপ যা তার ৩৬০-ডিগ্রি ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের স্বাস্থ্যসেবার প্রেক্ষাপট পরিবর্তন করছে। এটি ৪০ লক্ষেরও বেশি মানুষকে স্বাস্থ্য সেবা, শিক্ষা, স্ক্রীনিং, প্রাথমিক রোগ নির্ণয় ও ইন্টারভেনশনের জন্য রেফারেলের সাথে সংযুক্ত করে স্বাস্থ্যসেবার ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করার চেষ্টা করছে এবং ডিজিটাল হেলথ ইকোসিস্টেম তৈরি করে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (UHC) নিশ্চিতের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে ভূমিকা পালন করছে।
বাংলা মেডিক্যাল জিপিটি ইঞ্জিনটির ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে অধ্যাপক ডা. খন্দকার আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে আমরা ২০ জনের একদল দক্ষ ও ডায়নামিক এআই এক্সপার্ট ইঞ্জিনিয়ার টিম নিয়ে যাত্রা শুরু করেছি। আগামী ডিসেম্বর নাগাদ দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে যাচ্ছি। আশা করি তখন যে কোনো রোগ বিষয়ে সার্চ করে আমাদের বাংলা মেডিক্যাল জিপিটি ইঞ্জিনটিতে সমাধান পাওয়া যাবে।
সেমিনারে ‘সুস্বাস্থ্য ডট এআই’ বাংলা মেডিক্যাল জিপিটি ইঞ্জিনটির বানানো পেছনের গল্প ও বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোকপাত করে সিমেড হেলথ-এর সহ প্রতিষ্ঠাতা মঈনুল হক চৌধুরী জানান, ব্যবহারকারীর স্পর্শকাতর প্রশ্ন ও গোপনতার বিষয়গুলোর নিরাপদ রাখতে বিশেষ নজর দিয়েছেন তারা।
অনুষ্ঠানে বাংলা মেডিক্যাল জিপিটি ইঞ্জিনটির ব্যবহার করার নিয়মগুলো সংক্ষেপে আলোচনা করেন প্রতিষ্ঠানের মেডিকেল সার্ভিসেস কোঅর্ডিনেটর ডা. মার্জিয়া জামান। সেসঙ্গে সেমিনারে অংশগ্রহণকারী কয়েকজন সাংবাদিকদের প্রশ্ন নিয়ে বাংলা মেডিক্যাল জিপিটিতে প্রাকটিক্যালি প্রশ্ন করলে সাথে সাথে ইঞ্জিনটি সেগুলোর উত্তর দেয়।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নার্গিস ফাখরি
সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান
নাটোরে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টাল ক্যাম্প শুরু
নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল
কেন এসেছেন, কি করার আছে আপনাদের
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১